/indian-express-bangla/media/media_files/2025/09/07/ashish-kapoor-news-2025-09-04-10-44-42-2025-09-07-14-57-19.jpg)
কী রায় দিল আদালত?
অগাস্টের দ্বিতীয় সপ্তাহে রাজধানীর এক ঘরোয়া পার্টিতে এক নারী অভিযোগ করেন, কাপুর ওয়াশরুমে তাকে যৌন হেনস্থা করেন। টেলিভিশন অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করার পর দিল্লি পুলিশ তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাপুরকে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে, যা মামলার প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমে দায়ের করা এফআইআরে কাপুর, তার এক বন্ধু, বন্ধুর স্ত্রী এবং আরও দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাম ছিল। তবে পরবর্তীতে অভিযোগকারী নারী তার বয়ান পরিবর্তন করে জানান, কেবল কাপুরই তাকে ধর্ষণ করেছেন।
নারীর দাবি, ঘটনাটি ভিডিওতে ধারণ করা হয়েছিল, যদিও এখন পর্যন্ত কোনও ফুটেজ উদ্ধার করতে পারেনি পুলিশ। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর কাপুরের বন্ধুর স্ত্রী তাকে বাথরুমের বাইরে মারধর করেন। উল্লেখযোগ্যভাবে, ওই বন্ধুর স্ত্রীই পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি প্রথম জানিয়েছিলেন। বর্তমানে মামলার তদন্ত চলছে।
Sunil Dutt: স্ত্রীর মৃত্যু, ছেলের মাদকাসক্তি আর একা লড়াই, এই অভিনেতার জীবনের ক্ষত মারাত্মক..
৩ সেপ্টেম্বর তিস হাজারি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস (জেএমএফসি) তদন্তের সুবিধার্থে কাপুরকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। যদিও ৭ সেপ্টেম্বর আদালতে হাজির করার কথা ছিল, পুলিশ একদিন আগে তাঁকে আদালতে নিয়ে আসেন। আদালত তার ক্ষমতা পরীক্ষার অনুমতিও মঞ্জুর করে।
সেই দিনের শুনানিতে (৩ সেপ্টেম্বর) কাপুরের পক্ষে ছিলেন আইনজীবী দীপক শর্মা, রাজন ওবেরয় এবং সোমেশ ওবেরয়। তারা যুক্তি দেন যে মোবাইল ফোন কাপুরের কাছ থেকে উদ্ধার করা সম্ভব নয়, কারণ স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী সেটি সহ-অভিযুক্ত কপিল গুপ্তা ও ঋতু গুপ্তার দখলে ছিল।
আশিস কাপুর ভারতীয় টেলিভিশনের সুপরিচিত মুখ। তিনি সরস্বতীচন্দ্র, লাভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জড ম্যারেজ, চাঁদ ছুপা বাদল মে, দেখা এক খোয়াব, মোলক্কি রিশটন কি অগ্নিপরীক্ষা, ওহ আপনা সা এবং বন্দিনী সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।