/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
প্রয়াত অভিনেতা
Entertainment Latest Live News Updates: তামিল চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, কমেডি অভিনেতা মাধন বব আর নেই। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদিয়ারে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রিয় শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
সাথী লীলাবতী (১৯৯৫), চন্দ্রমুখী (২০০৫), এথির নিচল (২০১৩) ইত্যাদি। তিনি কেবল তামিল সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন না। হিন্দি, তেলুগু এবং মালয়ালম ভাষার নানা ছবিতেও তাঁর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। চাচি ৪২০ (১৯৯৭), বঙ্গারাম (২০০৬), ভ্রমরাম (২০০৯) ও সেলুলয়েড (২০১৩)-এর মতো ছবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
Aug 03, 2025 18:32 IST
Entertainment News: থামিয়ে দিয়েছিলেন গোটা আমেরিকাকে, 'কসসার্ট ফর বাংলাদেশ' অনুষ্ঠানে বলে বলে জর্জ-ববকে গোল দিয়েছিলেন এই ৩ ভারতীয় কিংবদন্তি
এটি এমন এক মুহূর্ত, যা বাস্তব মনে হওয়া কঠিন, স্বপ্নের চেয়েও অবিশ্বাস্য। ১৯৭১ সালে, যখন একটি জাতি সবকিছুর জন্য লড়াই করছিল, বাংলাদেশ সর্বত্র তখন মুক্তিযুদ্ধ, আন্দোলনে ব্যস্ত বাঙালি। তখন বিশ্বজুড়ে মানুষের মনোযোগ ছিল সহিংসতা, দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতার দিকে। ঠিক সেই সময়, এক দল সংগীতশিল্পী সিদ্ধান্ত নিলেন- একটি কনসার্ট করবেন, যা ইতিহাস বদলে দেবে।
-
Aug 03, 2025 17:57 IST
Tithi Basu Love story: 'আমারও তো ইচ্ছে...', প্রেম প্রকাশ্যে এনেও কেন প্রেমিকের মুখে ইমোজি? কারন বাতলে দিলেন 'মা' খ্যাত তিথি
প্রেমিকের মুখের উপর কেন ইমোজি? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্নে ফোনের ওপারে মিষ্টি হাসি। তিথির যুক্তি, ' আমি আসলে এখনই সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনতে চাই না। সত্যি বলতে, এই ছবিটাও দিতে চাইনি। কিন্তু, মন যে মানে না। আমারও তো ইচ্ছে করে সকলের মতো আমিও একটু দুজনের ছবি পোস্ট করি। আমাদের দুবছরের সম্পর্ক।। তাও মনে হয় আরও মজবুত হোক তারপর ছবি শেয়ার করব। নজর লাগা তে একটু বিশ্বাস করি। তাই এখন আপাতত এই পর্যন্ত।'
-
Aug 03, 2025 17:26 IST
কোনও বন্ধুত্ব কাঁদিয়েছে, কোনটা আবার হিন্দি সিনেমাকে দিয়েছে নজিরবিহীন সব সৃষ্টি! Friendship Day-তে ঘুরে দেখা যাক বলিউডের এই বন্ধুদের..
শিল্পের ইতিহাসে বহুবার দেখা গেছে, সবচেয়ে কালজয়ী সৃষ্টি গড়ে ওঠে বন্ধুত্বের মজবুত বন্ধনে। হিন্দি সিনে জগতে এ ধরনের সৃজনশীল বন্ধুত্বের বহু নজির রয়েছে, যেগুলো কেবল গান বা ছবি নয়, এক একটি যুগে মাইলস্টোন সৃষ্টি করেছিল। বন্ধুত্ব দিবস উপলক্ষে ফিরে দেখা যাক এমন কিছু চিরস্মরণীয় বলিউড জুটিকে। পরিচালক, সুরকার ও গায়কদের এমন বন্ধুত্বকে - যা যতদিন ভারতীয় সিনেমা থাকবে, ততদিন মনে রাখা হবে।
-
Aug 03, 2025 16:43 IST
Dev-Subhashree Dhumketu: ১৪ বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া, 'ধূমকেতু'-র ট্রেলার মুক্তির আগে সারপ্রাইজ সুপারস্টারের
ধূমকেতুর ট্রেলার মুক্তির আগে দেবের বিশেষ চমক। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে 'ধূমকেতু'। তার আগে দুটি ছবি পোস্ট করেছেন সুপারস্টার দেব। একটি কেকের উপর লাল হৃদয়ের ইমোজি দিয়ে লেখা, আমরা দেব শুভশ্রীর ধূমকেতু ভালবাসি। সাদা টি শার্টের উপরও দৃশ্যমান সেই লেখা। ছবি পোস্টের ক্যাপশনে ভক্তদের উত্তেজনা উসকে দেব লিখেছেন, 'আগামীকালের জন্য তৈরি তো?'
-
Aug 03, 2025 15:20 IST
Sabyasachi Chakraborty: সহঅভিনেত্রীদের সঙ্গে প্রেম হয়নি? শশুরমশাইকে প্রশ্নের বেড়াজালে ফেললেন ঋদ্ধিমা, সব্যসাচীর উত্তর..'মহিলা দেখলেই..'
একই ইন্ডাস্ট্রিতে এত নায়িকাদের সঙ্গে কাজ করার পরেও কারও প্রেমে পড়লেন না? এরকম সুপুরুষ একজন অভিনেতা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর যাকে বাঙালি ফেলুদা হিসেবে ভীষণ ভালোবেসেছিল, যাকে স্ক্রিনে দেখলে আজও মানুষ অনেক কিছু ভাবেন, সব্যসাচী চক্রবর্তীর রোমান্টিক সিনেমা বলতেই লোকের মাথায় প্রথমেই আসে শ্বেত পাথরের থালা। এই ছবিতে অপর্ণা সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। সম্প্রতি রাহুল বন্দ্যোপাধ্যায়এর সহজ কথায় তাকে দেখা গিয়েছে।
-
Aug 03, 2025 14:36 IST
Actress Baby: কিয়ারার পর এবার মা হচ্ছেন পরিণীতি! কপিল শর্মার শোয়ে বড় ইঙ্গিত বেটারহাফ রাঘবের
কপিল শর্মার শো মানেই হাসির ফোয়ারা। রাঘব-পরিণীতির সঙ্গে ব্যক্তিগতজীবনের একটি মজার ঘটনা শেয়ার করেন কপিল। তিনি কী ভাবে তাঁর মা বিয়ের পরপরই "নাতি-নাতনির" জন্য চাপ দিতে শুরু করেন। এরপর মজার ছলে সেলেব দম্পতিকে এখনই পরিকল্পনার পরামর্শ দেন, না হলে চাপের মুখে পড়তে হবে। এরপর রাঘবও বলেন, 'দেব আপনাকে দেব, গুড নিউজ খুব শীঘ্রই দেব!' বেটারহাফের মুখে এই কথা শুনে বিস্ময় আর হাসি চেপে রাখার চেষ্টা করেন পরিণীতি। রাঘবের কথার সূত্র ধরে কপিল আরও একধাপ এগিয়ে জানতে চান সুখবর কী এসে গিয়েছে? সকলকে লাড্ডু খাওয়াতে হবে? রাঘবও মজা করে উত্তর দেন, 'দেব… কখনও না কখনও দেব!'
-
Aug 03, 2025 14:00 IST
Actor Death News: দীর্ঘদিনের লড়াই শেষ, না ফেরার দেশে ভারতীয় সিনেমার কিংবদন্তি
জন্মনাম এস কৃষ্ণমূর্তি হলেও, দর্শকরা তাঁকে মাধন বব নামেই চিনতেন ও ভালোবাসতেন। তাঁর অনন্য হাসি, প্রাণবন্ত অভিব্যক্তি এবং নিখুঁত কমিক টাইমিং-এর জন্য, তিনি দর্শকমনে স্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি রজনীকান্ত, কমল হাসান, অজিত, সূর্য এবং বিজয়ের মতো, তামিল চলচ্চিত্রের শীর্ষস্থানীয় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন।
-
Aug 03, 2025 12:34 IST
Ankita Lokhande FIR: মারাত্মক বিপদে 'পবিত্র রিস্তা' খ্যাত অঙ্কিতা! তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেত্রী
এই মুহূর্তে অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের পরিবারে ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা! প্রচণ্ড উদ্বেগের মধ্যে দিন কাটছে সেলেব দম্পতির। পরিচারিকা কান্তার মেয়ে সলোনি ও তাঁর বান্ধবী নেহা দুজনেই বৃহস্পতিবার থেকে আচমকা নিখোঁজ। স্থানীয় থানায় এফআইআর-ও দায়ের হয়েছে। ইনস্টা হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। অঙ্কিতা ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মুম্বইয়ের ভাকোলা এলাকা থেকে নিখোঁজ দুই কিশোরী, সালোনি ও নেহা। এখনও পর্যন্ত দুজনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
-
Aug 03, 2025 11:48 IST
Kishore Kumar: 'উনি আর বাঁচবেন না..', মৃত্যুর ৭ বছর আগেই নির্মম সত্যের মুখোমুখি হন কিংবদন্তি!
১৯৮৭ সালের ১৩ অক্টোবর, ভারতীয় সঙ্গীতজগত হারায় তার এক অমর কিংবদন্তিকে, তিনি কিশোর কুমার। তাঁর মৃত্যু শুধু একটি প্রজন্ম নয়, গোটা দেশের সাংস্কৃতিক আবেগকে আঘাত করে। মোহাম্মদ রফির মৃত্যুর মাত্র সাত বছরের মধ্যেই দেশ হারাল তার আরেক অনন্য প্রতিভাবান কণ্ঠস্বরকে। মাত্র এক দশকের ব্যবধানে ভারতীয় সঙ্গীতের দুই মহীরুহের পতনে যেন এক শূন্যতা নেমে এসেছিল রেকর্ডিং স্টুডিওগুলির রাজসভায়।
Kishore Kumar: 'উনি আর বাঁচবেন না..', মৃত্যুর ৭ বছর আগেই নির্মম সত্যে…
-
Aug 03, 2025 11:34 IST
Johnny Lever: ভোর চারটে পর্যন্ত নিয়মিত মদের নেশায় বুঁদ, হাসির অন্তরালে জীবনের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ কৌতুক অভিনেতা জনি লিভারের
শারীরিক-মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও কাজের সঙ্গে কখনও সমঝোতা করেননি জনি লিভার। অভিনেতা বলেন, 'যতই ক্লান্ত থাকি, আমি পারফর্ম করতাম। কিন্তু শো শেষ হলে আমি একেবারে শেষ হয়ে যেতাম।' জীবনের ভয়াবহ অভিজ্ঞতা থেকে সকলের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন জনি লিভার। সকলকে অনুরোধ করেছেন, 'কেউ যেন মদ্যপানের সীমা লঙ্ঘন না করেন। আসলে আমি তো সীমা অতিক্রম করে গিয়েছিলাম। সেটা কোনও মূল্যেই ঠিক নয়। আমি এতটাই নেশাগ্রস্থ হয়ে গিয়েছিলাম যে চৌপাট্টিতে বসে ভোর চারটে পর্যন্ত মদ খেতাম। পুলিশ অনেকবার আসত আর আমাকে বলত অরে জনি ভাই! তারপর গাড়িতে উঠে মদ্যপান করতাম।'
-
Aug 03, 2025 10:38 IST
Actress Health Update: শুটিং সেটে আচমকা অসুস্থ হয়ে ICU-তে, কেমন আছেন জনপ্রিয় অভিনেত্রী?
খ্যাতনামা অভিনেত্রী সাবা কামার সম্প্রতি শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। জরুরিভিত্তিক অবস্থায় রাওয়ালপিন্ডির কায়েদ-ই-আযম আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়। শুটিং বন্ধ করে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে নেওয়া হয়। চিকিৎসকরা জরুরি ভিত্তিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রাফি করেন। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, একটি বড় প্রজেক্টের কাজ নিয়ে চরম মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির মধ্যে ছিলেন সাবা কামার। একটানা শুটিং এবং বিশ্রামের অভাবে স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব পড়ে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত কাজ ও ক্লান্তিই শারীরিক অবনতি মূল কারণ। এই মুহূর্তে শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল থেকেও ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। চিকিৎসকরা তাকে আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। একইসঙ্গে কোনওরকম মানসিক বা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছেন।