Entertainment Latest Highlights: IVF পদ্ধতিতে কোলে যমজ সন্তান, জন্মের পরই প্রয়াত অভিনেত্রীর ১ সদ্যোজাত!

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
sdfdsfd

Entertainment Latest Live News Update

Bhavana Ramanna Twins: পুরনো প্রথা ভেঙে এখন ৪০ পেরিয়েও মাতৃত্বের স্বাদ আস্বাদন করে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি। ৩৮ বছরে মা হয়েছে বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। করিনা কাপুর খান যখন দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন তখন তিনি চল্লিশোর্ধ। মেয়েদের সন্তানধারণের আদর্শ সময় কখন সেই নিয়ে বিস্তর আলোচনা হলেও মেয়েরা সইচ্ছেতেই আজকাল প্রেগন্যান্সি প্ল্যানিং করে। অত্যাধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের জন্যই তা সম্ভব হয়। আর ঠিক সেই কারণেই অবিবাহিত সন্তানসুখ পেতে চেয়েছিলেন ৪২ বছর বয়সী কন্নড় অভিনেত্রী নৃত্যশিল্পী ভাবনা রামান্না। ৬ সেপ্টেম্বর ছিল সেই স্বপ্নপূরণের দিন। আইভিএফ পদ্ধতিতে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ভাবনা। কিন্তু, ভূমিষ্ঠ হওয়ার পরই মারা যায় এক সদ্যোজাত। 

  • Sep 07, 2025 17:53 IST

    Swastika Mukherjee: 'যাই করি বা না করি কিছু ছাগল...', রবিবাসরীয় ছুটির দিনে কাদের খোঁচা স্বস্তিকার?

    একগুচ্ছ ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, 'যাই করি বা না করি কিছু ছাগল বক্তব্য রাখবেই রাখবে। জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। এই বয়েসেও লজ্জা হলো না। আরে মশাই যারা কচিতে নির্লজ্জ তাঁরা বুড়ি হয়েও নির্লজ্জই থাকবে। ওইভাবেই ঘাটে যাবে। ফেসবুকে বুক নিয়ে কচকচানি করা পাবলিকদের জন্য লজ্জা পেতে যাবে বলুন তো? মহা ঝামেলা।



  • Sep 07, 2025 17:41 IST

    Bigg Boss: কিন্নর সমাজের জন্য লড়াই, অল্প বয়সের বিয়ে তছনচ করে দিল সব, এই অভিনেত্রীর জীবন কাহিনী কাঁদাল সলমনকে..

    গতকাল, ‘বিগ বস ১৯’-এর সর্বশেষ উইকেন্ড কা ভার এক আবেগঘন সন্ধ্যায় পরিণত হয়েছিল। এপিসোডে একদিকে যেমন সলমন খান প্রতিযোগীদের আচরণ নিয়ে কঠোর সমালোচনা করেন, অন্যদিকে বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে দেয় কুনিকা সদানন্দ ও তার ছেলে আয়ান লালের হৃদয়ছোঁয়া সাক্ষাৎ।



  • Advertisment
  • Sep 07, 2025 17:20 IST

    Iman Chakraborty Exclusive: নীলাঞ্জনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ? গায়িকার গায়ে হাত তুলেছেন? ইমন বললেন, '৪ বছরের বিয়েতে..'

    তারকাদের নিয়ে যা ইচ্ছে তাই রটে! সে তারকা বলে কি তাঁর কোনও ব্যক্তিগত জীবন নেই? নাকি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে যখন খুশি, যা খুশি তাই রটাতে পারে? জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরণের আলোচনা চলছে শেষ কিছু দিনে। তাঁর স্বামী নীলাঞ্জন নাকি তাঁকে শারীরিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিয়েছেন? 



  • Sep 07, 2025 17:09 IST

    Zakir Khan Health Update: 'দেরি হওয়ার আগে...', জাকির ভক্তদের জন্য দুঃসংবাদ, কী হয়েছে জনপ্রিয় কমেডিয়ানের?

    অসুস্থতার কারণে কর্মবিরতিতে যাচ্ছেন কমেডিয়ান। শনিবার এমনটাই ঘোষণা করেছেন খোদ জাকির খান। জাকির বলেন,'গত দশ বছর ধরে আমি ট্যুর করছি। সবার ভালবাসা পেয়ে আমি ধন্য। তবে এভাবে লম্বা সফর একেবারেই স্বাস্থ্যকর নয়। প্রতিদিন ২-৩টি শো, নিদ্রাহীন রাত, ভোরবেলার ফ্লাইট এবং খাওয়াদাওয়ার কোনও নির্দিষ্ট সময়সূচি নেই। সবকিছু মিলিয়ে শরীরের ওপর ভীষণ চাপ পড়ছে। গত এক বছর ধরে অসুস্থ থাকলেও কাজ চালিয়ে যেতে হয়েছে।'



  • Advertisment
  • Sep 07, 2025 16:53 IST

    Kanchana Moitra-Transgender: রবিবাসরীয় দুপুরে রূপান্তরকামীদের সঙ্গে কাঞ্চনা, নেপথ্যে কোন বিশেষ কারণ?

