/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/laila-majnu-759.jpg)
লায়লা-মজনুর গল্প, পরিচালনায় সাজিদ আলি।
বলিউডে সমসাময়িক প্রেমের গল্প অর্থাৎ এই জেনারেশনের লাভ স্টোরি পর্দায় যাঁরা নিয়ে আসেন সেই সব পরিচালকদের তালিকার শীর্ষে নাম রয়েছে ইমতিয়াজ আলির। আবারও তিনি পর্দায় নিয়ে আসছেন ক্লাসিক লাভ স্টোরি। লায়লা-মজনুর গল্প পরিবেশন করছেন তিনি, পরিচালনায় সাজিদ আলি। সদ্য মুক্তি পেল এই ছবির প্রথম ঝলক।
আরও পড়ুন, Priyanka Chopra Engagement: এয়ারপোর্টে আঙুলের আংটি কেন লুকোলেন দেশী গার্ল?
অবিনাশ তিওয়ারি ও তৃপ্তি দিমরি রয়েছেন এই ছবির মুখ্য চরিত্রে। ছবিতে প্রেম, ও পরে ভালবাসার রাস্তায় বাঁধা কীভাবে অতিক্রম করেন এই যুগল তারই গাথা রয়েছে। তবে ট্রেলার কতটা দর্শক মনে দাগ কাটতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ধরনের লাভ স্টোরি দেখে বলিউডের দর্শক অভ্যস্থ। সেখানে আলাদা করে কোনও রোমাঞ্চ নেই 'লায়লা-মজনুর' ট্রেলারে। কিছু জায়গায় ছবির মিউজিক টানলেও, মোহিত হওয়ার সম্ভাবনা কম।
কাশ্মীরে শুটিং হয়েছে এই ছবির। সুতরাং, দর্শক ভাল দৃশ্যাবলী তো পাবেনই। অবিনাশ তিওয়ারিকে আগে দেখা গিয়েছে 'তু হ্যায় মেরা সানডে' ছবিতে। এছাড়াও অমিতাভ বচ্চনের বিপরীতে টেলিভিশন সিরিজ 'যুদ্ধে' অভিনয় করেছেন তিনি। আর তৃপ্তি দিমরিকে শেষ দেখা গিয়েছিল 'পোস্টার বয়েজ' ছবিতে।
বালাজি মোশন পিকচারসের ছবি 'লায়লা মজনু' মুক্তি পাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর।