/indian-express-bangla/media/media_files/2025/07/22/cats-2025-07-22-10-09-54.jpg)
Entertainment Latest Highlights:
Cosby Show Actor Malcolm Jamal Warner: ফের বিনোদন জগৎ-এ শোকের ছায়া। মাত্র ৫৪ বছরেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন কিংবদন্তি আমেরিকান স্টার ম্যালকম জামাল ওয়ার্নার। জনপ্রিয় আমেরিকান টিভি সিরিজ 'দ্য কসবি শো'-তে থিও হাক্সটেবলের চরিত্রে অভিনয়ে সাড়া ফেলেছিলেন। সংবাদ সংস্থা রয়টার্স অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একটি আইন প্রয়োগকারী সংস্থা সোমবার রয়টার্সকে ম্যালকম জামাল ওয়ার্নারের মৃত্যুর খবর জানিয়েছে। কোস্টারিকায় ছুটি কাটানোর সময় জলে ডুবে মৃত্যু বলেই সংবাদ সংস্থাকে জানানো হয়েছে।
-
Jul 22, 2025 21:20 IST
Saaiyara Music Composer: চাকরিতে ইস্তফা দেন, সঙ্গে ছিল কিঞ্চিৎ মাত্র পয়সা, রাতারাতি ভাইরাল হওয়া 'Saiyaara' গায়কদের চেনেন?
শেষ কিছুদিন খেয়াল করলে দেখা যাবে, সমাজ মাধ্যম জুড়ে একটাই গান ভয়ংকর জনপ্রিয়তা পেয়েছে। কিছু কিছু সময় এমন গান আসে, যা মানুষকে একেবারে নাড়িয়ে দিয়ে চলে যায়। পুরনো দিনের গান তো বটেই তবে বর্তমান সময়ে, বেশ কিছু গান আছে যা মানুষের বেশ মনে ধরেছে। বিশেষ করে instagram এখন বর্তমানে সাইয়ারা গ্রাম। অহন পান্ডে এবং অনীত পদ্দা অভিনীত ছবি সাঁইয়ারার গান মানুষের মনে এত ধরেছে, কল্পনাই করা যায় না।
-
Jul 22, 2025 20:23 IST
Kalki Koechlin: হেনস্থার শিকার অভিনেত্রী, ঘেন্নায় গা গোলাচ্ছিল, সাংঘাতিক অভিজ্ঞতার কথা শোনালেন কল্কি
অনেক অভিনেতা-অভিনেত্রীই কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। সেই তালিকায় এবার নিজের সত্যি কথাগুলি শেয়ার করলেন কল্কি কোয়েচলিন। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জীবনে দুইবার হেনস্থার মুখোমুখি হয়েছেন— একবার কান চলচ্চিত্র উৎসবে, আরেকবার মুম্বইয়ে এক অডিশনের সময়।
Kalki Koechlin: হেনস্থার শিকার অভিনেত্রী, ঘেন্নায় গা গোলাচ্ছিল, সাংঘাত…
-
Jul 22, 2025 19:12 IST
Bangladesh Plane Crash: 'একটা দুর্ভোগের দেশ ..', ঢাকার বিমান দূর্ঘটনার নেপথ্যে বড় প্ল্যানিং? মুখ খুললেন তসলিমা..
গতকাল বাংলাদেশে ঘটে গিয়েছে এক মর্মান্তিক দুর্ঘটনা। দুপুর একটা ছয় মিনিট নাগাদ রাজধানী ঢাকার উত্তরায় এলাকায়, ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান। তাও আবার একটি স্কুলের উপরে। বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয় এবং সেখানে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু বাচ্চা। শিশুদের নিহতের সংখ্যায় সব থেকে বেশি। কেউ তো তার পরিবারের প্রত্যেকটি সন্তানকে হারিয়েছেন, আবার বলার জোরে বেঁচে যাওয়া কিছু ছাত্র বলছেন, নিজে হাতেই তারা তাদের বন্ধুদের মৃত্যু দেহ বের করে এনেছেন।
-
Jul 22, 2025 18:06 IST
Ashish-Elli Relationship: প্রেম তো দূর, সোজাসুজি এলি এভ্রামকে নিয়ে বিস্ফোরক আশিস! যা বললেন...
অভিনেত্রী এলি আভরাম ও জনপ্রিয় ইউটিউবার আশিস চঞ্চলানি সম্প্রতি একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, “Finally”—আর তাতেই রীতিমতো হইচই পড়ে যায় অনলাইনে। মুহূর্তের মধ্যে ভক্তদের অভিনন্দনে ভরে ওঠে তাঁদের জীবন। অনেকেই ধরে নেন, এই পোস্টের মাধ্যমে তারা নিজেদের সম্পর্ককে ‘অফিশিয়াল’ করে দিলেন।
-
Jul 22, 2025 17:08 IST
Ed Summons Actors: অবৈধ কাণ্ডে যুক্ত! ভারতীয় সিনেমার ৪ সুপারস্টারকে তলব ED - র
সপ্তাহের শুরুতেই অভিযোগের পাহাড় ৪ সাউথ ইন্ডিয়ান অভিনেতার বিরুদ্ধে। ডেকে পাঠাল ইডি। তাদের অপরাধ কি? দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির ৪ সুপারস্টার, বিজয় দেবারাকোন্ডা, প্রকাশ রাজ, রানা দাগ্গুবাটির বিরুদ্ধেই এসেছে অভিযোগ। কী এমন করেছেন তাঁরা? আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদ করতেই তাঁদের ডেকে পাঠিয়েছে ED।
-
Jul 22, 2025 16:35 IST
Pori Moni-dhaka plane crash: 'বুকের ভেতর ধরফর...', ঢাকা বিমান দুর্ঘটনার পর কেন তড়িঘড়ি হাসপাতালে পরি মণি?
সপ্তাহের প্রথমদিন সোমবার, প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে আচমকা ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। এই খবরে যখন চারিদিক তোলপাড় তখন প্যানিক অ্যাটাক হয় বাংলাদেশী অভিনেত্রীর। তাই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই দিয়েছেন অভিনেত্রী। ছোট থেকেই আগুনে ট্রমা পরি মণির। তাই এই মর্মান্তিক শিশুমৃত্যুর মিছিল গভীর প্রভাব ফেলেছে পরি মণির মনে। তিনি লিখেছেন, 'আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে আগে বুঝতে পারিনি। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি বা ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বুকের ভেতর শুধু ধরফর করে। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ...!'
-
Jul 22, 2025 15:49 IST
Pratyusha Banerjee: 'ওর বাবাই ওকে মদ খাওয়াত', প্রয়াত বাঙালি অভিনেত্রীর কু-অভ্যাসের কথা ফাঁস করলেন অভিযুক্ত প্রেমিক
২০১৬ সালের ১ এপ্রিল, জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু গোটা বিনোদন দুনিয়াকে স্তব্ধ করে দেয়। "বালিকা বধূ"-খ্যাত এই অভিনেত্রীকে মুম্বইয়ের গোরেগাঁওয়ে তার ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে গণ্য করে। তবে তার মৃত্যু ঘিরে প্রেমিক রাহুল রাজ সিংয়ের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠে আসে।
-
Jul 22, 2025 14:47 IST
'যদি অবহেলা করতাম...', ক্যানসারের পর কোন মারাত্মক বিপদ থেকে বরাতজোরে রক্ষা পেলেন রাকেশ?
Rakesh Roshan Health Issue: সোশ্যাল মিডিয়ায় শারীরিক পরিস্থিতি নিয়ে লম্বা-চওড়া একটি পোস্ট শেয়ার করলেন 'কৃষ' পরিচালক। তিনি জানাচ্ছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসক মস্তিষ্কের ক্যারোটিড ধমনীতে ৭৫% ব্লকেজ শনাক্ত করেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্রুত প্রতিরোধমূলক পদ্ধতি গ্রহণ করেন। যার ফলে এখন তিনি সম্পূর্ণ নিরাপদ। নিজের মত ব্যক্ত করতে গিয়ে লেখেন, এই সপ্তাহটি আমার চোখ খুলে দিয়েছে। নিয়মিত চেকআপের সময় হৃদপিণ্ডের সোনোগ্রাফি করার পর চিকিৎসক আমার ঘাড়ের একটি টেস্ট করার পরামর্শ দেন। সেই টেস্টের রিপোর্ট এলে জানতে পারি কোনও উপসর্গ না থাকলেও আমার উভয় ক্যারোটিড ধমনীতে ৭৫ শতাংশের বেশি ব্লক রয়েছে। এই বিষয়টি যদি অবহেলা করতাম তাহলে ভবিষ্যতে মারাত্মক পরিণতি হতে পারত। আমি বিন্দুমাত্র বিলম্ব না করে হাসপাতালে ভর্তি হয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক চিকিৎসা করিয়েছি।"
-
Jul 22, 2025 12:17 IST
Kalki Koechlin: 'এগুলো না করলে...', অভিনেত্রী হতে কী শর্ত? কেরিয়ারের শুরুতে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কল্কি
গ্ল্যামার দুনিয়ায় এন্ট্রি নিতেই নিজস্ব সত্ত্বাকে বিসর্জন দেওয়ার চাপ এসেছিল কল্কির উপর। কিন্তু, কল্কি তো নিজের শর্তে বাঁচতে পছন্দ করেন। স্মৃতিচারণ করে বলেন, অনেক কাস্টিং ডিরেক্টরই তাঁকে চেহারা পরিবর্তনের পরামর্শ দিতেন। কখনও চুল কালো করে আইটেম নম্বরের প্রস্তাব তো কখনও আবার দাঁতের গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য। এক প্রযোজক তাঁকে হাসির রেখাগুলো ঢেকে ফেলতে বোটক্স বা ফিলারের পরামর্শও দেন। পারফেক্ট নায়িকা হয়ে উঠতে এই বিষয়গুলো না মানলে চরিত্র পাওয়া অসম্ভব বলে জানিয়ে দেওয়া হয় কল্কিকে। আর চুপ করে থাকতে পারেননি, অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, 'আমকে বোটক্সের পরামর্শ দেওয়ার সাহস হয় কী করে? একটা সময় ভাবতে হয়েছে কতটা হাসতে হবে।'
-
Jul 22, 2025 11:27 IST
Bollywood Actress: যৌন নির্যাতনের শিকার-প্রাণনাশের হুমকি, সহ অভিনেত্রীর হাতে চড়! কে এই বলিউডের কিংবদন্তি অভিনেত্রী?
Bollywood Actress Tragic Life: ডেইজি ইরানি মুম্বই মিররকে দেওয়া সাক্ষাৎকারে জানান, মাত্র ছ' বছর বয়সে তিনি যৌন নির্যাতনের শিকার হন। গায়িকা জোহরাবাই আম্বালেওয়ালির আত্মীয় যিনি তাঁকে মাদ্রাজে একটি ছবির শুটিংয়ে নিয়ে গিয়ে হোটেলের ঘরে যৌন নিপীড়ন করেন। এখানেই শেষ নয়, প্রাণনাশের হুমকিও দেন। ডেইজি সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা কখনও ভুলতে পারেননি। তিনি বলেন, 'পরদিন আমি আবার স্টুডিওতে ফিরে যাই। আমর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আঁচ কেউ পায়নি। কাউকে বলার মতো সাহস পাইনি।'