বয়স হয়েছিল মাত্র ৩১। তাঁর মধ্যেই সব শেষ। একাধারে নানা কোরিয়ান ড্রামায় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু শরীরে যে এহেন রোগ বাসা বেঁধেছে সেই প্রসঙ্গে কি সত্যিই বুঝতে পারেননি? জনপ্রিয় নানা শোয়ে দেখা গিয়েছিল এই অল্প বয়সী নায়িকাকে। 'ফার্স্ট লাভ এগেইন' ও 'দ্য ফ্লাওয়ার ইন প্রিজন'-এর মতো কে-ড্রামায় তাঁকে দেখা গিয়েছে।
প্রসঙ্গে সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাং সিও-হা। সোমবার তাঁর পরিবারের এক সদস্য, সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ক্যানসারে অনেকদিন ধরেই ভুগছিলেন তিনি। পাকস্থলিতে ছেয়ে গিয়েছিল রোগ। এরপরেই শোকের আবহাওয়া তাঁর ভক্তদের মাঝে। তাঁর কাছের এক কাজিন তাঁর মৃত্যু সম্পর্কে লিখে বলছেন..
Actor Tragic Death: ১৮ বছরেই না ফেরার দেশে, মর্মান্তিক পরিণতি হয় অমি…
"আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এত অপরিসীম যন্ত্রণা সহ্য করার সময়ও চারিদিকের নানা কথা তোমার মনে ছিল। সকলের সম্পর্কে খোঁজ নিতে তুমি। আমার প্রসঙ্গেও তুমি সবসময় জানতে চাইতে। শেষ কিছুমাস ধরে তুমি খেতে পর্যন্ত পারনি। কিন্তু আমি খেয়েছি কিনা রোজ জানতে চেয়েছ। তোমার কার্ড দিয়েই টাকা দিয়েছ আমার খাবারের। আমার জীবনের পরী অনেক তাড়াতাড়ি চলে গেলে আমায় ছেড়ে।" মারাত্মক শারীরিক যন্ত্রণা ভোগ করেছেন তিনি। এবং সেই প্রসঙ্গেই জানিয়েছেন তাঁর সেই কাজিন।
Legendary Actor Passed Away: রবিবারের সকালেই দুঃসংবাদ, নক্ষত্রপতন ভারতীয় সিনেমায়..
তিনি আরও বলছেন, "প্রতিদিন পেনকিলার খেয়েছ, তাঁরপরেও বলেছ যে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ তুমি যে এর থেকে খারাপ কিছু হয়নি। আমার সত্যিই লজ্জা পাওয়া উচিত। আমার প্রিয় বোন, এতকিছু সহ্য করেছ তুমি। আশা করি, এখন যেখানে আছ সেখানে অনেক কষ্ট কম। সেখানে অনেক শান্তিতে থাকবে তুমি। অন্তত ব্যাথা থেকে আরামে থাকবেন।"
কে ছিলেন কাং সিও-হা?
১৯৯৪ সালে জন্ম হয় তাঁর। কোরিয়া ন্যাশানাল ইউনিভার্সিটি অব আর্টসের স্কুল অব ড্রামা থেকে অর্জন করে স্নাতক ডিগ্রি। তারপর থেকে একাধিক কাজ করেছেন। তাঁর আসন্ন সিনেমা মাংনাইন- সেটি তাঁর মৃত্যু পরবর্তীতে রিলিজ হবে।