/indian-express-bangla/media/media_files/eKr2TqIcsdyA0dXnTeNO.jpg)
Entertainment Latest News Highlights
সাধারণ মানুষের একাংশের মতে এত আগে পুজো উদ্ভোধন করলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ। সহমত পোষণ করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শ্রীলেখা মিত্রর স্পষ্ট বক্তব্য, 'পুজো যেভাবে হওয়া উচিত আজকাল আর সেভাবে হচ্ছে না। পড়াশোনা কাজকর্ম সব পণ্ড হয়ে যায়। এই সময় তো আর স্কুল-কলেজে ছুটি পড়ে না। ওদের তো পড়াশোনা থাকে। এথিক্যালি কিছুই হয় না।' সরকারকে খোঁচা মেরে অভিনেত্রী বলেন, 'সরকার চায় রঙিন জামা, আলোর রোশনাইয়ের মাঝে মানুষ সব অপকর্ম ভুলে যাক। পুজোর সময় এমনিই সকলে একটা অন্য মেজাজে থাকে।'
- Sep 28, 2025 17:50 IST
Raghu Dakat Movie- Dev: 'শত্রু যত বাড়ে, তাঁর মানে এগোচ্ছি,' 'রঘু ডাকাতে'র সমালোচনা সামলালেন দেব
কিছুদিন আগেই দেব নিজের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিতে তাঁর ২০ বছর সম্পূর্ণ করেছেন। সেখানেই উপস্থিত ছিলেন দেবের জীবনের পরিচালক থেকে নায়িকারা। তাই ঠিক যেন চাঁদের হাট বসেছিল সেদিন। তবে ছবি রিলিজ থেকে যে ধরণের কটাক্ষ শুনছেন তিনি, এবার না মুখ খুলে পারলেন না। গতকাল লাইভ এসেই কী কী বলতে শোনা গেল তাঁকে..
- Sep 28, 2025 17:13 IST
Rishav Basu-Durga Puja: অঞ্জলির শেষে ফুলটা ঠাকুরের পা পর্যন্ত পৌঁছাত না, মেয়েদের মাথাতেই পড়ত: ঋষভ
সেলিব্রিটি ঋষভ নাকি উত্তর কলকাতার সাধারণ ছেলে ঋষভ, কোন সময় পুজোর আনন্দ বেশি? অভিনেতা বলেন, 'নিঃসন্দেহে ছোটবেলার পুজোটাই বেশি এনজয় করতাম। ওটা ছিল একদম নির্ভেজাল। অনেক বেশি আনন্দ ছিল। তখন সবার হাতে মোবাইল ছিল না। সেলফি তোলার হিড়িক ছিল না। প্যাণ্ডেল থেকে ছবি তুলে বা প্রতি ঘণ্টায় পোশাক পরিবর্তন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে সেই ব্যস্ততা লো ছিল না। আমার মনে হয় ছোটবেলার পুজো ছিল অনেক বেশি আন্তরিক, আবেগমিশ্রিত। সেগুলো খুব মিস করি। টাইমমেশিনে ভর করে যদি সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম খুব ভাল হত।'
- Sep 28, 2025 16:32 IST
Vivek Oberoi: 'আমার চোখের সামনেই ও চলে গেল', ভালবাসার মানুষের মৃত্যুতে অন্তর থেকে কেঁপে ওঠেন বিবেক
ইউটিউব চ্যানেল প্রখর গুপ্তার সঙ্গে আলাপে বিবেক বলেন, "আমার তখন মাত্র ১৮ বছর, আর ওর বয়স ছিল ১৭। আমার চোখের সামনেই আমি আমার শৈশবের প্রেমিকাকে হারিয়েছি। সে ব্লাড ক্যান্সারে ভুগছিল, আর কয়েক মাসের মধ্যেই ও চলে গেল।”
- Sep 28, 2025 15:47 IST
Dev: 'কেউ আমাকে ওঁর ফোন নম্বর...', সোশ্যাল মিডিয়ায় কাকে খুঁজছেন 'রঘু ডাকাত' দেব?
