Rajvir Jawanda: অত্যন্ত সংকটজনক শিল্পী, বাইক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গায়ক

গায়কের দুর্ঘটনার খবরে পাঞ্জাবজুড়ে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনস, পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং, শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল ...

গায়কের দুর্ঘটনার খবরে পাঞ্জাবজুড়ে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনস, পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং, শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rajvir-jawanda-facebook

কী করে এমন দুর্ঘটনার শিকার হলেন তিনি...

জনপ্রিয় পাঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জাওয়ান্ডা (৩৫) শনিবার হিমাচল প্রদেশের বাড্ডির কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁর মোটরসাইকেলের সঙ্গে একটি গরুর সংঘর্ষের কারণেই, দুর্ঘটনার শিকার হন শিল্পী।

Advertisment

মোহালির সেক্টর-৭১-এর বাসিন্দা জাওয়ান্ডাকে, প্রথমে স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা নিশ্চিত করেন, তাঁর মাথা ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং তিনি কার্ডিয়াক অ্যারেস্টেরও শিকার হন। পরে তাঁকে দ্রুত মোহালির ফোর্টিস হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফোর্টিস হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়েছে- "২৭ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৫ মিনিটে রাজবীর জাওয়ান্ডাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে উন্নত লাইফ সাপোর্টে রাখা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।"

Advertisment

Kapil Sharma-Kolkata: কপিলকে হুমকি ফোন-এক কোটি টাকার দাবি, কলকাতা থেকে গ্রেফতার অভিযুক্ত কে?

জনপ্রিয় গায়ক জাওয়ান্ডা বিবাহিত। তাঁর পরিচিত হিট গানগুলির মধ্যে রয়েছে ‘কালী জওয়ান্দে দি’, ‘মেরা দিল’ এবং ‘সর্দারি’। গানের পাশাপাশি তিনি পাঞ্জাবি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। দুর্ঘটনার মাত্র একদিন আগে তিনি নিজের নতুন গানের প্রচারে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছিলেন।

গায়কের দুর্ঘটনার খবরে পাঞ্জাবজুড়ে শোকের ছায়া নেমে আসে। মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনস, পাঞ্জাব কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং, শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এবং বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া সহ বহু রাজনৈতিক নেতা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সহকর্মী গায়ক কুলবিন্দর বিল্লা ও কানওয়ার গ্রেওয়াল হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নেন। এদিকে, ভক্তরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনার বার্তায় ভরিয়ে দিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে ফিরে আসার আশায়। 

Entertainment News Entertainment News Today