Entertainment Latest Highlights: সিরিয়াল নিয়ে কেন এত চটলেন মুখ্যমন্ত্রী?

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
IIRF Medical College Ranking 2024  ,Top Medical Colleges in West Bengal  ,Medical College Kolkata  ,IPGMER Kolkata,  Calcutta National Medical College,  R.G. Kar Medical College ,IIRF র‍্যাঙ্কিং ২০২৪,  বাংলার শীর্ষ মেডিক্যাল কলেজ,  মেডিক্যাল কলেজ কলকাতা,  IPGMER কলকাতা  ,কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ  ,আর.জি. কার মেডিক্যাল কলেজ

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Advertisment

Entertainment Latest Highlights: 

সামনে বসে আছেন লীনা গঙ্গোপাধ্যায়। আর তাঁকে সামনে দেখেই মুখ্যমন্ত্রী আবারও বলতে শুরু করলেন.. "এখন সিরিয়ালগুলো, শুধু এ ওকে বিষ দিচ্ছে, আর একটা পরিবারে ৩ জন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেকটার, বাকিগুলো সব ঝগড়ুটে ক্যারেকটার। আর বাজে বাজে জিনিসগুলোও শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে। লীনাদিদের দোষ নেই। আমি সব টিভি সিরিয়ালের মালিকদের বলব, আপনারা সতর্ক হন। ভাল জিনিস দেখান। খারাপ কিছু শেখাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি, এগুলো কেন? সিরিয়াল বাড়াতে হলে ভাল কিছু দেখান। কত ভাল জিনিস আছে। এসব না করে, খালি এ ওকে ছুরি মারছে, এ ওকে গুলি চালাচ্ছে। আমি যেই দেখি বন্ধ করে দি। সারাদিন কাজ কর্মে ব্যস্ত থাকি, আর দিনের শেষে সিরিয়াল দেখেও টেনশন করব? ওটা তো রিল্যাকসেসন করার জিনিস। হাসি খুশি মজা, সামাজিক গল্প দেখান। আমার সংস্কৃতিকে জাগ্রত করে এমন কিছু দেখান। আমাদের গর্ব হয়, এমন কিছু দেখান।"

Advertisment
  • Jul 24, 2025 20:31 IST

    Mamata Banerjee-Soumitrisha Kundu: সৌমিতৃষার নাম বলতে গিয়ে হিমশিম খাচ্ছেন মুখ্যমন্ত্রী? নাকি 'মিঠাই'কে চিনতেই পারলেন না?

    মঞ্চে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি নিয়ে কিছু বলবেন, আর তাঁর সঙ্গে একটু হাসি মজা হবে না? এ নিশ্চই হয় না। এবারও তাই হল। মাননীয়া মুখ্যমন্ত্রী সিরিয়ালের পোকা। তিনি সিরিয়াল দেখতে ভালবাসেন শুধু না, বরং কোন সিরিয়ালে কে কী চরিত্র করছে এই প্রসঙ্গেও তিনি জানেন। বেশ কিছু সিরিয়ালের টাইটেল ট্র্যাক প্রসঙ্গেও তিনি জানেন। কারণ, সেগুলি তিনি নিজেই লিখেছেন কিংবা সুর করেছেন। কিন্তু, আজকে মঞ্চে একজনের নাম নিয়েই একটি দ্বিধায় ছিলেন মুখ্যমন্ত্রী? তাঁর নাম জানেন না নাকি উচ্চারন করতে অসুবিধে হচ্ছিল তাঁর?



  • Jul 24, 2025 19:54 IST

    Mamata Banerjee: বাংলা সিরিয়ালে শুধুই হিন্দি গান? মহানায়ক সম্মানের মঞ্চেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

    মহানায়ক সম্মানের মঞ্চে, আবারও বাংলা সিরিয়াল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি সিরিয়াল এবং তাঁর স্ক্রীপ্ট নিয়ে নানা মন্তব্য করেছেন। তবে, এবার বাংলা সিরিয়ালে মিলিয়ে দিলেন বাংলা গান এবং ভাষাকে। এর আগেও অবশ্য তিনি বাংলা সিরিয়ালের নানা ক্রিঞ্জ দৃশ্য নিয়ে নানা কথা বলেছেন, আজও ফের একবার তাঁকে একই কাজ করতে দেখা গেল। তাঁর সঙ্গে আরও একটি বিষয়ে আলোকপাত করলেন তিনি। কী বলছেন?



  • Jul 24, 2025 18:27 IST

    Uttam Kumar: শুধু অভিনেতা-পরিচালক নয়, মহানায়ক উত্তম গানও গেয়েছেন এই ছবিতে, জানেন কি?

    তিনি আসলেই যেন মহানায়ক। ৪৬ বছর পর তাঁর খ্যাতি আগের মতোই রয়ে গিয়েছে। বাংলার সিলভার স্ক্রিনে তাঁর মতো প্রতিভা আর দুটি দেখা যায়নি। শুধু তাই নয়। এই মানুষটি অভিনয়ের সঙ্গে সঙ্গে যেভাবে নির্দেশক কিংবা পরিচালক হিসেবেও জনপ্রিয়তা পেয়েছিলেন, সেই নিয়ে বলতেই হয়। পরিচালক উত্তমের বেশ প্রশংসা ছিল সিনেপাড়ার বুকে। এমনকি, খেয়াল করলে দেখা যাবে, নিজের পরিচালনায় সবথেকে বেশি স্বাধীনচেতা হয়ে কাজ করতেন তিনি।



  • Jul 24, 2025 17:58 IST

    Uttam Kumar-Ratna Ghoshal: একজন শিল্পীর ওঁর থেকে শেখা উচিত নিজেকে তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয়: রত্না ঘোষাল

    রত্না ঘোষাল

    উত্তম কুমার যখন উত্তম কুমার হননি, অরুণ চট্টোপাধ্যায় হিসেবেই পরিচিত ছিলেন সেখান থেকে উত্তম কুমার হয়ে উঠার জার্নিটা ছিল অক্লান্ত পরিশ্রমের ফল। একজন শিল্পীর ওঁর থেকে শেখা উচিত নিজেকে তৈরি করতে গেলে কী ভাবে খাটতে হয়। এক একটি চরিত্রের হাঁটার স্টাইল এক এক রকমের হয়, সেটা আলাদাভাবে প্র্যাকটিস করতেন। সংলাপ বলার সঙ্গে গলার মডিউলেশনের যে পরিবর্তন করতে হয় সেই বিষয়টা রপ্ত করেছিলেন। এভাবে অনেক পথ পেরিয়ে উত্তম কুমার হয়ে উঠেছিলেন মহানায়ক। আর সেই যে উত্তম কুমার হয়েছেন ঈশ্বরের আশীর্বাদে আজ তিনি একজন মহাপুরুষে পরিণত হয়েছেন। 



  • Jul 24, 2025 17:37 IST

    Pori Moni: হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় জর্জরিত, সত্যি ভাল নেই পরীমণি?

    শেষ কিছুদিন বাংলাদেশ জুড়ে যে ধরনের দৃশ্য দেখা দিয়েছে, তারপরে ঘুম উড়েছে বহু মানুষের। ছোট ছোট শিশুগুলো, নিষ্পাপ প্রাণ গুলো, কোন কারণ ছাড়াই তারা পাড়ি দিয়েছে না ফেরার দেশে। স্কুলে পড়তে গিয়ে তাদের সঙ্গে যেরকম কোনো ঘটনা ঘটবে, বাবা মা থেকে দাদা দিদি, কাছের মানুষদের কান্নার আওয়াজ বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে শুধু। চারিদিকে তাঁদের আর্তনাদ স্পষ্ট। এর মাঝেই, পরীমনি আবার হসপিটালে ভর্তি হয়েছেন। এবং সেখান থেকে একের পর এক আপডেট দিয়ে চলেছেন তিনি।



  • Jul 24, 2025 17:29 IST

    Mehazabien-dhaka plane crash: অযথা ভিড়-অমানবিক আচরণে ঢাকা বিমান দুর্ঘটনায় মৃত্যু, ক্ষোভ উগরে মেহজাবীন লিখলেন...

