Bengali Serial TRP: উৎসবের মরশুমে 'পরশুরাম'-কে হারিয়ে বেঙ্গল টপার 'পরিণীতা', প্রথম সপ্তাহেই খুশির জোয়ারে শ্রুতি-আরাত্রিকা

Bengali Serial TRP This Week: চলতি সপ্তাহেও বজায় রইল ধারাবাহিকতা। 'পরশুরাম'-কে ক্লিন বোল্ড 'পরিণীতা'-র। সম্প্রচারের পরই ছক্কা হাঁকাল জোয়ার ভাঁটা। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম পাঁচে ঠাঁই পেল কোন কোন মেগা?

Bengali Serial TRP This Week: চলতি সপ্তাহেও বজায় রইল ধারাবাহিকতা। 'পরশুরাম'-কে ক্লিন বোল্ড 'পরিণীতা'-র। সম্প্রচারের পরই ছক্কা হাঁকাল জোয়ার ভাঁটা। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম পাঁচে ঠাঁই পেল কোন কোন মেগা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

টিআরপি তালিকা

TRP This Week 2025: শারদীয়ার মরশুমে বাংলা সিরিয়ালের টিআরপি-তে বিরাট রদবদল। নিজের জায়গা থেকে ছিটকে গেল একটানা বেঙ্গল টপার হওয়া 'পরশুরাম'। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও বজায় রইল সেই ধারাবাহিকতা। পরশুরাম-কে টপকে প্রথম স্থান দখল করল পরিণীতা, অর্থাৎ এই সপ্তাহেও বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল 'পরিণীতা'। রয়েছে আরও এক চমক। নিয়ম মাফিক লক্ষ্মীবারেই হাতে আসে বাংলা মেগার রিপোর্ট কার্ড। সপ্তাহজুড়ে কোন ধারাবাহিক দর্শককে বেশি প্রভাবিত করল বা কোন মেগা কাকে টেক্কা দিল নম্বরের ভিত্তিতে তারই বিচার হয়। 

Advertisment

প্রথম স্থানাধিকারী তো পরিণীতা। এবার দেখে নেওয়া যাক প্রথম পাঁচের তালিকায় কী কী পরিবর্তন হয়েছে? গত সপ্তাহে 'পরিণীতা'-র সঙ্গে যৌথভাবে বেঙ্গল টপার হয়েছিল 'পরশুরাম'। মোট নম্বর ছিল ৬.৫। চলতি সপ্তাহে প্রথম স্থান থেকে ছিটকে গেল পরশুরাম। এই সপ্তাহেও সেরার সেরা অর্থাৎ প্রথম স্থানে 'পরিণীতা'। এই সিরিয়ালের ঝুলিতে এসেছে ৬.৫ পয়েন্ট। আর 'পরশুরাম'-এর প্রাপ্তি ৫.৯। নম্বরের ভিত্তিতে চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে নেমে এল এই মেগা। তৃতীয় স্থানে ত্রয়ীর সাফল্য। অর্থাৎ একসঙ্গে প্রথম তিনের শেষে রয়েছে  'জগদ্ধাত্রী ', 'ফুলকি ' ও  'রাণী ভবানী '। মোট নম্বর ৫.৮। 

আরও পড়ুন সোম-পার্বতীর ২১ দিনের চ্যালেঞ্জেই প্রথম পাঁচে 'আমাদের দাদামণি', পয়লা নম্বরে কে?

Advertisment

দুই সপ্তাহের তুল্যমূল্য বিচার করলে বেশ খানিকটা নম্বর বেড়েছে 'রানী ভবানি'-র। গত সপ্তাহে ঠাঁই হয়েছিল চতুর্থে। অন্যদিকে পঞ্চম থেকে চতুর্থে উঠে এসেছে 'আমাদের দাদামণি'। গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল আর্য-অপর্ণা। চলতি সপ্তাহে চতুর্থ স্থানে নেমে এসেছে চিরদিনই তুমি যে আমার।

এই ধারাবাহিকের ঝুলিতে রয়েছে ৫.৭ পয়েন্ট। দোসর আরও দুই মেগা 'আমাদের দাদামণি' ও 'রাঙামতি'। উল্লেখ্য, গত সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল 'রাঙামতি তিরন্দাজ'। লাস্ট বাট নট ইন লিস্ট, সম্প্রচারের প্রথম সপ্তাহেই খুশির জোয়ার নতুন মেগা জোয়ার ভাঁটা-য়। সম্প্রচারের পরই ছক্কা হাঁকাল শ্রুতি-আরাত্রিকার যুগবন্দি।

প্রথম পাঁচে জায়গা করে নিল এই ধারাবাহিক। মোট নম্বর ৫.৬। বাংলা সিনেমা-সিরিজে সাফল্যের পর ফের সিরিয়ালে কামব্যাক করেছেন শ্রুতি। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের লহ গৌরাঙ্গের নাম রে-র মাধ্যমে বিগ স্ক্রিনে বিগ ব্রেক পেয়েছেন আরাত্রিকা। মিঠিঝোরা শেষ হতেই নতুন মেগায় সুযোগ পেয়েই একেবারে লে ছক্কা।   

আরও পড়ুন পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস রাণী ভবানী-চিরসখার, জোড়া সাফল্যে কিস্তিমাত! TRP-তে প্রথম পাঁচে কারা?

Bengali Serial Bengali serial TRP