Bangladeshi Model Arrested: টলি পরিচালকের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ, কলকাতায় গ্রেফতার বাংলাদেশের শান্তা, কেন এত বিতর্কে?

Bangladeshi Actress Model: 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১' - প্রতিযোগিতায় তিনি নাম লিখিয়েছিলেন। সেখান থেকে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। কিন্তু সেই প্রতিযোগিতাতেই তিনি এক অনিয়মের অভিযোগ তুলেছিলেন।

Bangladeshi Actress Model: 'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১' - প্রতিযোগিতায় তিনি নাম লিখিয়েছিলেন। সেখান থেকে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। কিন্তু সেই প্রতিযোগিতাতেই তিনি এক অনিয়মের অভিযোগ তুলেছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
shanta

কে এই শান্তা?

সব কিছু দিনের ভিন্ন রাজ্য থেকে বাংলাদেশীদের গ্রেপ্তারি নিয়ে নানান ধরনের আলোচনা শোনা যাচ্ছে। আর বর্তমানে জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার করা হয়েছে এক হিন্দু যুবতীকে। তার নাম শান্তা পাল। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ২৮শে জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়।

Advertisment

পুলিশ সূত্রে খবর, শান্তা পাল নামক ঐ যুবতী আদৌ ভারতীয় নাকি বাংলাদেশী তা জানার চেষ্টা করা হচ্ছে। যদি তিনি বাংলাদেশী হয়ে থাকেন তবে তার কাছে ভারতীয় পরিচয় পত্র কোথা থেকে এলো এই নিয়েও উঠছে প্রশ্ন। তার সঙ্গে সঙ্গে লালবাজারে গোয়েন্দারা এও খতিয়ে দেখছেন যে এটি আসলেই কোন সাধারণ অনুপ্রবেশের ঘটনা নাকি নেপথ্যে রয়েছে জঙ্গি যোগ! কিন্তু কে এই শান্তা পাল? বিনোদন জগতের অনেকেই তার নাম জানেন। তাকে নিয়ে মাঝেমধ্যে নানান ধরনের বিতর্ক হয়েছে।

Devoleena Bhattacharjee: দেবলীনার দুধের সন্তানকে 'আতঙ্কবাদী' বলে ভয়ঙ্…

Advertisment

'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১' - প্রতিযোগিতায় তিনি নাম লিখিয়েছিলেন। সেখান থেকে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। কিন্তু সেই প্রতিযোগিতাতেই তিনি এক অনিয়মের অভিযোগ তুলেছিলেন। তিনি বলেছেন অডিশন ছাড়া এ কোন এক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রেমিকাকে নির্বাচিত করা হয়। এই ঘটনায় তিনি ঢাকার মহানগর আদালতে মামলা পর্যন্ত দায়ের করেছিলেন। তিনি আরও অভিযোগ করেছিলেন, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১ এ- ৪/৫ জন প্রতিযোগীর সঙ্গেই অন্যায় অবিচার করা হয়। গোটা প্রতিযোগিতায় পূর্বপরিকল্পিত ছিল বলে উল্লেখ করেন তিনি। ফাইনালের আগেই মডেল তানজিয়া জামান মিথিলাকে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ঘোষণা করে বিভিন্ন জায়গায় ইমেলে তার নাম পাঠিয়ে দেওয়া হয়। এ কারণেই তিনি বেজায় রেগে গিয়েছিলেন এবং আদালতে মামলা করেন। যদিও পরবর্তীতে নানান হুমকি-ধমকি তাকে দেওয়া হয়।

Saiyaara Writer: পরিবারের ভয়াবহ ঘটনা চমকে দেয় বলিউডকে, খুনোখুনির ইতিহাস পেরিয়ে 'সাইয়ারা'র গল্প লিখলেন কে?

মডেল অভিনেত্রী নাকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন? নিজের সমাজ মাধ্যমেই তিনি ক্ষোভে এবং হতাশায় আত্মহনন করবেন বলে হুমকি দেন।  যুগান্তর সংবাদ মাধ্যমে বলেছিলেন, যেখানে আমার ভালো কাজের কোন মূল্যায়ন নেই সেখানে, অন্যান্য অনিয়মকারীরা কি করে পরিচিতি পায় পুরস্কার পায়? এভাবে বেঁচে থাকা মূল্যহীন। এ কারণেই নাকি তিনি ফেসবুকে আত্মহত্যার কথা লিখেছিলেন। এখানেই শেষ নয়...

টলিউডের আরেক পরিচালক, রাজীব কুমারের বিরুদ্ধে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ পর্যন্ত তিনি তুলেছিলেন। শান্তা জানিয়েছিলেন, লকডাউন শেষ হলে তেলেগু ছবির শুটিং শুরু হবে। তার সঙ্গে সঙ্গে তিনি রাজীব কুমারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছিলেন। অভিনেত্রী বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে বলেছিলেন, "ফেসবুকের মাধ্যমে রাজীব কুমার সঙ্গে যোগাযোগ হয়। তাকে আমি চিনতাম না। তিনি আমাকে বলেন যে কোন ছবির কথা বলতে দিন ঢাকায় আসবেন। আমি যদি তার ছবিতে কাজ করতে রাজি থাকি, তবে হোটেলের ঘরে গিয়ে তার সাথে কথা বলতে হবে।" শুধু কুপ্রস্তাব না রাজিব নাকি তাকে আপত্তিকর সব ছবিও পাঠাতে বলেছিলেন। কিন্তু এই প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যমে এবিপি আনন্দ সূত্রে খবর ছিল যে, রাজিব নাকি এই প্রসঙ্গে কোন উত্তর দেননি।

প্রসঙ্গে, 'ব্যাচেলর ইন ট্রিপ' ছবিতে নাকি বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এছাড়াও তামিল ছবি 'ইয়েরালাভা' ছবিতে কাজ করেছিলেন তিনি। যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও। তাছাড়াও বাংলাদেশের নানা প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।

kolkata Entertainment News Bangladeshi Woman Bangladeshi actress