    'এনএসইউ ফ্যাকাল্টি কোর্স' নামক একটি ফেসবুক গ্রুপের তরফে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। যেখানে এক ব্যক্তি ক্ষোভ উগরে দিয়েছেন। একইসঙ্গে বলেছেন, তাঁর ভাইয়ের মৃত্যুর জন্য যাঁরা দায়ী তাঁরা যেন কঠোরতম শাস্তি পায়। এই পোস্টটি শেয়ার করে বাংলাদেশের অভিনেত্রী  মেহজাবীনও দুঃখপ্রকাশ করেছেন। মানবিকতা নিয়ে প্রশ্ন তুলে হতাশ হয়ে তিনি লিখছেন, 'আমরা কতটা অমানবিক হয়ে গিয়েছি! দেশে অ্যাম্বুলেন্স চলাচলের জন্য কোনও আলাদা লেন নেই, সামান্য কিছু হলেই রাস্তাজুড়ে জ্যাম আর একটু বৃষ্টি হলেই ঘণ্টার পর ঘণ্টা যানজট। যে সময়ে সকলের উচিত রাস্তা ফাঁকা করে দিয়ে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়া সেই সময় মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকে কনটেন্ট বানানোর লোভে ভিডিও করার জন্য। এমন এক সমাজে আমরা বাস করছি যেখানে সাধারণ বুদ্ধির এতটাই অভাব যে বিপদের সময় সাহায্যের চেয়ে শোরগোলটাই বড় হয়ে দাঁড়ায়। কী ভাবে পারে এরা জলের দাম, গাড়ির ভাড়া সব কিছু এভাবে বাড়িয়ে দিতে? রাতে এরা ঘুমোয় কী ভাবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের চোখে চোখ রাখতে পারে?'



  • Jul 24, 2025 16:40 IST

    Bengali Serial TRP: 'রাণী ভবানি'-র জয়জয়কার, টিআরপি-তে জোড়া সাফল্য কোন মেগার? দেখুন তালিকা

    নতুন ধারাবাহিক রাণী ভবানি মুক্তির পরই টিআরপি-তে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। গত সপ্তাহের পর এই সপ্তাহেও নিজের জায়গা ধরে রাখল 'চিরসখা'। একটানা পঞ্চমে থাকার পর তৃতীয় স্থানে চিরসখার 'জাম্প' নিঃসন্দেহে প্রশংসনীয়। টিআরপি তালিকার টপ ফাইভ থেকে ছিটকে যাওয়া দুই ধারাবাহিক রাঙামতি তিরন্দাজ ও পরিণীতা গত সপ্তাহেই ফের প্রথম পাঁচে উঠে এসেছে। চলতি সপ্তাহেও সেই ধারাবাহিকতা বজায় রাখল এই দুই মেগা। টিআরপি তলিকায় রদবদল হলেও বেঙ্গল টপার হিসেবে লাগাতার নিজের জায়গায় অটুট পরশুরাম



  • Jul 24, 2025 16:13 IST

    Riya Ganguly: 'শ্বশুরের প্রশ্রয়ে রক্ষিতাকে নিয়ে...', স্বামীর খুল্লামখুল্লা পরকীয়া নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

    রিল লাইফে যখন সাফল্যের হাতছানি তখন রিয়েল লাইফের সুখ-শান্তি একেবারে তছনছ করে দিচ্ছেন ইন্ডাস্ট্রিরই জুনিয়র আর্টিস্ট, রুমেলি গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগের ভিত্তিতেই ক্ষোভ উগরে দিলেন রিয়া। আইনত বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই কী ভাবে বাড়ির সদস্যরা তাঁর স্বামীকে পরকীয়া করার অবাধ ছাড়পত্র দিয়ে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তিনি লেখেন, আইনত বিবাহিত থাকার পরও কী ভাবে অরিন্দম চক্রবর্তী তাঁর প্রেমিকাকে নিজের বাড়িতে রাখছেন? ভারতীয় আইনের কাছেও জাবাব চান রিয়া। অভিনেত্রীর পোস্ট অনুযায়ী, রুমেলার বাড়ি দক্ষিণেশ্বরে। তাঁর সঙ্গে অরিন্দমের অবাধ মেলামেশায় পূর্ণ সমর্থন রয়েছে বাড়ির সদস্যের। স্পষ্ট করে দিয়েছেন, শ্বশুরমশাই অমরেশ চক্রবর্তীর প্রশ্রয় রয়েছে। জানতে চেয়েছেন, শুধুই উচ্চপদস্থ সরকারি অফিসার আর মোটা টাকা আয় ছাড়াও উপরি ইনকামের জন্যই ভারতীয় সংবিধান কেও উপেক্ষা করা যায়? সর্বোপরি আরও একটি বিস্ফোরক প্রশ্ন তুলেছেন রিয়া। একজন সরকারি চাকুরিজীবী কী ভাবে ওয়েব সিরিজের পরিচালক হিসেবে কাজ করতে পারেন?