    কপালের বিশেষ প্রদর্শনী

    ৭ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত হল কাঞ্চনা মৈত্র অভিনীত আগামী ছবি কপাল-এর বিশেষ প্রদর্শনী। গড়িয়াহাটের সাউন্ডহাউস ব্লুজ ফ্যাসিলিটি ২-তে উপস্থিত ছিল রূপান্তরকামী সম্প্রদায়ের সদস্যরা। সঙ্গে ছিলেন কপাল-এর কেন্দ্রীয় চরিত্র কাঞ্চনা মৈত্রও। রূপান্তরকামীদের উপস্থিতিতে এই ছবির বিশেষ প্রদর্শনীকে পৌঁছে দিয়েছে এক অন্য মাত্রায়। যা সিনেদুনিয়ায় নয়া নজির সৃষ্টি করল।



  • Sep 07, 2025 16:28 IST

    Sunil Dutt: স্ত্রীর মৃত্যু, ছেলের মাদকাসক্তি আর একা লড়াই, এই অভিনেতার জীবনের ক্ষত মারাত্মক..

    সুনীল দত্তের জীবন যেন একেকটি নাটকীয় গল্প-কাহিনী। কখনও তিনি শুটিং সেটে আগুন থেকে তাঁর ভবিষ্যৎ স্ত্রী নরগিসকে বাঁচিয়ে ছিলেন। আবার কখনও ৫০০ কিলোমিটার হেঁটে পাঞ্জাব জুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিয়েছেন। জীবনে তিনি একদিকে স্ত্রীর ক্যান্সারে মৃত্যু দেখেছেন, অন্যদিকে বহু বছর ধরে ছেলে সঞ্জয় দত্তকে মাদকাসক্তি থেকে মুক্ত করার সংগ্রাম চালিয়েছেন। তিনি রাজনীতিতেও সক্রিয় হয়েছিলেন। মুম্বইয়ের প্রথম জীবনে ফুটপাথে রাত কাটালেও, জীবনের শেষভাগে ছেলের জন্য লড়াই করেই সময় কেটেছে। 



  • Sep 07, 2025 15:12 IST

    Ahsish Kapoor: মহিলার অভিযোগে বিপাকে অভিনেতা, কত দিনের জন্য জেলে পাঠাল আদালত?

    অগাস্টের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর এক ঘরোয়া পার্টিতে এক নারী অভিযোগ করেন, কাপুর ওয়াশরুমে তাকে যৌন হেনস্থা করেন। টেলিভিশন অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করার পর দিল্লি পুলিশ তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

    Ahsish Kapoor: মহিলার অভিযোগে বিপাকে অভিনেতা, কত দিনের জন্য জেলে পাঠাল আদালত?



  • Sep 07, 2025 14:27 IST

    Venice Film Festival: নারী নির্মাতার হাত ধরে ভেনিস উৎসবে ভারতের নতুন ইতিহাস, জয় পেলেন অনুপর্ণা

      ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় ইতিহাস সৃষ্টি করলেন, ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতে। তাঁর সিনেমা সংস অফ ফরগটেন ট্রি-স (Songs of Forgotten Trees) উৎসবের ঐতিহ্যবাহী ওরিজোন্টি বিভাগে পুরস্কার জিতে নেয়। এই বিভাগ মূলত নতুন প্রবণতা, তরুণ প্রতিভা, ইন্ডি সিনেমা এবং প্রভাবশালী অথচ কম পরিচিত চলচ্চিত্রগুলিকে আলোকিত করে। উল্লেখযোগ্যভাবে, Songs of Forgotten Trees ছিল এ বছরের প্রতিযোগিতায় নির্বাচিত একমাত্র ভারতীয় ছবি।



  • Sep 07, 2025 13:54 IST

    Quratulain Balouch Bear Attack: তাবুতে ঘুমের মধ্যেই আচমকা আক্রমণ! বরাত জোরে প্রাণে বাঁচলেন পাক গায়িকা

