/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
প্রয়াত অভিনেতা
Entertainment Latest Highlights:
Actor Passed Away: কথায় বলে, একজন অভিনেতাকে চেনা যায় নির্দিষ্ট কিছু চরিত্রের জন্যই। মানুষ চলে যায় কিন্তু তাঁর অভিনয় করা নির্দিষ্ট একটি চরিত্র দর্শকদের মনে গেঁথে যায়। তাই তো, শিল্পীর মৃত্যু হলেও তাঁর সৃষ্টি থেকে যায়। এবং তাঁর মৃত্যুর পর বারবার সেসব চরিত্র নিয়ে কথা ওঠে। ঠিক তেমনই এক অভিনেতার মৃত্যুর খবর শোনা যাচ্ছে। দীর্ঘসময় শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন তিনি।
-
Jul 27, 2025 20:33 IST
Singer Passed Away: GYM কেড়ে নিল প্রাণ! অকাল মৃত্যু জনপ্রিয় সংগীতশিল্পীর..
এ যেন হিস্ট্রি রিপিটস, বাবার মতই অল্প বয়সেই চলে গেলেন শিল্পী। রক ব্যান্ডের অন্যতম মুখ রাতুল আর নেই। এবং, তাঁর চলে যাওয়ায় শিল্পমহল জুড়ে শোকের ছায়া। রক ব্যান্ড ওন্ডের লিড ভোকালিস্ট বেসিস্ট এ কে রাতুল আর নেই। বাংলাদেশের জনপ্রিয় নায়ক জসীমের ছেলে তিনি।
-
Jul 27, 2025 19:47 IST
Ruchi Gujjar: ভয়ঙ্কর কাণ্ড! পরিচালককে জুতোপেটা করলেন অভিনেত্রী, কারণ কী?
হরিয়ানভি মডেল রুচি গুজ্জর হিন্দি ছবি 'সো লং ভ্যালি'-র প্রযোজক করণ সিংয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে প্রায় ২৩ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছেন। ওশিওয়ারা থানার এক আধিকারিক জানিয়েছেন, রুচির অভিযোগের ভিত্তিতে করণ সিংয়ের বিরুদ্ধে IPC-এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে—৩১৮(৪), ৩৫১(২) এবং ৩৫২ ধারায়।
-
Jul 27, 2025 18:54 IST
Influencer Tragic Death: মর্মান্তিক! জোরাজুরিতেই প্রাণ গেল ইনফ্লুএন্সারের, বড় খবরে তোলপাড়..
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সুমিরার ১৫ বছর বয়সী কন্যা অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি তাঁর মাকে দীর্ঘদিন ধরে জোরপূর্বক বিয়েতে বাধ্য করার চেষ্টা করছিল। তার দাবি, সুমিরাকে বিষ মিশ্রিত ট্যাবলেট খাওয়ানো হয়েছিল, যা তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।
-
Jul 27, 2025 18:13 IST
Naseeruddin Shah: বিশ্বসেরা অভিনেতার পুরস্কার জিতেও বেকার, পার্টিতে স্টিলের গ্লাসে মদ্যপানে কী ভাবে ভাগ্যবদল অভিনেতার?
সম্প্রতি পরিচালক পঙ্কজ পরাশর এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিন শাহ কী ভাবে জলওয়া ছবির সঙ্গে যুক্ত হলেন সেই বিষয়ে মুখ খুলেছেন। নাসিরুদ্দিন টারজান হিসেবে তাঁকে কাস্ট করতে বলেন। কিন্তু, পঙ্কজ সেই সময় নাসিরুদ্দিনের সঙ্গে আর কোনও বাক্যালাপে জড়াননি। কিন্তু, পরদিন প্রযোজক গুল আনন্দকে ঘটনাটা জানালে তিনি বলেন, 'নাসিরুদ্দিন শাহ যদি চান, তিনি মিকি মাউস-ও হতে পারেন! ডেকো ওনাকে।'এরপর শাহ Sea Rock জিমে ভর্তি হয়ে ছ'মাসের মধ্যে চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেন। এরপর পঙ্কজ পরাশর আর গুল আনন্দ সিদ্ধান্ত নেন টারজান নয়, বরং Beverly Hills Cop ও Commando-র মতো হলিউডি ঘরানাকে ভারতীয় ছাঁচে ফেলে করমচন্দ ধাঁচের ছবি জলওয়া তৈরি করবেন।
-
Jul 27, 2025 17:57 IST
Actor Death News: থামল পথচলা, চিরঘুমে জনপ্রিয় অভিনেতা, কী হয়েছিল?
