scorecardresearch

অতিমারীতে কাজ হারিয়ে ধুঁকছেন বহু শিল্পী, পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ অদিতি মুন্সির

উল্টো রথযাত্রা উপলক্ষে বিধায়ক অদিতি মুন্সি নয়া সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করলেন।

Aditi Munshi, TMC, Kolkata News, bengali news today, অদিতি মুন্সি
কর্মহীন শিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ বিধায়ক অদিতি মুন্সির

অতিমারীর (Pandemic) কোপে পকেটে টান পড়েছে শিল্পীদেরও। জমায়েতে বাঁধা। অতঃপর হাতে শো-ও নেই। অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কেউ বা আবার পেটের দায়ে বিকল্প পেশা বেছে নিতে বাধ্য হয়েছেন। তাছাড়া, নতুন কাজের সন্ধান পেতেও সমস্যা হচ্ছে কাজ খোয়া যাওয়া শিল্পীদের। এককথায়, কোভিডের কোপে অন্যান্য পেশার পাশাপাশি শিল্পীদের জীবনও বিপর্যস্ত। এবার তাঁদের পাশে দাঁড়াতেই অভিনব উদ্যোগ নিলেন রাজারহাট-গোপালপুর (Rajarhat-Gopalpur) কেন্দ্রের গায়িকা-বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munshi)।

নিজস্ব বিধানসভা কেন্দ্রের গুণীজন ও শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক মঞ্চ গড়ছেন কীর্তন শিল্পী অদিতি। আর এই যাত্রা সূচনার জন্য তিনি বেছে নিয়েছেন উল্টো রথযাত্রার দিনটিকে। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ নাগেরবাজারের অজিতেশ মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ সূচনা করলেন তিনি। উল্লেখ্য, আর্টিস্টদের জন্য সংগঠন থাকা সত্ত্বেও আবার একটা ফোরাম করছেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি।

[আরও পড়ুন: কোর্টে মুখোমুখি হলেন না নুসরত-নিখিল! স্থগিত বিচ্ছেদ মামলা, শুনানির দিন পরিবর্তন]

আসলে অদিতি নিজেও একজন শিল্পী। খুব কাছ থেকে দেখছেন কোভিডের কোপে সাংস্কৃতিক জগতে কতটা প্রভাব পড়েছে, সেই প্রেক্ষিতেই নয়া ফোরাম গঠনের ভাবনা গায়িকা-বিধায়কের। উদ্যোক্তাদের কথায়, এই কঠিন সময়ে শিল্পীদের পাশে দাড়ানোর জন্য আলাদা ফোরামের দরকার রয়েছে বলে মনে করছেন অদিতি মুন্সি। আর সেই জন্যই লকডাউনে কর্মহীন শিল্পীদের পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ তাঁর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: During pandemic tmc star mla aditi munshi formed cultural organizer