Advertisment
Presenting Partner
Desktop GIF

'বব বিশ্বাস' করার সময় ১০০ কেজির বেশি ওজন ছিল আমার: অভিষেক

ভুঁড়ি, ফোলা গাল, মাসের পর মাস ধরে রেখেছিলেন মোটা চেহারা… কীভাবে বব বিশ্বাস হয়ে উঠেছিলেন? জানালেন অভিষেক বচ্চন।

author-image
Sandipta Bhanja
New Update
'বব বিশ্বাস' হিসেবে শাশ্বত দুর্দান্ত! আশা করি উনি সিনেমাটা দেখবেন: অভিষেক বচ্চন

অভিষেক বচ্চন

'বব বিশ্বাস' (Bob Biswas)-এর ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) নয় কেন? কেন-ই বা অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) কাস্ট করা হল?… এহেন প্রশ্নে সরগরম নেটদুনিয়া। বিতর্কেরও অন্ত নেই। মোদ্দা কথা, সিংহভাগ দর্শকদের কন্ট্র্যাক্ট কিলার বব বিশ্বাসের ভূমিকায় জুনিয়র বচ্চনকে পছন্দ নয়। তাঁদের দাবি, শাশ্বত চট্টোপাধ্যায়-ই এই চরিত্রে বাজিমাত করেছিলেন। নেটদুনিয়ার রোষানলে পড়ে, যদিও এই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন প্রযোজক সুজয় ঘোষ। তবে, তাতেও চিঁড়ে ভেজেনি। কিন্তু এই প্রেক্ষিতে উল্লেখ করা প্রয়োজন, যাঁকে নিয়ে এত সমালোচনা, মানে অভিষেক, তিনি কিন্তু এই 'বব বিশ্বাস'-এর চরিত্র আত্মস্থ করতে কম কসরত করেননি।

Advertisment

'কাহানি'র আইকনিক এই চরিত্রকে পর্দায় যথাযথভাবে তুলে ধরতে বেজায় কাঠখড় পোড়াতে হয়েছে অভিষেক বচ্চনকে। খেয়ে-দেয়ে শরীরের ওজন বাড়িয়েছিলেন। এক ছা-পোষা মধ্যবিত্ত বাঙালির ভূমিকায় অভিনয় করার জন্য তাঁকে শারীরিক দৈর্ঘ্য-প্রস্থ বাড়াতে হয়েছিল। অভিষেক বলছেন, "বব বিশ্বাস-এর শুটিং যখন করছিলাম, তখন আমার ওজন একশোরও বেশি ছিল। শারীরিভাবে নিজেকে বদলাতে হয়েছিল পুরোপুরি।"

publive-image

চাইলেই তো প্রস্থেটিকের সাহায্য নিতে পারতেন, নেননি কেন? এপ্রসঙ্গে অভিষেকের উত্তর, "প্রস্থেটিক ভুঁড়ি কি দেখতে খুব একটা ভাল লাগত? মোটেই নয়। বরং খুব, অবাস্তব কিছু মনে হত। দেখেই বোঝা যেত নকল। তাই শরীরের ওজন বাড়িয়ে ফেলেছিলাম। আমার মনে হয়, আজকাল দর্শকরা বাস্তবটা দেখতেই পছন্দ করে। একজন অভিনেতা একটা চরিত্র কতটা ভালভাবে আত্মস্থ করতে পারে, সেটা দেখার অপেক্ষাতেই থাকেন তাঁরা।"

<আরও পড়ুন: রাজনীতি থেকে দূরত্ব বাড়ছে, এবার কি বনি সেনগুপ্তও বিজেপি ছাড়ছেন?>

"আমি যখন বব বিশ্বাস করছি, তখন ১০০-১০৫ কেজির মতো ওজন ছিল আমার। সেটা সিনেমায় আমার মুখ দেখলেই বোঝা যাবে। প্রস্থেটিক মেক-আপ ছাড়াই ঘাড়, গালের মাংস ফুলেছিল। আর ওই ওজন বাড়ার জন্য আরেকটা বিষয়ও আমাকে খুব সাহায্য করেছিল, সেটা হল, বব বিশ্বাসের শারীরিক ভাষা আয়ত্তে আনা", বলছেন জুনিয়র বচ্চন।

publive-image

এখানেই অবশ্য শেষ নয়। "সিনেমার শুট চলার সময় অতিমারীর জন্য হঠাৎ করেই লকডাউন হয়ে যায়। বন্ধ হয়ে যায় ছবির কাজও। এই গোটা লকডাউন ধরে আমাকে সেই ওজন বয়ে বেড়াতে হয়েছে। মাসের পর মাস নিজের ওই মোটা চেহারা ধরে রেখেছিলাম", বলছিলেন অভিষেক। স্ত্রী ঐশ্বর্যা কিংবা মেয়ে আরাধ্যা কিছু বলেননি এই চেহারা দেখে? অভিনেতার উত্তর, "নাহ, ওঁরা বোঝে একজন অভিনেতার জীবন কেমন হওয়া উচিত। অভ্যস্ত হয়ে গিয়েছিল এভাবে আমাকে দেখতে দেখতে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Abhishek Bachchan Bob Biswas
Advertisment