দ্যা ট্রুম্যান শো দিয়েই তাঁর কেরিয়ারের যাত্রা শুরু হয়েছিল। প্রয়াত অভিনেতা জো মিঞ্জারেস। অভিনেতা, যিনি ১৯৯৮ সালের The Truman Show-এ জিম ক্যারির বিপরীতে একজন বারটেন্ডারের চরিত্রে অভিনয় করেছিলেন, পাশাপাশি জনপ্রিয় সিটকম 'Roseanne' এবং মেডিকেল ড্রামা ER-এ তাঁর স্মরণীয় পারফরম্যান্সের জন্যও বিশেষভাবে পরিচিত ছিলেন।
-
Jul 27, 2025 17:30 IST
Actor Baby: বিয়ের তিন বছর পর পিতৃসুখ, বাবা হলেন 'ছাবা' খ্যাত বিনীত কুমার, পুত্র না কন্যা এল ঘরে?
বিনীত আর রুচিরাকর জীবনে এল তাঁদের প্রথম সন্তান। সিং পরিবারে এল রাজপুত্র, অর্থাৎ পুত্র সন্তানের বাবা হলেন বিনীত। বিয়ের তিন বছর পর সন্তানসুখ লাভ করলেন দম্পতি। ২৭ জুলাই রবিবাসরীয় ছুটির দিনে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেতা। ছাবা খ্যাত অভিনেতা বিনীত কুমার সিং আবেগঘন পোস্টে লেখেন, 'ঈশ্বরের কৃপায় আমাদের জীবনে এলো নতুন অতিথি। ছোট্ট সিং এসে গিয়েছে। ইতিমধ্যেই সকলের মন চুরির পাশাপাশি দুধের বোতলও দখল করে নিয়েছে। এই অমূল্য উপহারের জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। রুচিরা ও বিনীত।'
-
Jul 27, 2025 15:50 IST
Mamata Shankar Sanitary Napkin: 'অনেক তারকাই সময়ের সঙ্গে...', নাম না করে স্যানিটারি ন্যাপকিন বিতর্কে পিসি-কে বিঁধলেন ভাইঝি!
সোশ্যাল মিডিয়ায় শ্রীনন্দা শঙ্করের একটি পোস্ট ঘিরে শোরগোল। কারও নাম উল্লেখ না করলেও লেখার স্টাইল দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না পিসিকেই চাঁচাছোলা আক্রমণ করেছেন শ্রীনন্দা। এ যেন সম্মুখ সমরে পিসি-ভাইঝি! ফেসবুক পোস্টে কী লিখেছেন মমতার ভাইঝি? নৃত্যশিল্পী শ্রীনন্দা শঙ্কর লিখেছেন, 'বংশগৌরব আর প্রতিভা একজন মানুষকে চেনায় না। তাঁর চিন্তা আর বিশ্বাসই আসল। এখন আর সেই দিন নেই যখন মানুষ একজন অভিনেতাকে তাঁর চরিত্র ভেবে নিত।' আরও বলেন, 'তারকাদের রাগ-অভিমান এখন পুরনো হয়ে গেছে। আজকের দিনে মানুষ হিসেবে আপনি কেমন, সেটাই আসল। কিন্তু সমস্যা হল, অনেক তারকাই সময়ের সঙ্গে চলতে শেখেনি। তাই তাঁরা বিরক্ত আর তিক্ত হয়ে পড়ে।'
-
Jul 27, 2025 15:11 IST
Anupam Kher-Saiyaara: 'ওঁদের পারিশ্রমিক দিতে পারিনি', 'সাইয়ারা' ঝড়ে বিপদের মুখে 'তানভি দ্য গ্রেট'-র পরিচালক অনুপম
Tanvi the Great Vs Saiyaara: রিপাবলিক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুপম জানান, প্রাথমিকভাবে যিনি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি শ্যুটিং শুরুর কয়েক সপ্তাহ আগে ছবি থেকে সরে দাঁড়ান। অনিশ্চয়তার মধ্যেই দমে যাননি অনুপম বরং তিনি ভারত আমেরিকায় থাকা নিজের পরিচিত চিকিৎসক ব্যবসায়ী ও ব্যাঙ্কার বন্ধুদের কাছে সাহায্যের জন্য হাত পাতেন। তানভি দ্য গ্রেট-এর জন্য ১০ জন সহ-প্রযোজক এগিয়ে আসেন। অনুপম বলেন, 'এটা অনেকটা ক্রাউড-ফান্ডেড প্রকল্পের মতো। আমি ওদের সিনেমার স্ক্রিপ্ট পাঠালে ভাল লাগে। তখনই ওঁরা টাকা দিতে রাজি হন। তবে কেউ আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেননি।' এছাড়াও তানভি দ্য গ্রেট-এর পরিচালক অনুপম খের জানান, ছবির মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন অর্থাৎ অরবিন্দ স্বামী, জ্যাকি শ্রফ, পল্লবী জোশী ও বোমান ইরানি কেউই পারিশ্রমিক নেননি। পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে জানাতেই কী বলেছিলেন তাঁরা? অনুপম বলেন, 'আমি যখন বললাম পারিশ্রমিকটা পরে দেব। এখন আমার পক্ষে সম্ভব নয়। ওঁরা একটাই কথা বলেছিলেন, আমরা কি কিছু চেয়েছি?'
