অনেক অভিনেতা-অভিনেত্রীই কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। সেই তালিকায় এবার নিজের সত্যি কথাগুলি শেয়ার করলেন কল্কি কোয়েচলিন। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি জীবনে দুইবার হেনস্থার মুখোমুখি হয়েছেন— একবার কান চলচ্চিত্র উৎসবে, আরেকবার মুম্বইয়ে এক অডিশনের সময়।
প্রথম ঘটনাটি ঘটে তখন, যখন তিনি অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরুই করেননি। জুম ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে কল্কি বলেন, “আমি তখন লন্ডনে পড়াশোনা করতাম। একজন প্রোমো গার্ল হিসেবে নোকিয়ার হয়ে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। সেখানে একজন ভারতীয় প্রযোজকের সঙ্গে পরিচয় হয়। উনি আমার মায়ের পরিচিত এক ব্যক্তির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন।”
Bangladesh Plane Crash: 'একটা দুর্ভোগের দেশ ..', ঢাকার বিমান দূর্ঘটনার নেপথ্যে বড় প্ল্যানিং? মুখ খুললেন তসলিমা..
অভিনেত্রীর কথায়, “আমাকে বলা হয়েছিল, তিনি একজন বড় প্রযোজক, দেখা করতে পারো। আমি কানে তার স্ক্রিনিং-এ গিয়েছিলাম। পরে তিনি আমাকে লন্ডনে ডিনারের আমন্ত্রণ জানান। আমি কাজ নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘এই সুযোগ পেতে হলে আমাকে তার সঙ্গে থাকতে হবে।’ কল্কির স্পষ্ট উত্তর ছিল, “না, ধন্যবাদ।” এবং সেখানেই তিনি বিষয়টি শেষ করেন।
কল্কির দ্বিতীয় অভিজ্ঞতা আরও সরাসরি ছিল। তিনি বলেন, “এই ঘটনার কিছু বছর পর, আমি মুম্বইয়ে একটি সিনেমার জন্য অডিশন দিতে যাই। প্রযোজক বললেন, ‘আপনি যদি এই সিনেমার অংশ হতে চান, তবে আমাদের একটু কাছাকাছি হতে হবে। কারণ এটা বড় একটা লঞ্চ হতে চলেছে।”
Ashish-Elli Relationship: প্রেম তো দূর, সোজাসুজি এলি এভ্রামকে নিয়ে বিস্ফোরক আশিস! যা বললেন...
কিন্তু কল্কি স্পষ্টভাবে জানিয়ে দেন, “আমি বলেছিলাম, আমি দুঃখিত, আপনার এবং আমার - কারও সময় নষ্ট করতে চাই না।” সেই সব মুহূর্তে কী অনুভব করেছিলেন? কল্কি বলেন, “আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম। মনে হচ্ছিল, ওই ব্যক্তির মুখে ঘুষি মারি। কিন্তু একজন নারীর স্বাভাবিক প্রবৃত্তি তখনই জেগে ওঠে- নিজেকে নিরাপদে সরিয়ে নেওয়ার। তখন আমি নিজেকে এটাই বুঝিয়েছিলাম যে, নিজেকে নিরাপদে সরিয়ে নাও। তিনি আরও বলেন, “এটা শুধু রাগ নয়—এক ধরণের ঘৃণা কাজ করেছিল। এখনও সেই অভিজ্ঞতা মনে পড়লে গা গুলিয়ে ওঠে।”