Entertainment Latest News Highlights: গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
শ্যুটিং শেষেই তড়ঘড়ি হাসপাতালে মধুরিমা!

Entertainment Latest News highlights 

প্রায় ছ'দিনের বেশি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। এখন কেমন আছেন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে মাধুরিমার সঙ্গে যোগাযোগ করা হয়।  তিনি বলেন, 'এখন আগের তুলনায় অনেকটা ভাল আছি। পাকস্থলিতে মারাত্মক ইনফেকশন সহ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেই সঙ্গে হৃদযন্ত্রেও কিছু সমস্যা দেখা যায়। স্যালাইনের সঙ্গে অনেকরকমের ট্রিটমেন্টও চলছে। ডায়েটেশিয়ান ফুড চার্ট দিয়েছেন। এখন একদম সফ্ট ডায়েটে আছি।' কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন মাধুরিমা? উত্তরে অভিনেত্রী জানান, 'ছ'দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি। আর কতদিন আর থাকতে হবে জানি না। আসলে ইনফেকশনটা খুবই মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছিল।' 

  • Aug 29, 2025 17:57 IST

    The Bengal Files- Pallavi Joshi: 'গল্পটা যখন বাংলাকে নিয়েই', 'দ্য বেঙ্গল ফাইলস'-এর নাম পরিবর্তনের কারণ বাতলে দিলেন পল্লবী

    কেন ছবির নাম বদলে 'দ্য বেঙ্গল ফাইলস' করা হল? নাম পরিবর্তন নিয়ে পল্লবীর সংযোজন, 'ব্যক্তিগতভাবে, দ্য দিল্লি ফাইলস: বেঙ্গল চ্যাপ্টার খুব ভাল লেগেছিল। কিন্তু পরে সকলের মনে হল আমরা অকারণে বিষয়টিকে জটিল করে তুলছি। যখন গল্পটা বাংলাকে নিয়েই তখন নামটা হোক দ্য বেঙ্গল ফাইলস। যেমন দ্য কাশ্মীর ফাইলস ছিল। তাই আমরা নাম পরিবর্তন করি। এই পরিবর্তন শুটিং চলাকালীনই হয়েছিল আর প্রত্যেক অভিনেতা-অভিনেত্রী এই বিষয়ে অবগত ছিলেন।'



  • Aug 29, 2025 17:29 IST

    Param Sundari Review: প্রেম, কমেডি আর ক্লিশের জগাখিচুড়ি- কেমন হল‘পরম সুন্দরী? পড়ুন রিভিউ

    কিন্তু, জীবনের মতো সিনেমাতেও সবকিছু এতটা মসৃণ চলে না। গল্প এগোয়, কিন্তু কোথাও যেন বারবার আটকে যায়। যেন সময় থেমে থাকে- রোম্যান্স আর কমেডির টানাপোড়েনে গল্প প্রায় স্থির হয়ে যায়। মাঝে মাঝে মনজোত সিং-এর প্রাণচঞ্চলতা কিংবা রেঞ্জি পানিকারের উষ্ণ উপস্থিতি গল্পকে ফের সজীব করে তোলে। তারপর আসে ছবির আসল মুহূর্ত। একেবারে শেষদিকে, ‘ডিডিএলজে’-র ছোঁয়া মেখে আবার জ্বলে ওঠে প্রেমের স্ফুলিঙ্গ। দর্শক যেন হঠাৎ করেই নিঃশ্বাস আটকিয়ে অপেক্ষা করে—শেষ পর্যন্ত কি মিল হবে তাদের?



  • Advertisment
  • Aug 29, 2025 17:04 IST

    Parag Tyagi-Shefali Jariwala: বুকের মাঝে একফালি শেফালি! গণেশ চতুর্থীতে প্রয়াত স্ত্রীর ইচ্ছেপূরণে কী করলেন পরাগ?

    Parag Tyagi Ganesh Chaturthi 2025: শেফালি না থাকলেও তাঁর ইচ্ছে পূরণ করতে গণেশ বন্দনা করলেন শেফালির তারকা স্বামী পরাগ ত্যাগী। বুকে আগলে রাখা শেফালি পরাগের ভিতর থেকেই যেন দেখলেন বাড়ির গণেশ পুজো। গণেশ চতুর্থীর দিন প্রত্যেকবারের মতো এবারেও বাড়িতে পুজো করলেন পরাগ। সোশ্যাল মিডিয়ায় গণপতি বাপ্পার গৃহপ্রবেশ থেকে বিসর্জনের প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কয়েকদিন আগেই শেফালির ট্যাটু করিয়েছেন পরাগ। পুজোর সময় ওই অংশের বোতাম খুলে রেখেছিলেন। বুকে আগলে রাখা শেফালি পরাগের ভিতর থেকেই যেন দেখলেন বাড়ির গণেশ পুজো।



  • Aug 29, 2025 16:27 IST

    Bengali Movie Song: 'যত কান্ড কলকাতাতেই' কেন ইংরাজি গানের ব্যবহার? পরিচালক অনীক দত্ত বললেন...

    গানের গুরুত্ব

    ১৯৬০ এবং ২০২৫ এই দুই সময়কালকে তুলে ধরা হয়েছে 'যত কান্ড কলকাতাতেই'। ছয়ের দশকের শহর কলকাতা এবং সেই শহরের ধনী, অভিজাত শ্রেণীর মানুষদের নাইট ক্লাব এ আনাগোনা, তাঁদের জীবনযাপন চিত্রায়িত করতেই এই ইংরাজি গানটিকে ব্যবহার করা হয়েছে।



  • Advertisment
  • Aug 29, 2025 15:45 IST

    Saswata Chatterjee-The Bengal Files: 'মমতার সরকারের চাপেই...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কে শাশ্বতর পুরুষত্ব নিয়ে খোঁচা পল্লবীর

    বাঙালি অভিনেতাকে সাঁড়াশি আক্রমন পল্লবীর। এবার শাশ্বতকে 'মিথ্যাবাদী' বলে সুর চড়ালেন।  কাহানি খ্যাত অভিনেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, 'পুরুষ হয়ে সত্যের পক্ষে দাঁড়ান' এবং সরকারী চাপে নতিস্বীকার না করার আর্জি করেছেন। পল্লবীর অভিযোগ, সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চাপেই শাশ্বত নিজেকে ছবি থেকে দূরে সরিয়ে রাখছেন। আমার একটু হতাশ কারণ একজন নারী হয়ে যদি নিজের জায়গায় অটল থাকতে পারি তবে ও একজন পুরুষ হয়ে নিশ্চয়ই থাকতে পারে। যদি এটা পুরুষদের দুনিয়া হয় তাহলে ও নিজের পুরুষত্ব দেখাক।'



  • Aug 29, 2025 15:27 IST

    Floyd Levine Death: যুগের অবসান, চিরঘুমে বিশ্ববিখ্যাত অভিনেতা

    দীর্ঘ পাঁচ দশক জুড়ে  সিনে ও টেলিভিশনে অভিনয় করে যাওয়া অভিজ্ঞ অভিনেতা আর নেই। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দ্য হ্যাঙ্গওভার, নরবিট, ডগ ডে আফটারনুন, ব্লাডব্রাদার্স এবং সুপার ফ্লাই। টেলিভিশনে তিনি অভিনয় করেছেন মেলরোজ প্লেস, মার্ডার, শি রোট, কোজাক, স্টার্সকি অ্যান্ড হাচ, বেওয়াচ এবং ডেজ অব আওয়ার লাইভস-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছ। 



  • Aug 29, 2025 14:29 IST

    Bengali Serial TRP: পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস রাণী ভবানী-চিরসখার, জোড়া সাফল্যে কিস্তিমাত! TRP-তে প্রথম পাঁচে কারা?

    দু-একবার পরশুরাম আজকের নায়ক-কে টক্কর দিয়ে বেঙ্গল টপার হয়েছে রাণী ভবানী। তবে ২১ অগাস্ট অর্থাৎ গত সপ্তাহে ফের ভাগ্যবদল পরশুরামের। চলতি সপ্তাহেও বজায় রইল সেই ধারাবাহিকতা। বলা ভাল, শেষ দুসপ্তাহের টিআরপি তালিকায় বিরাট কোনও রদবদল হয়নি। চলতি সপ্তাহেও পরশুরামের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রাণী ভবানী ও চিরসখা। ৭.০ পয়েন্ট সহযোগে বেঙ্গল টপার স্টার জলসার পরশুরাম আজকের নায়ক। যৌথভাবে দ্বিতীয় স্থানাধিকারী রাণী ভবানী , চিরসখা। চলতি সপ্তাহে জগদ্ধাত্রীর সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থান দখল করেছে পরিণীতা। চতুর্থ রয়েছে ফুলকি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৪। চলতি সপ্তাহেও পঞ্চম স্থানাধিকারী রাঙামতি তীরন্দাজ। 



  • Aug 29, 2025 14:14 IST

    Smriti Irani: চরম অর্থনৈতিক সংগ্রাম, কাজ করতেন সাফাইকর্মী হিসেবে, এক নিমেষেই পাল্টে গেল অভিনেত্রীর জীবন...

    অভিনয়ের জগতে কিছু অভিনেতা তাদের অসাধারণ প্রতিভার মাধ্যমে স্থায়ী ছাপ রেখে গেছেন। সেই তালিকার অন্যতম নাম স্মৃতি ইরানি। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক "কিউকি সাস ভি কাভি বহু থি"-তে তুলসী বিরানি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন এবং ভারতীয় টেলিভিশনের চেহারা বদলে দিয়েছিলেন। কিন্তু সাফল্যের এই শিখরে ওঠার আগে স্মৃতির জীবন একেবারেই সহজ ছিল না। 



  • Aug 29, 2025 13:08 IST

    Nusrat Jahan-Yash Dasgupta: 'আমরা আমাদের মতো...', যশের সঙ্গে বিচ্ছেদচর্চার মাঝে কী বার্তা নুসরতের?

    টলিপাড়ার পাওয়ারফুল কাপলের বিচ্ছেদচর্চা যখন পেজ ৩-এর হট কেক তখন রংমিলান্তি পোশাকে ভালবাসায় গদগদ যশরত। হালকা রঙের নেটের শাড়ির সঙ্গে মানানসই জুয়েলারিতে সুসজ্জিত নুসরত আর যশের পরনে ক্যাজুয়ল পোশাক। দুজনের মুখেই চওড়া হাসি। বিচ্ছেদ গুঞ্জনকে একপ্রকার খোঁচা মেরে নুসরত ক্যাপশনে লিখেছেন, 'মানুষকে গল্প বুনতে দাও। আমরা আমাদের করে বাঁচব।' লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। 



  • Aug 29, 2025 12:35 IST

    Bollywood: উত্তরপ্রদেশে শুটিং সেটে হাঙ্গামা, আয়ুষ্মান-সারার ছবি ঘিরে ক্রু-দের মধ্যে আতঙ্ক!

    ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে ভাইরাল ভিডিওতে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, কর্তৃপক্ষ হস্তক্ষেপের আগে বেশ কয়েকজন ক্রু সদস্য শারীরিকভাবে আক্রান্ত হন। ঘটনার ভিডিও রেডিটে ব্যাপকভাবে শেয়ার হয়, যা নিয়ে নেটিজেনদের প্রতিক্রিয়া তীব্র ছড়িয়ে পড়েছে। 



  • Aug 29, 2025 12:00 IST

    Bengali Actress Injured: 'বৃষ্টিতে চাকা পিছলে স্কুটি থেকে পরে...', ব্যথা জায়গায় ফের চোট, কেমন আছেন 'গাঁটছড়া'-র শ্রীমা?

    বৃষ্টিভেজা দিনে স্কুটিতে শুটিং চলাকালীন পরে গিয়ে বিপদের মুখে শ্রীমা। তাও আবার শহর কলকাতায় নয়, শুটিং চলছিল পাটায়াতে। ওই অবস্থাতেই কাজ চালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, কলকাতা ফিরেও কাজে যোগ দিতে হয়েছে তাঁকে। এই মুহূর্তে কেমন আছেন শ্রীমা? কী ভাবে চোট পেলেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য?
    তিনি বলেন, 'পাটায়াতে আমরা শুটিং করছিলাম। তখন খুব বৃষ্টি হচ্ছিল। আমার হিরো স্কুটি চালাচ্ছিল আর আমি পিছনে বসে ছিলাম। চাকা পিছলে দুজনেই পড়ে গিয়েছি। ওঁর হাতে চোট লেগেছে আর আমার পায়ে। গতবার যে পায়ে লিগামেন্ট টিয়ার হয়েছিল এবার সেই ব্যথা জায়গাতেই ফের চোট পেয়েছি। তবে কাজ তো থামিয়ে রাখা যাবে না। যতটুকু না করলেই নয় সেটা করছি।'



  • Aug 29, 2025 11:06 IST

    Mithun Chakraborty: ড্যান্স বাংলা ড্যান্সে ফাঁস হল বড় রহস্য

    তবে, এবার মজার ছলেই কেকে মিঠুনের পারিশ্রমিকের কথা বলে দিলেন? মহাগুরু ছাড়া ড্যান্স বাংলা ড্যান্স অসম্ভব। এবং তাঁর সঙ্গে কেকের খুনসুটি বেশ মজা দেয় সকলকে। এবার মজার ছলেই কি তবে মিঠুন কত টাকা পান এই শো থেকে সেটাই বলে দিলেন কেকে? বিচারকের মঞ্চে উপস্থিত সকলেই। সেখানেই কেকে মশকরা করে বললেন, কিছুদিন পর শেষ হয়ে যাবে এই শো। তাই সকলের কাজের ব্যবস্থা করে দিতে চায় সে। এমনকি, এও বলেন যীশুর জন্য এক দারুণ কাজ ভেবে রেখেছেন তিনি। 



  • Aug 29, 2025 10:26 IST

    Bollywood actor: বিক্রি করতেন পেন, রেল ষ্টেশনেই পাল্টাল দিন, ৪টি ফ্ল্যাটের মালিক এই অভিনেতা, চেনেন?

    মুম্বাইয়ের ঝলমলে দুনিয়া বরাবরই বহু উচ্চাকাঙ্ক্ষী অভিনেতাকে টানে। কেউ স্বপ্ন দেখে পরবর্তী অমিতাভ বচ্চন, কেউ গোবিন্দা, আবার কেউ বা শাহরুখ খান হওয়ার। কিন্তু প্রতিদিন হাজার হাজার মানুষ মুম্বাইতে এলেও, তাদের মধ্যে খুব কমজনই সফল হতে পারেন। সেই স্বপ্ন নিয়েই উত্তরপ্রদেশ থেকে মুম্বাই এসেছিলেন এক অভিনেতা। নিজের জেদে একাই পথ চলা শুরু করেছিলেন তিনি। আজ প্রায় ২০ বছর পর তিনি এমন জায়গায় পৌঁছেছেন, যেখানে একজন অভিনেতা হিসেবে প্রতি মাসে প্রায় ২৪ লক্ষ টাকা আয় করেন। 



  • Aug 29, 2025 09:54 IST

    Bengali Horror Movie: ক্ষমতাসম্পন্ন মানুষই বলতে পারে আমি নিরামিষ খাই না, 'আমিষ' সেই শ্রেনিবিভাজনের গল্প: অরুনাভ খাসনবিশ

    খাবারের মাধ্যমে শ্রেনি বিভাজনের গল্প বলার ধরনটা ঠিক কেমন?

    আমার গল্পের যে প্রোটাগনিস্ট সে প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আর্থিক ক্ষমতাসম্পন্ন পরিবারের সদস্য। আর যারা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারাই একমাত্র বলতে পারে আমি নিরামিষ খাই না। যাদের সেই ক্ষমতা নেই তাদের কাছে তো কোনও চয়েজও থাকে না। যা পাবে সেটাই খেতে হবে। তাই খুব স্বাভাবিকভাবেই আমিষ বিষয়টা প্রিভিলেজ সোসাইটির মানুষকে রিপ্রেজেন্ট করে বলেই আমার মনে হয়েছে। সেখান থেকেই এই আমিষ-নিরামিষের দ্বন্দের সূত্রপাত। সেই সঙ্গে রয়েছে একটা ভৌতিক কানেকশন। গল্পের মধ্যে অনেকগুলো স্তর আছে। আমার কাছে সিনেমা মানে বিনোদন। তারপর আমরা ভাবনাচিন্তাগুলো সেখানে স্বাভাবিকভাবেই যুক্ত হবে। 



Entertainment News Today Entertainment News