সারা দেশজুড়ে আজ গণেশ চতুর্থী পালন। উৎসবে মেতেছে মুম্বাই। এমনকি রীতিনীতি মেনেই পুজো হচ্ছে এই বাংলার অনেক জায়গায়। কিন্তু, লাভ? ফের একবার প্রশ্ন তুলছেন স্বস্তিকা শ্রীলেখারা।
কিছুদিন আগেই এই বাংলায়, একটি গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে। তাঁকে বল্লম দিয়ে খুঁচিয়ে তারপর আগুন জ্বালিয়ে হত্যা করার অভিযোগ শোনা গিয়েছিল। ভুল করে লোকালয়ে ঢুকে পড়ে সেই গর্ভবতী হাতিটি। কিন্তু, তাঁকে রক্ষা করার বদলে প্রাণে মেরে ফেলার ঘটনায় থমকে গিয়েছিলেন টলিপাড়ার অনেক তারকারাই।
প্রাণের কোনও কদর নেই? এমনি আওয়াজ তুলেছিলেন বেশিরভাগ। আর আজ যখন গণেশ চতুর্থী উপলক্ষে আয়োজনে কোনও খামতি নেই, তখন সেই হাতিটির কথা আবারও উঠছে। গজাননের পুজো এই রাজ্যে আড়ম্বরে সম্ভব, কিন্তু একটি মা হাতির সুরক্ষা নয়। আর আজকের এই বিশেষ দিনে, সেদিনের কথা মনে করেই ভারাক্রান্ত স্বস্তিকা।
একটি বিশেষ পোস্টে তিনি লিখছেন, "চিন্তা করো মনুষ্যুকূল তুমি কোথায় চলেছ? মা হাতিকে হত্যা করার পর গণেশ চতুর্থী পালন করার কি সত্যিই দরকার আছে?"যে ছবিটি সমাজ মাধ্যমে ছড়িয়েছে, সেটি যিনি এঁকেছেন তাঁকে কুর্নিশ জানিয়েছেন শ্রীলেখা মিত্র। একটি হাতি, যার গর্ভ ফেটে বেরিয়ে আসছে সন্তান, এবং রক্তে ভেসে যাচ্ছে সর্বত্র.. এটি শেয়ার করেই শ্রীলেখা লিখছেন...
আরও পড়ুন - Madhumita Sarkar: 'আমি ডিভোর্সী বলে আমায় ছোঁয়া-যৌন হেনস্থা করা যায়...', সমাজের দিকে আঙুল তুললেন মধুমিতা...
"আজ নাকি গণেশ পুজো। মনে আছে ঝাড়গ্রামের বুকে সেই মা হাতিকে মেরে ফেলার ঘটনা?" অন্যদিকে, তথাগত মুখোপাধ্যায় দেখালেন, যাকে আমরা ভগবান বলি, তাঁর ঠিক কি পরিণতি এই দেশে। অভিনেতা পরিচালক শেয়ার করে লিখছেন.. "আজ গণেশ চতুর্থী। আমাদের দেশে গণেশ পুজো। আমরা যাকে ভগবান বলি, তাঁর পরিণতি এইদেশে ঠিক এরকমই।"
উল্লেখ্য, এই প্রসঙ্গেও মানুষ এনিম্যাল রাইটসের উদ্দেশ্যে প্রশ্ন তুলেছিলেন। জড়ো হয়ে আন্দোলন করেছিলেন। কিন্তু, সঠিক উত্তর মেলেনি।