Entertainment Latest Live News Update প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী জ্যোতি, মায়ের প্রয়াণে শোকস্তব্ধ তেজস্বী

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Actor Passed away

Entertainment Latest Live News Update

ফের বিনোদুনিয়ায় শোকের ছায়া। ১৬ অগাস্ট, শনিবার পুনেতে প্রয়াত হন খ্যাতনামা মারাঠি অভিনেত্রী জ্যোতি চান্দেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বিগত কয়েকদিন ধরেই পুনেতে চিকিৎসাধীন ছিলেন তিনিবর্ষীয়ান অভিনেত্রী জ্যোতি। দীর্ঘ অসুস্থতার জেরেই মৃত্যু হয়েছে বলে খবর। অসুস্থতার কারণ সম্পর্কিত কোনও তথ্য এখনও পরিবারের তরফে জানানো হয়নি। জনপ্রিয় ধারাবাহিক 'থারালা তার মগ'-এর প্রিয় চরিত্র 'পূর্ণা আজী'-র ভূমিকায় দর্শকদের মন জয় করেছিলেন জ্যোতি। 

  • Aug 17, 2025 13:49 IST

    The Bengal Files: 'সাম্প্রদায়িক উস্কানির দায়ে এবার...', 'দ্য বেঙ্গল ফাইলস'-র পরিচালক বিবেককে বিঁধলেন দেবের ছবির প্রযোজক

    দ্য বেঙ্গল ফাইলসের পকরিচালক বিবেককে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন প্রযোজক রাণা সরকার। তিনি কোনও পরিচালক নন, বরং বিজ্ঞাপন ছবি তৈরি করেন বলে তোপ দেগেছেন। মমতার সরকারকে সমর্থন করে প্রযোজক লিখেছেন, 'বিবেক অগ্নিহোত্রী ফিল্মমেকার নন, একটি রাজনৈতিক দলের অ্যাড ফিল্মমেকার। উনি যদি সিনেমা পরিচালক হতেন এবং রাজনৈতিক সিনেমা বানাতেন তাহলে সারাজীবনে একটা হলেও অন্য গল্প বলতেন। ইতিহাস বিকৃত করে সস্তার সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে সিনেমার বক্সঅফিস ভরানো নয়। ব্যালট বক্স ভরানোর উদ্দেশে উনি সিনেমা বানান।'



  • Aug 17, 2025 12:58 IST

    Director Hospitalized: আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক-প্রযোজক, কেমন আছেন অভিনেত্রী নুসরতের স্বামী?

    Nusrat Imrose Tisha-Mostofa Sarwar Farooki: একাধারে পরিচালক-প্রযোজক, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিভাগের উপদেষ্টা। তিনি মোস্তাফা সরওয়ার ফারুকী। শনিবার কক্সবাজারে ওকটি ওয়ার্কশপ চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন। বিন্দুমাত্র বিলম্ব না করে এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে তড়িঘড়ি ঢাকায় নিয়ে এসে  হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন ফারুকী। স্বামীর অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়া মারফৎ জানিয়েছেন স্ত্রী-অভিনেত্রী নুসরত ইমরোজ তিশা। রবিবার সকালেও মোস্তফার শারীরিক আপডেট দিয়েছেন। নুসরত লিখেছেন, 'আজ বেলা তিনটের সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পরে জানানো সম্ভব হবে যে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে। আপনাদের অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোন তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।'



  • Advertisment
  • Aug 17, 2025 12:17 IST

    Elvish Yadav: এলভিশের বাড়ির বাইরে ২৫-৩০ রাউন্ড গুলিবর্ষণ, সলমন-কপিল শর্মার পর কেন 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার?

    Gunshots Fired Outside Elvish Yadav: মুম্বইয়ে সলমন খানের বাংলোর বাইরে দুষ্কৃতিদের গুলি, কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলার পর এবার 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার ও বিগ বস OTT বিজয়ী এলভিশ যাদব। শনিবার ভোরে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় কেউ আহত হয়নি। সেক্টর ৫৬-এ ইউটিউবার এলভিশের বাড়ির একতলায় গুলিবর্ষণের ঘটনা বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে এলভিশ থাকেন দোতলায়। ঘটনাচক্রে এলভিশ শনিবার সেই সময় বাড়িতে ছিলেন না। ব্যক্তিগত কাজে হরিয়ানার বাইরে ছিলেন ইউটিউবার এলভিশ যাদব। 



  • Aug 17, 2025 11:22 IST

    Bengali Serial: বাংলা মেগার দর্শকের ড্রাইং রুমে এবার নাড়ু গোপাল, ভক্তের সঙ্গে কোন সম্পর্কের গল্প বলবে এই নতুন মেগা?

    তুলসী ধামের নাড়ু গোপাল

    জি বাংলার পর্দায় ১৬ অগাস্ট জন্মাষ্টমীর দিন থেকে শুরু হল আরও এক নতুন ধারাবাহিক তুলসীধাম এর নাড়ু গোপাল। আধ্যাত্মিকতা, ভক্তি আর নৈতিক দ্বন্দ্বকে এক সুতোয় বুনে তৈরি হয়েছে এক অনন্য ধারাবাহিক তুলসীধামের নাড়ু গোপাল। প্রতিদিন দুপুর সাড়ে তিনটেয় সম্প্রচারিত হচ্ছে এই মেগা। পবিত্র তুলসীধাম শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুলসীধামের নাড়ু গোপাল। কাহিনির কেন্দ্রবিন্দু তুলসী নামের একটি মেয়ে। নিষ্ঠাভক্ত এমন এক মেয়ে যার বিরল ক্ষমতা আছে নাড়ু গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্যরূপকে দেখা এবং তাঁর সঙ্গে কথা বলার। তুলসী ছাড়া আর কেউই তাঁর উপস্থিতি অনুভব করতে পারে না। নাড়ু গোপালই হয়ে ওঠে তাঁর অদৃশ্য রক্ষক এবং নৈতিক দিশারি।



Entertainment News Entertainment News Today