  • Jul 24, 2025 13:35 IST

    Uttam Kumar-Sujan Neel Mukhopadhyay: সিনেমার পার্ট টু হয় কিন্তু উত্তম কুমারের হয় না: সুজন নীল মুখোপাধ্যায়

    ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সুজন নীল মুখোপাধ্যায় বলেন, 'ওইসব বিতর্ক আমি গায়ে মাখি না। আমার কাছে উত্তম কুমার একটি প্রতিষ্ঠান। ওঁর অভিনয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে প্রতি মুহূর্তে শিক্ষা অর্জন করি। শুধু 'নায়ক' নয়, 'চাওয়া পাওয়া', 'সপ্তপদী', 'যদুবংশ' সহ প্রায় সিনেমাই আমার কাছে একটা শিক্ষার অঙ্গন। না থেকেও শিক্ষকের মতো উত্তম কুমার। ওঁর মতো দেখতে এই বিশ্বে কেউ নেই। উত্তম কুমার তো বাঙালির রবীন্দ্রনাথ।' একটি বিষয়ে নিজের মতপ্রকাশ করতে গিয়ে সুজন বলেন, 'অনেকে উত্তম কুমারকে ভগবান বানিয়ে দেন। আমার আবার ওই জায়গাটায় একটু আপত্তি আছে। কারণ উত্তম কুমার একজন মানুষ যিনি আমাকে রোজ শিক্ষা দেন। আমার ধারণা ভগবান শব্দটা আমাদের উপলব্ধি বা অনুভূতি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি। আমার মতে উত্তম কুমার এক ও অনন্য়। সিনেমার পার্ট টু হয় কিন্তু, কিছু মানুষের পার্ট টু হয় না।' 



  • Jul 24, 2025 13:10 IST

    Johny Lever: ছেলের শরীরে বাসা বাঁধে ক্যানসার, সন্তানের মঙ্গলের জন্য পাগল হয়ে গিয়েছিলেন অভিনেতা?

    জনি জানান, তার ছেলে জেসির মাত্র ১০ বছর বয়সে ঘাড়ে একটি টিউমার ধরা পড়ে। একাধিক চিকিৎসার পরও ভারতীয় চিকিৎসকেরা জানান, টিউমারটি স্নায়ুর সঙ্গে জড়িত হওয়ায় অপারেশন করা সম্ভব নয়। তাঁরা সতর্ক করে দেন, অপারেশনের চেষ্টা করলে জেসির দৃষ্টিশক্তি চলে যেতে পারে কিংবা সে প্যারালাইসিস হয়ে যেতে পারে। জনি বলেন, “আমি আমার ছেলেকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখতাম, কাঁটা জায়গাগুলো তখনও খোলা থাকত। ডাক্তাররা প্রতিদিন তাকে ৪০-৫০টি ওষুধ দিতেন, কিন্তু টিউমার কমার বদলে ক্রমশ বাড়তে থাকে।”

    Johny Lever: ছেলের শরীরে বাসা বাঁধে ক্যানসার, সন্তানের মঙ্গলের জন্য পা…



  • Jul 24, 2025 12:33 IST

    Mimi chakraborty Raktabeej2: শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা-বিকিনিতে 'নীলপরী' মিমি! সাবালক হচ্ছে উইন্ডোজ?

    রক্তবীজ ২ আরও অনেক বেশি অ্যাকশনে ভরপুর সেই ইঙ্গিত পরিচালক-প্রযোজনা সংস্থার তরফে আগেই দেওয়া হয়েছে। তবে কয়েক সেকেণ্ডের টিজারে যেভাবে একের পর এক চমক উন্মোচিত হচ্ছে তা দেখে তাজ্জব বনে যাচ্ছে প্রত্যেকই। মিমি-নুসরত ছাড়াও রক্তবীজ ২-এর আরও এক সারপ্রাইজ কৌশানী মুখোপাধ্যায়। বহুরূপীর ঝিমলি এখানে কোন কামাল দেখায় তা জানতে রীতিমতো আগ্রহী দর্শক। আমার বস-এ শ্রাবন্তীর খোলা পিঠে শিবপ্রসাদের প্রেম নিবেদন থেকে সমুদ্রতটে বিকিনি পরিহীতা মিমি।  জানলা খুললে নতুন দিগন্ত উন্মোচিত হবে সেই ভরসা দর্শকের ছিল। কিন্তু, নবদিগন্তের উন্মুক্ত জোয়ারের সঙ্গে পটপরিবর্তনের ধারাপাত  এভাবে খুলে যাবে তা বোধহয় কেউ আঁচ করতে পারেনি। উইন্ডোজ সত্যিই সাবালক হয়ে উঠছে সে কথা অনস্বীকার্য। 



Uttam Kumar Entertainment News Today বিনোদনের খবর