‘যেখানে শুরুর কথা বলার আগেই শেষ’, যদিও এই শেষের পথে হাঁটলেন না সৃজিত মুখোপাধ্যায়। থ্রিলার মানেই সৃজিত মুখোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক। আরও একবার প্রমাণিত হল সে কথা। মুক্তি পাওয়ার চারদিনের মধ্যেই সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে 'দ্বিতীয় পুরুষ'। প্রথম চারদিনে প্রায় ২ কোটি টাকা ব্যবসা করেছে 'বাইশে শ্রাবণ'-এর সিক্যুয়েল।
সৃজিত টুইট করে নিজেই জানিয়েছেন এই কথা। সেই সঙ্গে বলেছেন, ''এই ভালোবাসার জন্য ধন্যবাদ সকলকে। এই বছরের এবং এই দশকের প্রথম ব্লকবাস্টারের জন্য গোটা টিমকে অনেক অভিনন্দন।''
Book My Show data. And it has been just 4 days. Thank you for all the love. Congrats to the team for the first blockbuster of the year and the decade !:) @paramspeak @raimasen @itsmeabir @C_Gaurav @RidhimaGhosh @aroyfloyd @iammony @SVFsocial #DwitiyoPurush pic.twitter.com/0Udy5fiwR5
— Srijit Mukherji (@srijitspeaketh) January 27, 2020
আরও পড়ুন, ‘ধর্মেন্দ্রর মতোই হ্যান্ডসাম’! ববি দেওলের ছেলের ছবিতে উচ্ছ্বসিত নেটিজেনরা
প্রথমেই জানা গিয়েছিল আগের ছবির কিছু চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। সেই মতোই আগের চেহারায় দেখা মিলল পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেনের। তবে লুকে চমকে দিয়েছে অনির্বাণ। অন্যভাবে দেখা গিয়েছে ঋতব্রত মুখোপাধ্যায়। লুক, চুলের স্টাইল, পোশক-যেন ভোলবদল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সমালোচনাতেও বলা হয়েছে, ''এই ছবির সবচেয়ে বড় প্রাপ্য হল ‘আর একটি চরিত্রে’ অনির্বাণ ভট্টাচার্য। ‘খোকা’-র লুকসেটিং ইতিমধ্যেই আলোচিত বিষয়। তার বেগুনী চুলও। এছাড়া প্রাপ্য হল ঋতব্রত মুখোপাধ্যায় ও সোহম মিত্রের অভিনয়, ইন্দ্রদীপ দাশগুপ্তের ব্যাকগ্রাউন্ড স্কোর, অনুপম রায়ের সেই বিখ্যাত গানের পুনর্নবীকরণ এবং টুকটাক ‘বাইশে শ্রাবণ’ নস্টালজিয়া। বাকিটা না হয়েছে একটি ঠিকঠাক রোমহর্ষক শ্লাশার, না হয়েছে একটা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে অপরাধের গল্প। তাও পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর কাজটুকু করে গিয়েছেন, ব্রাউনি পয়েন্টস অনির্বাণ নিয়ে গেলেও।''