-
Jul 27, 2025 14:30 IST
OTT Apps Ban: সফট পর্ণ-সাইট নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কড়া জবাবে ALTT-র যৌনগন্ধী কন্টেন্টের দায় এড়ালেন একতা?
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে ALTBalaji, ULLU, DesiFlix-সহ ২৫টি ওটিটি অ্যাপ ও ওয়েবসাইটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট হোস্ট করার অভিযোগে। এই ঘটনার প্রেক্ষিতে, প্রযোজক একতা কাপুর নিজেকে এবং তাঁর মা শোভা কাপুরকে ALTBalaji বা বর্তমানের ALTT থেকে আলাদা রাখার বিষয়ে একটি স্পষ্ট ও কড়া বিবৃতি দিয়েছেন।
OTT Apps Ban: সফট পর্ণ-সাইট নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, কড়া জবাবে ALTT…
-
Jul 27, 2025 13:47 IST
Varun Dhawan: 'আমাকে বাড়ি থেকে...', সন্তানের জন্য স্ত্রী নাতাশাকে নিয়ে কোন আতঙ্কের কথা শেয়ার করলেন বরুণ?
২০২৪-এর ৩ জুন বরুণ-নাতাশার জীবনে আসে তাঁদের প্রথম কন্যা সন্তান। বাবা হওয়ার পর জীবন কতখানি বদলে গিয়েছে এবং কোন কাজগুলো করলে স্ত্রী বাড়ি থেকে বেরও করে দিতে পারেন সেই নিয়ে ই-টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বললেন বরুণ। তিনি জানান, 'আমি এখন শুধু আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করি। বাবা হওয়া সত্যিই বেশ মজার। প্রতিনিয়ত চেষ্টা করছি আরও ভাল বাবা হতে। যদিও এখনো পুরোপুরি সেটা হয়ে উঠতে পারিনি। এখন টিভির ভলিউমও খুব কম করে রাখি। নাহলে আমার স্ত্রী আমাকে বাড়ি থেকে বের করে দেবে।'
-
Jul 27, 2025 13:22 IST
Subhasish Mukhopadhyay: 'ঠাকুমা যখন ছিলেন...', ছোটবেলার রবিবাসরীয় ছুটির দিনের স্মৃতিচারণায় জিয়া নস্ট্যাল শুভাশিষ
শুভাশিষের রবি উদযাপন
আজ আমরা একটু ফিরে দেখব বাংলা সিনেমার স্বনামধন্য তারকা শুভাশিষ মুখোপাধ্যায়ের ছোটবেলার রবিবার। সেই সময় কী ভাবে রবিবাসরীয় ছুটি উদযাপন করতেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় তাঁর সঙ্গে। শুভাশিষ মুখোপাধ্যায় বলেন, 'আমাদের সময় রবিবার মানেই ছিল প্রাণ খুলে খেলার দিন। রোজ স্কুল থেকে এসে বিকেলে একটু খেলেই পড়তে বসতে হত। কিন্তু, রবিবার সকাল থেকেই খেলাধূলো করার সুযোগ থাকত। আর আমার খেলার প্রতি বিশেষ ঝোঁক ছিল। রবিবার দিনটা এলেই একটা ছুটির আনন্দ পাওয়া যেত।'
ছোটদের সিরিয়ালের প্রতি কোনও আকর্ষণ? অভিনেতা বলেন, 'সেই সময় টিভি ঘরে ঘরে পৌঁছায়নি। যখন একটু বড় হলাম তখন রামায়ণ-মহাভারত দেখতাম। তবে সেটা নিয়ম করে দেখা হত না। প্রতি রবিবার একটা নির্দিষ্ট সময়ে প্রতিবেশীদের বাড়ি থেকে টিভির আওয়াজ ভেসে আসত। আমি স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত। তাই রবিবার সকালে নাটকের মহড়ায় যেতাম।'
আর রবিবারের স্পেশাল খাওয়াদাওয়া? সেই বিষয়ে শুভাশিষের সংযোজন, 'প্রতি রবিবারই যে বাড়িতে বিশেষ কিছু আয়োজন হত তা নয়। তবে বাঙালি পরিবারে যেমন হয়ে থাকে সেইরকমই কোনও কোনও রবিবার বিশেষ পদ রান্না হত। ঠাকুমা যখন বেঁচে ছিলেন তখন নাতিকে আদর করে খাওয়াতেন। সেটা বেশ ভাল সময় ছিল। বোঝা যেত আজ রবিবার।'