Arijit Singh-Ed Sheeran: দেশি-বিদেশির মেলবন্ধন, সুরের বাঁধনে অরিজিৎ-এড শিরান, নতুন অ্যালবাম ঘিরে বাড়ছে উন্মাদনা

Arijit Singh-Ed Sheeran Album: গত ফেব্রুয়ারিতে অরিজিৎ-এড শিরানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখনই অনেকে মনে করেছিলেন এবার নিশ্চয়ই তাঁরা একসঙ্গে কাজ করবেন। চর্চার মাঝে খবরে সিলমোহর বিশ্ববিখ্যাত গায়ক শিরানের।

Arijit Singh-Ed Sheeran Album: গত ফেব্রুয়ারিতে অরিজিৎ-এড শিরানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখনই অনেকে মনে করেছিলেন এবার নিশ্চয়ই তাঁরা একসঙ্গে কাজ করবেন। চর্চার মাঝে খবরে সিলমোহর বিশ্ববিখ্যাত গায়ক শিরানের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
sdgsdvds

সুরের বাঁধনে অরিজিৎ-এড শিরান

Arijit Singh-Ed Sheeran New Album:দেশি-বিদেশি মিলেমিশে একাকার!! জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিংয়ের সঙ্গে এবার জুটি বাঁধছেন বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান। গত ফেব্রুয়ারিতে অরিজিতের স্কুটিতে দুজনের ঘোরাঘুরি, গঙ্গাবক্ষে নৌকাবিহারে সময় কাটামোর মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখনই মনে করা হয়েছিল, এবার হয়ত একসঙ্গে সুরের বাঁধনে বাঁধা পড়বেন দুই শিল্পী। সেই চর্চায় সিলমোহর দিয়েছেন খোদ এড শিরান।

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অরিজিৎ এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। একটি পডকাস্টে নতুন অ্যালবামে নতুন জুটির কাজ নিয়ে বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান বলেন, আমি অরিজিতের সঙ্গে অনেক কাজ করেছি। উনি ভারতের যে জায়গাটায় থাকেন সেটা মনে হয় তিন-চারটি বিমান পরিবর্তন করে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা জার্নি করে পৌঁছতে হবে। আমি আমার বাবার সঙ্গে ভারতে এসেছি। ওঁর ব্যবহারে মনে হয়েছিল, যদি আপনি আমার কণ্ঠ চান তাহলে ভারতে তো আসতেই হবে।

Advertisment

কবে এই অ্যালবাম মুক্তি পাবে সেই বিষয়ে এখন অবশ্য কিছু জানানি। ২০২৪-এর সেপ্টেম্বর লন্ডনে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অরিজিৎ সিং। সেখানেই একসঙ্গে গান গেয়েছিলেন দুজনে। এরপরই অরিজিৎ-এড শিরানের বন্ধুত্ব আরও মজবুত হয়। গত ফেব্রুয়ারিতে Mathematics Tour-এ ভারতে এসেছিলেন এড শিরান। বেঙ্গালুরুতে দুটি শো করে পৌঁছে গিয়েছিলেন গায়ক অরিজিৎ সিংয়ের শহরে। বিলাসবহুল গাড়ি ছেড়ে অরিজিৎ-এর স্কুটি চড়ে শহর ঘুরেছিলেন। কোনওরকম নিরাপত্তারক্ষী ছাড়াই বিশ্ববিখ্যাত গায়ককে এভাবে ঘুরতে দেখে একেবারে থ এলাকাবাসী। সোশ্যাল মিডিয়ায় মুহবর্তে ভাইরাল হয়েছিল অরিজিৎ-এড শিরানের স্কুটি রাইড। 

আরও পড়ুন: ধুলো মেখে অরিজিৎ-এড শিরানের স্কুটার ভ্রমণ, গঙ্গাবক্ষে নৌকাবিহারে বিশ্ববিখ্যাত গায়ক

জিয়াগঞ্জের ধুলোমাখা রাস্তা দিয়ে ফুলমোর থেকে ভাগীরথীর দিকে স্কুটি নিয়ে ঘুরতে যান দুজনে। প্রায় পাঁচ ঘণ্টা একসঙ্গে সময় কাটিয়েছেন দুই শিল্পী। শিবতলা ঘাটে এসে একটি প্রায় একঘণ্টা নৌকাবিহার করেন অরিজিৎ-এড শিরান। প্রসঙ্গত, বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে অঘোষিত পারফরম্যান্সের মাধ্যমে সকলকে চমকে দিয়েছিলেন এড শিরান। পুলিশ মাঝপথে শো বন্ধ করে দিলে সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছিল। এখন অপেক্ষা অরিজিৎ-এড শিরানের নতুন অ্যালবাম মুক্তির। 

Arijit Singh Arijit Singh Live Concert Ed Sheeran