বলিউডের সোনু সুদের কিছুটা ছায়া দেখা যায় টলি ইন্ডাস্ট্রির দেবের চরিত্রে। 'রঘু ডাকাত'-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের টাকা টেকনিশিয়নের হাতে তুলে দিয়েছেন মেগাস্টার। এবার ক্যানসার আক্রান্ত এক বৃদ্ধকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান দেব। ক্যানসার আক্তান্ত এক বৃদ্ধ গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন। এখন তিনি ক্যানসারমুক্ত কিন্তু, বূেঁচে থাকার জন্য সামান্য কিছু অর্থের প্রয়োজন। দেবের নজরে আসতেই তিনি ফোন নম্বরের খোঁজ করছেন যাতে ওই বৃদ্ধকে সাহায্য করতে পারেন।
- Sep 28, 2025 14:57 IST
Selena Gomez Wedding: ঢাকে কাঠি পড়তেই বাজল বিয়ের সানাই, নতুন পথ চলা শুরু সেলেনা গোমেজ-বেনি ব্ল্যাঙ্কোর
শারদীয়ার মাঝেই বাজল বিয়ের সানাই। সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোর সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন হলিউড গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে সুখবর দিলেন তারকা দম্পতি।
- Sep 28, 2025 14:03 IST
Zubeen Garg Last Poscast: আমি যদি অসমে মারা যাই...', কিংবদন্তি জুবিনের মৃত্যুর পর প্রকাশ্যে গায়কের ভবিষ্যদ্বাণী
Zubeen Garg Death: গর্গের একটি অদেখা সাক্ষাৎকার প্রকাশ্যে আনলেন ঔপন্যাসিক রীতা চৌধুরী। ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন 'আমি যদি অসমে মারা যাই তাহলে অসম ৭ দিন বন্ধ থাকবে।'
- Sep 28, 2025 13:51 IST
Bollywood: একাধিকবার হতাশা-বঞ্চনার শিকার, যেভাবে এই সিঙ্গারা বিক্রেতার মেয়ে হয়ে উঠলেন সুপারস্টার..
ঋষিকেশের সাধারণ এক পরিবারে জন্ম নেহার। মাত্র চার বছর বয়সে পরিবার দিল্লি চলে আসে, যেখানে সংসার চালাতে ধর্মীয় সমাবেশে গান করতেন তাঁরা। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই, এসব ভক্তিমূলক গানই হয়ে ওঠে নেহার প্রথম গানের স্কুল।
নিজের শৈশব স্মৃতিচারণ করতে গিয়ে নেহা বলেছিলেন, “আমি চার বছর বয়স থেকেই গান গাই। কোনও সময়সীমা ছিল না। রাতভর চলত অনুষ্ঠান। ফলে, পরের দিন স্কুলে যেতেও পারতাম না।” আর্থিক টানাপোড়েন ছিল প্রতিদিনের সঙ্গী। তাঁর বাবা, নেহার দিদি সোনু কক্করের কলেজের বাইরে, সিঙ্গারা বিক্রি করতেন। কলেজের ছাত্ররা তাঁকে নিয়ে ঠাট্টা করত। যা নেহাদের প্রত্যেকের মনে আলোড়ন তুলত, হৃদয় ভেঙে দিত তাঁদের।
- Sep 28, 2025 13:04 IST
Vijay Stampede News: উৎসবের মাঝে মৃত্যুমিছিল! মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ বিজয়ের, শোকজ্ঞাপন তারকাদের
Vijay Stampede Case: অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের করুর জনসভায় মর্মান্তিক দুর্ঘটনা। কয়েক ঘণ্টা পরেই বিজয় তাঁর দল তামিলাগা ভেট্রি কাজাগম (TVK)-এর সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে শোকজ্ঞাপন করেছেন। দুঃখপ্রকাশ করেছেন দক্ষিণী সিনেমহলের ব্যক্তিত্বরাও।
- Sep 28, 2025 12:14 IST
Kajol Rani Mukerji-Durga Puja: উৎসবের দিনে কাকার স্মৃতিতে চোখে জল, অয়নের ক্যামেরাবন্দি কাজল-রানির আবেগঘন মুহূর্ত
Kajol-Rani Mukerji viral Video: কাকার স্মৃতিতে দুচোখ বেয়ে জল গড়িয়ে গেল কাজল-রানির। সেই আবেগঘন মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। দেখুন সেই বিশেষ মুহূর্ত। এক ভিডিওতে দেখা যাচ্ছে, কাজল, রানি ও তনিশা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। এই আবেগঘন পারিবারিক মুহূর্তের মাঝেই কাজল ও তাঁর তুতো ভাই অয়ন মুখোপাধ্যায়ের উষ্ণ আলিঙ্গনের মুহূর্তও ছড়িয়ে পড়েছে নেটভুবনে। একসঙ্গে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজও দেন তাঁরা।
- Sep 28, 2025 11:52 IST
Rajvir Jawanda: অত্যন্ত সংকটজনক শিল্পী, বাইক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গায়ক
মোহালির সেক্টর-৭১-এর বাসিন্দা জাওয়ান্ডাকে, প্রথমে স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিশ্চিত করেন, তাঁর মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি কার্ডিয়াক অ্যারেস্টেরও শিকার হন। পরে তাঁকে দ্রুত মোহালির ফোর্টিস হাসপাতালে স্থানান্তর করা হয়।
Rajvir Jawanda: অত্যন্ত সংকটজনক শিল্পী, বাইক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গায়ক
- Sep 28, 2025 11:15 IST
Zubeen Garg Death Case: জুবিনের মৃত্যুতে সঠিক তদন্তের দাবি, CID-এর কাছে অনলাইনে অভিযোগ দায়ের পরিবারের
জুবিন গর্গের মৃত্যুতে তাঁর পরিবার অসম পুলিশের অপরাধ তদন্ত দফতরে (CID) অনলাইনে অভিযোগ দায়ের করেছে। অভিযোগটি দায়ের করেছেন জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ, ভগ্নিপতি পামি বার্থাকুর এবং কাকা মনোজ বার্থাকুর। পরিবারের পক্ষ থেকে গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা এবং সিঙ্গাপুরে 'নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল'-এর আয়োজক শ্যামকানু মহান্তকে কাঠগোড়ায় তোলা হয়েছে। সূত্রের খবর, সিঙ্গাপুর ভ্রমণে যুক্ত সকল সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। বাদ যায়নি সিঙ্গাপুরে বসবাসরত অসমীয়া ব্যক্তিদেরও যাঁরা জুবিন গর্গকে ইয়ট পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তদন্তের দাবি করা হয়েছে।
- Sep 28, 2025 10:38 IST
Zubeen Garg Death: আপ্তসহায়কের গাফিলতিতেই জুবিনের মৃত্যু! CID-র ডাকে বিস্ফোরক দাবি অভিনেত্রী নিশিতার
মিডিয়া রিপোর্ট মোতাবেক, জিজ্ঞাসাবাদের সময় জুবিনের মৃত্যুর দায় তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বলে দাবি করেছেন অভিনেত্রী নিশিতা। জুবিনের ঘটনার সময় সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, 'জুবিন ঠিক রয়েছেন কি না তা দেখার দায়িত্ব সিদ্ধার্থের। কিন্তু ওঁর কোনও খেয়াল রাখা হয়নি।' এই ঘটনার পরও সিঙ্গাপুরের ‘নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল’-এ ফ্যাশন শো হয়েছিল। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন নিশিতা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us