বলিউড ছবি ‘জার্সি’ (Jersey) নিয়েও দর্শকদের উন্মাদনার অন্ত নেই। বিগত ২ বছর ধরে শাহিদ কাপুর (Shahid Kapoor) এই ছবির জন্য অপেক্ষা করছেন। এক ব্যর্থ ক্রিকেটারের গল্প পর্দায় তুলে ধরতে নিজেকে পুরো নিংড়ে দিয়েছেন অভিনেতা। আর সেই ‘জার্সি’র শুটিং করতে গিয়েই কিনা শাহিদ কাপুরের ঠোঁট ফেটে রক্তারক্তি কাণ্ড!
Advertisment
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে অভিনেতার পরনে সাদা জার্সি রক্তে ভিজে যায়। সেই ক্ষত এতটাই মারাত্মক ছিল যে ২৫টা সেলাই পড়ে শাহিদের ঠোঁটে। কী ঘটেছিল? ‘জার্সি’র শুটিংয়ের সময় হেলমেট ছাড়াই ক্রিকেট প্র্যাকটিস করছিলেন শাহিদ কাপুর। তখনই সজোড়ে বল এসে লাগে অভিনেতার ঠোঁটে। তৎক্ষণাৎ ঠোঁট ফেটে রক্ত ঝরতে থাকে। পরনে সাদা শার্ট, রুমাল সব রক্তে ভিজে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন পরিস্থিতি বেগতিক দেখে, তখন সেটেরই এক ক্রিউ মেম্বার বলেন, "এবার ডাক্তারের কাছে যাওয়া জরুরী।"
চিকিৎসকের কাছে গেলে ২৫টা সেলাই পড়ে শাহিদের ঠোঁটে। যার জন্য কয়েক সপ্তাহ ‘জার্সি’র শুটিং বন্ধ রাখতে হয়েছিল। পরে অভিনেতা একেবারে সুস্থ হয়ে উঠলে শুরু হয় সিনেমার শুটিং। ‘জার্সি’ মুক্তির প্রাক্কালে সেই গল্পই শোনালেন শাহিদ কাপুর।
সিনেমার গল্পটা কীরকম? ব্যর্থ এক ক্রিকেটারের গল্প বলবে এই ছবি। ক্রিকেটের ময়দান ছেড়ে এক ব্যক্তিকে গ্রাস করেছে হতাশা। স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও যার সাংসারিক ভাবনা নেই। চোখ-মুখ ঘিরে রয়েছে অবসাদ। কর্মহীন। রোজ রোজ স্ত্রীর কাছে হাত পাততে হয় টাকার জন্য। আর সেই নিয়েই সংসারে অশান্তির সূত্রপাত। কিন্তু একসময়ে সেই মানুষটিই বাইশ গজ কাঁপাতেন ব্যাট-বল হাতে। সে কি আর ঘুরে দাঁড়াতে পারবে জীবনে? এমন এক হৃদয় বিদারক গল্পই বলবে শাহিদ কাপুরের ‘জার্সি’। সিনেমার অভিনয় করেছেন শাহিদের বাবা পঙ্কজ কাপুর (Pankaj Kapoor) এবং স্ত্রীয়ের ভূমিকায় রয়েছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বড়পর্দায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন