/indian-express-bangla/media/media_files/2025/07/14/cats-2025-07-14-12-16-49.jpg)
Entertainment Latest Live news Update
Legendary Actress B Saroja Devi Demise: রবিবাসরীয় সকালেই প্রয়াত হয়েছেন কিংবদন্তী তেলুগু অভিনেতা তথা প্রাক্তন বিজেপি বিধায়ক কোটা শ্রীনিবাস রাও। বিনোদন জগৎ-এ ফের শোকের ছায়া। ২৪ ঘণ্টার মধ্যেই আরও এক মৃত্যুসংবাদ। জীবনাবসান দক্ষিণী সিনেমার লেজেন্ডারি অভিনেত্রী বি.সরোজা দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সকলের কাছে তিনি Abhinaya Saraswathi ও Kannadathu Paingili নামে বিশেষ পরিচিত। দীর্ঘ ফিল্মী কেরিয়ারে প্রায় ২০০-এর বেশি কন্নড়, তামিল, তেলুগু ও হিন্দি ছবিতে অভিনয় করেছেন। সোমবার সকালে বেঙ্গালুরুতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তী অভিনেত্রী।
-
Jul 14, 2025 20:49 IST
Actress Death: ৩১-শেই থামল পথচলা, মৃত্যুর কোলে ঢোলে পড়লেন জনপ্রিয় অভিনেত্রী
প্রসঙ্গে সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাং সিও-হা। সোমবার তাঁর পরিবারের এক সদস্য, সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ক্যানসারে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। পাকস্থলিতে ছেয়ে গিয়েছিল রোগ। এরপরেই শোকের আবহাওয়া তাঁর ভক্তদের মাঝে। তাঁর কাছের এক কাজিন তাঁর মৃত্যু সম্পর্কে লিখে বলছেন..
Actress Death: ৩১-শেই থামল পথচলা, মৃত্যুর কোলে ঢোলে পড়লেন জনপ্রিয় অভ…
-
Jul 14, 2025 20:06 IST
Bigg Boss Updates: বিচ্ছেদই জীবনে সোনালী দিন ফিরিয়ে নিয়ে এল? Bigg Boss এ দেখা যেতে চলেছে ভারতীয় ক্রিকেটারের প্রাক্তনকে?
বিবাহ বিচ্ছেদ এখন যেকোনও ইন্ডাস্ট্রিতে টক অফ দ্যা টাউন। শুধু তাই নয়, এমন এক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বিবাহ বিচ্ছেদ, যা নিয়ে যতটা না আলোচনা হয় তাঁর থেকে বেশি সমালোচনা হয়। এবং শেষ কিছু মাসে বিচ্ছেদের বন্যা বয়ে গেল। তাঁর মধ্যে অন্যতম ধনশ্রী এবং যূজেবেন্দ্র চাহেল। তাঁদের বিচ্ছেদ নিয়ে যে জলঘোলা হয়েছে, সেই নিয়ে নতুন করে আর কিছু বলার নেই।
-
Jul 14, 2025 19:23 IST
Actor Tragic Death: ১৮ বছরেই না ফেরার দেশে, মর্মান্তিক পরিণতি হয় অমিতাভের সহ অভিনেতার..
মিস্টার নটোবরলাল ছবিতে অমিতাভ বচ্চনের, ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন এই অভিনেতা। এই ছবিতে আরও অভিনয় করেছিলেন রেখা, অজিত, কাদের খান এবং আমজাদ খান। ১৯৭৯ সালের সেই ছবির মাস্টার লাড্ডুকে মনে আছে? সেই ছবি ছাড়াও অনেক ছবিতে তিনি অভিনয় করেছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে। কিন্তু তার জীবনযাত্রা বেশি বছরের ছিল না।
-
Jul 14, 2025 18:06 IST
Bangladeshi Actress: শ্বশুরবাড়ির চরম অত্যাচার পেরিয়ে 'বাঁধনমুক্ত' বাঁধন
Azmeri Haque Badhon: পদ্মাপাড়ের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রবিবাসরীয় ছুটির দিনে মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় আচমকা নো-মেক লুকে হাজির অভিনেত্রী। মুখে মেচেতার দাগ দৃশ্যমান। রূপোলি দুনিয়ার তারকাদের এমন উপস্থিতি সত্যিই নজিরবিহীন ঘটনা। অল্প বয়সে জীবনের অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন। শ্বশুরবাড়িতে শারীরিক অত্যাচারও সহ্য করতে হয়েছিল তাঁকে। মানসিক অবসাদেও ভুগেছেন। তবে সেসব এখন অতীত। লেটেস্ট পোস্টে বাঁধনহীন বাঁধনের সঙ্গে সকলের পরিচয় করিয়েছে। আজ তিনি স্বাধীন জীবন কাটান। সেই আত্মোপলব্ধির কথা লিখেছেন ওপার বাংলার নায়িকা। তাই মেক আপের প্রলেপ না দিয়ে প্রকৃত চহারা দেখিয়ে স্বাধীনতার পাঠ পড়ালেন বাঁধন।
-
Jul 14, 2025 17:20 IST
Kangana Ranaut Viral Video: পায়ের সামনে ৮০ বছরের বৃদ্ধ! বয়স্ক মানুষের সঙ্গে দুর্ব্যবহার, কঙ্গনার কীর্তিতে ছিছিক্কার নেটপাড়ায়
Kangana Ranaut: ৮০ বছরের বৃদ্ধের সঙ্গে কঙ্গনার রূঢ় ব্যবহার মোটেই ভালভাবে নিচ্ছেন না নেটনাগরিকের একাংশ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যচ্ছে এক বৃদ্ধ কঙ্গনার পায়ের সামনে বসে কিছু সমস্যা সমাধানের আর্জি করছেন। সেই সময় কঙ্গনা তাঁকে সোজাসুজি বলে দিলেন সেই সমস্যাগুলো সমাধান তঁর কর্তব্য নয়। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করার পরামর্শ দেন। অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউতের মন্তব্য, 'এই সমস্যাগুলো সমাধানের দায়িত্ব মুখ্যমন্ত্রীর, আমার নয়। ওঁর কাছে বিষয়টা জানান।'
-
Jul 14, 2025 16:33 IST
Kangana Ranaut: MP-দের বাজেট নেই, 'পঞ্চায়েত-বিধায়করা সম্মান দেয় না', বিস্ফোরক নব্য সাংসদ কঙ্গনা
সঠিক বা ভুল যেকারণেই হোক না কেন, কিছু সময়ে বলিউডে কঙ্গনা রানাওয়াতের মতো শিরোনাম তৈরি করতে কেউ পেরেছেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি তার ইনস্টাগ্রাম স্টোরিগুলিও প্রায়শই মনোযোগ আকর্ষণ করে, তার সাক্ষাত্কার তো দূরের কথা। হিমাচল প্রদেশের বন্যাকবলিত সংসদীয় কেন্দ্র মান্ডিতে তাঁর বহু বিলম্বিত সফরের পরে ব্যাপক সমালোচনা হয়েছিল। কঙ্গনা সাংসদ হিসেবে একেবারেই নতুন। এমনকি রাজনীতিকে 'অত্যন্ত ব্যয়বহুল শখ' বলেও বর্ণনা করেন তিনি।
-
Jul 14, 2025 16:07 IST
Bollywood Actress: 'আমাকে খারাপভাবে স্পর্শ করার পর...', ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন 'দঙ্গল গার্ল' ফতিমা সানা শেখ
Hauterrfly-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফতিমা অতীতের এক ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করলেন। ভয়ংকর অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বলেন, 'একবার এক ভদ্রলোক আমাকে খারাপভাবে স্পর্শ করেছিলেন। আমি পালটা তাঁকে মেরেছিলাম। তবে আমাকে যখন ঘুরিয়ে মারেন তখন আমার মারাত্মক লেগেছিল। আমি মাটিয়ে লুটিয়ে পড়েছিলাম। উনি আমাকে খারাপভাবে ছুঁয়েছিলেন তাই আমি মেরেছিলাম। ওঁর দোষ থাকা সত্ত্বেও আমার উপর এমনভাবে চড়াও হলেন যে আমি পড়ে গেলাম।' সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছিলেন ফতিমা সানা শেখ। এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাতে হয় সেটা শিখেছিলেন। অভিনেত্রীর সংযোজন, 'ওই ঘটনার আমি আমি একটু বেশি সচেতন হয়ে যাই। আমি অনুভব করেছিলাম এই ধরনের পরিস্থিতিতে কী রকম আতরণ করা উচিত।'
-
Jul 14, 2025 15:05 IST
Actress Divorce: 'জীবনে শান্তির জন্য...', ২২ বছরের দাম্পত্যে ইতি, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী
Pandya store Actress Divorce: বিনোদন জগৎ-এ ফের বিবাহবিচ্ছেদের খবর। দীর্ঘ ২২ বছরের দাম্পত্যে ইতি টানলেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী রাও। ভেঙে গেল পরিচালক স্বামী সুরজ রাওয়ের সঙ্গে ২২ বছরের সংসার। দুসপ্তাহ আগেই আলাদা হয়েছেন দুজনে। বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে পল্লবীর বক্তব্য, 'আমার আর সুরজের দুই সন্তান রয়েছে। বিগত কয়েক বছর ধরেই আমাদের মধ্যে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। এবার আমরা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্ত নেওয়া একটু কঠিন ছিল। কাণ ছেলের বয়স ২১ বছর আর মেয়ে ১৮ বছরের। তবে জীবনে শান্তির জন্য কখনও এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি সুরজকে সম্মান করি। আগামীতেও ওঁর ভাল চইব।'
-
Jul 14, 2025 13:30 IST
Actor Engagement: ডিভোর্সের তিন বছর পর নতুন ইনিংস শুরু! কার সঙ্গে চুপিসারে বাগদান সারলেন জনপ্রিয় পাক অভিনেতা?
Ahad Raza Mir-Ramsha Khan: তারকাদের জীবনে প্রতি মুহূর্তে কী ঘটে চলেছে তা নিয়ে ভক্তদের মধ্যে থাকে একটা আলাদাই উত্তেজনা। সম্পর্ক ভাঙাগড়া থেকে বাগদান-বিয়ে নিয়ে জানতে উৎসুক ভক্তরা। এই মুহূর্তে সেই রকমই এক ঘটনার জন্য চর্চায় পাক অভিনেতা আহাদ রাজা মীর। পড়শি দেশের অন্দরের গুঞ্জন, আহাদ রাজা মীর নাকি জীবনের আরও একটি নতুন ইনিংস শুরু করতে চলেছেন। ললিউডের কানাঘুষো, পাক অভিনেত্রী দানানীরের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। পাক অভিনেত্রী দানানীর বা অভিনেতা আহাদ রাজা মীর এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।
-
Jul 14, 2025 13:03 IST
Bollywood Actress: ভিনধর্মে বিয়ে, এক বছর পেরতোই স্বামীকে নিয়ে অতিষ্ঠ! মুখ খুললেন 'দাবাং গার্ল' সোনাক্ষী
Sonakshi-Zaheer: দীর্ঘ আট বছরের প্রেম আর এক বছরের দাম্পত্য সেলিব্রেট করেছেন জাহির-সোনাক্ষী। এরপরই স্বামীকে নিয়ে একেবারে নাজেহাল শত্রুঘ্ন কন্যা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। বিদেশের শপিং মলে প্রসাধনী দ্রব্য কিনতে ব্যস্ত সোনাক্ষী। সেই সময় ব্যাগ পাশে রেখে লিপস্টিক-নেলপলিশ দেখছিলেন। কয়েক সেকেণ্ড পর আচমকা ব্যাগের খোঁজ করতেই দেখেন পাশে নেই। উদ্বিগ্ন হয়ে যখন মলের দরজার দিকে সোনাক্ষীর চোখ যায় তখনই বুঝতে পারেন ব্যাগটি কে নিয়ে পালিয়েছেন। তিনি নান আদার দ্যান সোনাক্ষীর স্বামী জাহির ইকবাল। তাঁর দিকে ছুটে এসে মজা করে দু-এক ঘা দিয়ে দেন সোনাক্ষী। তারপরই বলেন, জাহিরের এই কীর্তিতে তিনি একদম ক্লান্ত।
-
Jul 14, 2025 12:18 IST
Bangladeshi Actress: অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, বোরখা পরে কেন আদালতে অপু বিশ্বাস?
Apu Biswas Gets Bail: দিনটা ছিল ২০২৪-এর ১৯ জুলাই। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামে এক ব্যক্তিকে খুনের চেষ্টা করেছিলেন। তবে তিনি একা নন, এই ঘটনায় নাম জড়িয়েছিল ওপার বাংলার অভিনেত্রী নুসরত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ মোট ১৭ জনের। ভাটারা থানায় প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, রবিবার ভাটারা থানায় বোরখা পরে ঢুকেছেন অপু বিশ্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করার পর জামিনে মুক্তি পেলেন অভিনেত্রী। উল্লেখ্য, প্রথম আলোকে এই খবর নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার।