'মা' হলেন ফিল্ম ও টেলি দুনিয়ার স্বনামধন্য প্রযোজক একতা কাপুর। আর এই খবরে রীতিমতো মেতে উঠেছে বলিউড। মুম্বই মিররের খবর অনুযায়ী, সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানের মা হলেন তিনি। এ ক্ষেত্রে 'ভাই' তুষার কাপুরের পথই অনুসরণ করলেন একতা। ২৭ জানুয়ারি একতার পুত্র সন্তানের জন্ম হয়েছে। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়িই ছেলেকে বাড়ি আনবেন জিতেন্দ্র তনয়া।
বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র কাপুর ও প্রযোজক শোভা কাপুরের দুই সন্তান একতা ও তুষার। ২০১৭ সালের ১ জুন ছেলেকে ঘরে এনেছিলেন তুষার। একতাই তখন ভাইপোর নাম রেখেছিলেন লক্ষ্য। ইদানিং প্রায়ই লক্ষ্যকে দেখা যায় বাবার সঙ্গে খেলার মাঠে কিংবা তারকা পুত্র তৈমুর আলি খানের সঙ্গে প্লে স্কুলে। ছেলের দেখাশোনা করেন তুষার কাপুর নিজেই।
একতার বষয় এখন ৪৩। বিয়েতে তাঁর তীব্র অনীহা। কিন্তু মন চায় মাতৃত্বের স্বাদ পেতে। ফলে সারোগেসির রাস্তাই বেছে নিয়েছেন একতা। টেলিভিশন দুনিয়ার সম্রাজ্ঞী একতা যে শিশুদের সঙ্গ খুবই উপভোগ করেন, তা বোঝা যায় লক্ষ্যর সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলি দেখলেই। আর এবার তো তিনি নিজেই 'মা'।
আরও পড়ুন, রণবীর সিংকে কেন জড়িয়ে ধরলেন অমিতাভ বচ্চন?
এদিকে, একতা সম্প্রতি নতুন ধারাবাহিকের পাশাপাশি পুরোনো টেলি সিরিয়ালও রিমেক করছেন। 'কসৌটি জিন্দেগি কি'-র সঙ্গে, নাগিনের তিন নম্বর সিজন, 'দিল হি তো হ্যায়', 'কয়ামত কি রাতে'র মতো ধারাবাহিকও চলছে বিভিন্ন চ্যানেলে। আর বলিউডে প্রযোজনা করছেন কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাওয়ের ছবি 'মেন্টাল হ্যায় কিয়া', অয়ুষ্মান খুরানার 'ড্রিম গার্ল' এবং সিদ্ধার্থ মলহোত্রা ও পরিণীতি চোপড়ার 'জবরিয়া জোড়ি'।