/indian-express-bangla/media/media_files/2025/07/31/edfewf-2025-07-31-12-54-21.jpg)
Entertainment Latest Highlights:
নন্দিনী কাশ্যপ কে?
নন্দিনী কাশ্যপের পরিচয় তিনি শুধু একজন অভিনেত্রীই নন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও। পরিচালক রূপক গগৈয়ের সাম্প্রতিক হিট ছবি "রুদ্র"-তে "সুরভি" চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করে চর্চায় ছিলেন। গুরাহাটীর ফ্যাকালটি উচ্চবিদ্যালয় থেকে পড়শোনা করেছেন। এরপর ২০২১ সালে মেঘালয়ের ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সাল থেকে মডেল, নৃত্যশিল্পী ও সঞ্চালিকা হিসেবেও কাজ করেছেন নন্দিনী। ২০২২ সালে অভিনয়ে অভিষেক। মায়ের পরিচালনায় অসমীয়া ছবি "জনকনন্দিনী"-র মাধ্যমে লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ার আত্মপ্রকাশ। চলতি বছরের ২৭ জুন মুক্তি পায় "রুদ্র" । বক্স অফিসের সাফল্য নন্দিনীর ক্যারিয়ারে এনে দেয় নতুন মোড়।
-
Jul 31, 2025 20:02 IST
Bollywood: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১জন, আরেকজনও থেরাপি নিতে ব্যস্ত, সুপারহিট ছবির দুই তারকার ভয়ঙ্কর অবস্থার কথা প্রকাশ্যে...
তিনি বললেন, ছবির দুজন অভিনেতা দুজনেই নিজের মতো করে ব্যস্ত ছিলেন। ব্যস্ত থাকা বললে ভুল হবে দুজনেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছবি রিলিজের ঠিক তার আগে আগেই, কুলি ছবির সিনেমায় অমিতাভের রকম ভয়ংকর দুর্ঘটনা ঘটেছে। প্রাণ যায় যায় অবস্থা তখন তাঁর। অমিতাভকে বাঁচাতে তখন যে যার মত করে ঈশ্বরকে ডাকছেন। মুসলিমরা নামাজ পড়ছেন, হিন্দুরা পুজো করছেন, হাসপাতালের বাইরে তখন লম্বা লাইন কেউ অমিতাভকে রক্ত দেবেন এই কারণে। খুদ্দার ছবির সময় অমিতাভ তখন হাসপাতালে ভর্তি। আর, পারভিন?
-
Jul 31, 2025 19:08 IST
Saiyaara Writer: পরিবারের ভয়াবহ ঘটনা চমকে দেয় বলিউডকে, খুনোখুনির ইতিহাস পেরিয়ে 'সাইয়ারা'র গল্প লিখলেন কে?
Saiyaara Movie: আহান পান্ডে ও অনীত পাড্ডা অভিনীত মোহিত সুরির নতুন ছবি ‘সাইয়ারা’ এখন বক্স অফিসে ঝড় তুলছে। ‘আধুনিক দিনের ডিডিএলজে’ নামে পরিচিত এই প্রেমের গল্পটি হঠাৎ করেই সকলের নজর কাড়ে। এমনকি এর জনপ্রিয়তায় পিছিয়ে যেতে বাধ্য হয় ‘সন অফ সর্দার ২’ এবং ‘পরম সুন্দরী’র মতো অপেক্ষাকৃত বড় প্রজেক্ট। মুক্তির মাত্র ১২ দিনের মধ্যেই ছবিটি ২৬৬ কোটি আয় করে ফেলেছে, যা সাম্প্রতিক অনেক 'ওজি' সুপারস্টারের ছবিকেও হার মানিয়েছে।
-
Jul 31, 2025 17:58 IST
Actor Passed Away: টানা লড়াইয়ের পর শেষ হল অধ্যায়, প্রয়াত অভিনেতা
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। এবার না ফেরার দেশে আরেক অভিনেতা। সিনেমা এবং টেলিভিশনের নানা চরিত্রে তিনি বহু পারদর্শিতা দেখিয়েছেন। এবং জানা যাচ্ছে তিনি পাড়ি দিয়েছেন পরলোকে। বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি। প্রসঙ্গে অভিনেতা লুৎফি লাবিব। কী হয়েছিল তাঁর? মিশরীয় এই অভিনেতা হলিউডে ও নানা প্রজেক্টে কাজ করেছে। যা জানা যাচ্ছে...
-
Jul 31, 2025 17:20 IST
Sharman Joshi: প্রথম বাংলা ছবির শুভ মহরৎ-এ শহরে বলিউড অভিনেতা, কাজের ফাঁকে সত্যজিৎ স্মরণে কী বললেন শরমন যোশী?
Sharman Joshi-susmita-chatterjee Movie: প্রথমবার অভিনয় করছেন বলি অভিনেতা শরমন যোশী। বিপরীতে নায়িকা টলিউডের গ্ল্যাম ডিভা সুস্মিতা চট্টোপাধ্যায়। পরিচালক এম এন রাজের হাত ধরে টলিউড পেতে চলেছে নতুন জুটি সুস্মিতা চট্টোপাধ্যায় ও শরমন যোশী। সৌজন্যে 'ভালবাসার মরশুম'। ৩১ জুলাই নতুন ছবির শুভ মহরৎ-এ তিলোত্তমায় পা রাখলেন 'গোলমাল' খ্যাত অভিনেতা শরমন যোশী। খাস কলকাতায় এসে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়কে স্মরণ করলেন। শরমন যোশী বলেন, 'আমি বহু বছর ধরে বাংলা সিনেমার দর্শক। তাছাড়া আমি সত্যজিৎ রায় সাহেবের বিরাট ভক্ত। ভূতের ভবিষ্যৎ-এর হিন্দি রিমেক 'গ্যাং অফ ঘোস্টস'-এ আমি অভিনয় করেছি। স্থানীয় ভাষার ছবির একটা আলাদা মাহাত্ম আছে। নতুন ছবির জন্য আমি খুবই উত্তেজিত। সকলের মিলিত প্রচেষ্টায় একটা ভাল কাজ দর্শককে উপহার দিতে পারব বলে আমি আশাবাদী।'
-
Jul 31, 2025 16:50 IST
Bangladeshi Model Arrested: টলি পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, কলকাতায় গ্রেফতার বাংলাদেশের শান্তা, কেন এত বিতর্কে?
পুলিশ সূত্রে খবর, শান্তা পাল নামক ঐ যুবতী আদৌ ভারতীয় নাকি বাংলাদেশী তা জানার চেষ্টা করা হচ্ছে। যদি তিনি বাংলাদেশী হয়ে থাকেন তবে তার কাছে ভারতীয় পরিচয় পত্র কোথা থেকে এলো এই নিয়েও উঠছে প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে লালবাজারে গোয়েন্দারা এও খতিয়ে দেখছেন যে এটি আসলেই কোন সাধারণ অনুপ্রবেশের ঘটনা নাকি নেপথ্যে রয়েছে জঙ্গি যোগ! কিন্তু কে এই শান্তা পাল? বিনোদন জগতের অনেকেই তার নাম জানেন। তাকে নিয়ে মাঝেমধ্যে নানান ধরনের বিতর্ক হয়েছে।
Bangladeshi Model Arrested: টলি পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযো…
-
Jul 31, 2025 15:32 IST
Singer Arrested: দিনে-দুপুরে হাড়হিম করা ঘটনা! জিম ট্রেনারকে বন্দুক ঠেকিয়ে হুমকি, গ্রেফতার বিশিষ্ট গায়ক
মিডিয়া রিপোর্ট মোতাবেক, ব্যায়াম নিয়ে মতানৈক্য থেকেই বাকবিতণ্ডার সূত্রপাত। প্রশিক্ষক যখন গিলকে জিম ছাড়তে বলেন তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, গিল মানুকে তখন পিস্তল বের করে প্রশিক্ষককে ভয় দেখান। জিমের সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়ে এবং সেই ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মোহালি ডিএসপি হরসিমরত সিং বল জানিয়েছেন, ঘটনাস্থল থেকেই গিল এবং তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। গায়কের কাছ থেকে একটি 32 বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে।
-
Jul 31, 2025 15:03 IST
Madhubani Goswami: দ্বিতীয়বার মা হচ্ছেন মধুবনী! চর্চা উসকে কী সুখবর দিলেন অভিনেত্রী? দেখুন ভিডিও
সত্যিই দ্বিতীয়বার মা হচ্ছেন মধুবনী নাকি অন্য কিছু ঘোষণা করলেন অভিনেত্রী? অন্তঃসত্ত্বার ছবি দেখে সকলে যেটা ভেবেছিল তেমন কিছুই হচ্ছে না। ওটা তো ছিল জাস্ট পাবলিসিটি স্টান্ট। আসলে নতুন ব্যবসা শুরু করলেন রাজা-মধুবনী। নিজস্ব স্যালোঁতে ছিলই এবার নিজেদের ব্যাগের ব্র্যান্ড লঞ্চ করল এই জুটি। সেই নতুন ব্র্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণা করলেন ভালবাসা ডট কম খ্যাত অভিনেত্রী মধুবনী গোস্বামী। অভিনব কায়দাতেই নতুন ব্র্যান্ডের ঘোষণা করলেন সে কথা বলাইবাহুল্য। নতুন কালেকশনের বেশ কিছু ছবিও দেখালেন মধুবনী। ব্যক্তগতভাবে বিভিন্ন ধরনের ব্যাগ খুবই পছন্দ, তাই এবার নিজেদের ব্র্যান্ড নিয়ে হাজির দম্পতি। কমেন্ট বক্সে রাজা মধুবনীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
-
Jul 31, 2025 14:17 IST
Bengali Serial TRP: হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পরিণীতা-জগদ্ধাত্রী-রাণী ভবানীর, কত পেল স্বতন্ত্র-কমলিনীর প্রেম?