    Quratulain Balouch Attacked: পাকিস্তানি গায়িকা-গীতিকার কুরাতুলৈন বালুচ সম্প্রতি স্কার্দুর দিওসাই ন্যাশনাল পার্কে বিরল বাদামী ভাল্লুকের আক্রমণ থেকে  বরাতজোরে বেঁচে ফিরলেন। প্রথমে শোনা গিয়েছিল তিনি বারাপানি এলাকায় ক্যাম্পিং ট্রিপে গিয়েছিলেন। তবে গায়িকার টিমের তরফে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে তিনি আসলে বালতিস্তানের দুর্গম গ্রামগুলিতে বন্যাদুর্গতদের সাহায্য করতে গিয়েছিলেন। কী ঘটেছে সেখানে? কুরাতুলৈন বালুচ স্কার্দুতে ভাল্লুকের সঙ্গে একেবারে সম্মুখ সমরে! মারাত্মক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন শিল্পী। এরপরই গিলগিত-বালতিস্তান সরকার দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং নিষিদ্ধ করেছে।



  • Sep 07, 2025 13:08 IST

    The Bengal Files-Vivek Agnihotri: 'দ্য বেঙ্গল ফাইলস' তৈরির পর দেউলিয়া! টাকা ধার করে চলছে প্রচার, অকপট বিবেক

    Vivek Agnihotri Fincial Condition: 'দ্য কাশ্মীর ফাইলস'-এর সাফল্যের পর মুক্তি পেয়েছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ফাইলস ট্রিলজির তৃতীয় ও শেষ ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। ছবিটি প্রযোজনার জন্য তিনি নাকি আগের ছবির সব উপার্জনের সব টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এমনকি অতিরিক্ত অর্থের প্রয়োজনে ধারও করতে হয়েছে। 'গালাটা প্লাস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক জানিয়েছেন, বর্তমানে তিনি আর্থিক সঙ্কটে ভুগছেন এবং দিল্লিতে ছবির প্রচারে যেতেও তাঁকে ধার করতে হয়েছে। পরিচালক বলেন, 'আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল টাকা। আমাদের ছবিতে কেউ শেষ মুহূর্ত পর্যন্ত ভরসা করে না। দ্য কাশ্মীর ফাইলস থেকে যা উপার্জন করেছি সবটাই এই ছবিতে খরচ করেছি। এরপর আমার কী হবে জানি না। আমাদের স্বপ্ন ১০০ কোটির সিনেমা বানানো কিন্তু হাতে থাকে খুব সামান্য টাকা। তাই প্রতিটি পয়সার হিসেব রাখতে হয় এবং দ্রুত কাজ শেষ করতে হয়।'



  • Sep 07, 2025 12:20 IST

    Sridevi: 'ইংলিশ ভিংলিশের থেকেও কম...', বাহুবলীতে শ্রীদেবীর পারিশ্রমিক নিয়ে মিথ্যা প্রচার, সত্যি ফাঁস করলেন বনি

    বনি কাপুর ইউটিউব চ্যানেল 'গেম চেঞ্জার্স'-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'শ্রীদেবী বাহুবলীতে কাজ করেননি একমাত্র কারণ প্রযোজকরা তাঁকে যথাযথ পারিশ্রমিক দিতে চাননি। রাজামৌলি নিজে আমাদের বাড়িতে এসে গল্প করেছিলেন। কিন্তু বাইরে বেরোনোর পর প্রযোজকরা তাঁকে ইংলিশ ভিংলিশ-এর থেকেও কম টাকা অফার করেন। শ্রীদেবী তখন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তাঁর উপস্থিতি হিন্দি ও তামিল দুই ভাষার ছবিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তাহলে কেন আমি আমার স্ত্রীকে কম টাকায় কাজ করাতে চাইব?'



  • Sep 07, 2025 11:57 IST

    Gaurav Taneja-Airline Secrets: শৌচাগার ও চায়ের জলে নেই পার্থক্য! বিমানযাত্রার সিক্রেট ফাঁস গৌরবের, শুনতে আতকে উঠবেন

     ইউটিউবার গৌরব তানেজা, যিনি আবার 'ফ্লাইং বিস্ট' নামেও সকলের কাছে বিশেষ পরিচিত। সম্প্রতি তাঁর নতুন ভিডিওতে বিমানে ভ্রমণ নিয়ে আটটি গোপন তথ্য ফাঁস করেছেন। গৌরব জানিয়েছেন, সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, বিমানে শৌচাগার ও চা তৈরির পানি একই ট্যাঙ্ক থেকে আসে। নিয়ম অনুযায়ী সেই ট্যাঙ্ক পরিষ্কার করার কথা থাকলেও বাস্তবে কতবার তা হয় তা নিশ্চিত নয়। গৌরব অকপটে বলেন, পরিষ্কার প্রক্রিয়া জটিল হওয়ায় এয়ারলাইনগুলোর মাঝে মধ্যেই নিয়ম এড়িয়ে যাওয়ার সম্ভবনা থাকে। 



Entertainment News Entertainment News Today