ধারাবাহিকতা বজায় রেখে চলতি সপ্তাহেও প্রথম স্থানাধিকারী পরশুরাম। একইসঙ্গে দ্বিতীয় স্থান দখল করেছে দুটি জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ও পরিণীতা। তৃতীয়েও জোড়া সাফল্য। রিপোর্ট কার্ডের বিচারে জুলাই মাসের শেষ সপ্তাহে তৃতীয় স্থানাধিকারী দুই মেগা, জগদ্ধাত্রী ও রাণী ভবানী। চতুর্থে চিরসখা ও পঞ্চমে রয়েছে রাঙামতি তিরন্দাজ।
-
Jul 31, 2025 13:42 IST
Bengali Actor Baby: 'জানি না কোন মায়ায় ফেঁদে...', আট বছর পর পিতৃসুখ প্রাপ্তি বাংলা ছবির জনপ্রিয় অভিনেতার! প্রকাশ্যে প্রথম ছবি
মায়ের আঙুল ধরে সদ্যোজাতর হাতের ছবি শেয়ার করেছেন নাইজেল-মৌমিতা। ছবির ক্যাপশনে লেখা, 'জানি না কোন মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখব বেঁধে আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে'। শুভেচ্ছায় ভাসছেন নতুন মা-বাবা। জীবনের নতুন অধ্যায়ে পা রেখে উচ্ছ্বসিত নাইজেল। এই মুহূর্তে রূপোলি পর্দা থেকে দূরেই আছেন অভিনেতা। আপাতত লিটল প্রিন্সেসের সঙ্গে সময় কাটাতে চান নাইজেল।
-
Jul 31, 2025 13:22 IST
Bengali Actress Baby: 'কতটা যন্ত্রণার ছিল...', অহনার স্বামীকে বিঁধে একাকী মায়ের লড়াইয়ের কষ্ট ভাগ চাঁদনির
সিঙ্গল মাদার হিসেবে অহনাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। কিন্তু, আজ দীপঙ্করের মধ্যেই নিজের সর্বসুখ খুঁজে পেয়েছেন মহনা। মনের সেই যন্ত্রণা ভাগ করে লিখেছেন, 'যারা আলাদা থাকতে চায় তাঁদের ব্যাপার আলাদা আর যে কোনওদিন থাকতে চায়নি তাঁকে বাধ্য করা হয়েছে একা বাঁচার জন্য বা মরে যাওয়ার জন্য। একা বাঁচার লড়াইটা কিন্তু তাঁর কাছে সহজ ছিল না, কতটা যন্ত্রণার ছিল সেটা শুধু সেই জানে।' আরও যোগ করেছেন, 'তাই সেদিন একটা প্রতিজ্ঞা নিজের সঙ্গে করেছিলাম যতদিন পৃথিবীতে আছি কোনওদিন কাউকে মায়ায় পরে ফিরে পাওয়ার ভিক্ষা চাইব না। নিজের মতো করেই কাটাব যে কোনও পরিস্থিতিতে। আমার মতো সামান্য মানুষকে সামান্যই থাকতে দিন। সেদিন সবাই তো একটাই উপদেশ দিল যে নিজের মতো করে থেকো আজ বহু কষ্টে একা জীবন কাটাতে শিখেছি। তাই সবাই ভাল থাক সুস্থ থাক খুশি থাক। কোনও অসুবিধা নেই।'
-
Jul 31, 2025 12:56 IST
Actress Health Update: 'যখন সদ্যোজাতর সঙ্গে...', গুরুতর অসুস্থ মা ও প্রথম সন্তান! হাতে চ্যানেলের ছবি শেয়ার করে যন্ত্রণা ভাগ ঈশিতার
ishita Dutta And Baby Health Condition: কন্যা সন্তানের জন্মের পরই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ঈশিতা। হু হু করে কমতে থাকে দেহের ওজন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় ঈশিতাকে। একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন দুবছরের ছেলেও। মা-ও ছেলে দুজনের হাতেই স্যালাইনের চ্যানেল। জুলাই মাস যে খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে সেই কথা নিজেই জানালেন অভিনেত্রী। চ্যানেলের ছবি পোস্ট করে হেলথ আপডেট দিয়ে ঈশিতা দত্ত লিখলেন, 'এটা সত্যিই খুব কঠিন একটা সময় ছিল। যখন আমার সদ্যোজাতর সঙ্গে থাকার কথা তখন আমি হাসপাতালে ভর্তি। ভগবানের আশীর্বাদে এখন আমি আর বায়ু দুজনেই আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। অনেকেই আমার ওজন কমে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। আসলে সেটা ইচ্ছাকৃত নয়, অসুস্থতার কারণে ওজন কমে যাচ্ছিল।'