Stuntman Raju Death Updates: মর্মান্তিক মৃত্যু স্টান্টম্যানের, বিভিন্ন ধারায় মামলা দায়ের পুলিশের..

তামিলনাড়ুর কিলাইয়ুরে স্টান্ট অভিনেতা এস এম রাজুর মর্মান্তিক মৃত্যুর পর, পরিচালক সহ আরও তিনজনের বিরুদ্ধে, অবহেলা এবং অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

তামিলনাড়ুর কিলাইয়ুরে স্টান্ট অভিনেতা এস এম রাজুর মর্মান্তিক মৃত্যুর পর, পরিচালক সহ আরও তিনজনের বিরুদ্ধে, অবহেলা এবং অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raju

কী কী ধারায় দায়ের করা হল অভিযোগ?

Stuntman Raju Death Updates: দিন দুয়েক আগেই খবর এসেছিল জনপ্রিয় এক পরিচালকের সেটে মৃত্যু হয়েছে এক স্টান্টম্যানের। এত অভিজ্ঞ একজন মানুষ, মোহন রাজু তিনি নিজের কাজ করতে গিয়েই যে এভাবে চলে যাবেন দক্ষিণ ইন্ডাস্ট্রির অনেকেই বিশ্বাস করেননি। তিনি যথেষ্ট নিজের কাজের প্রতি দক্ষ এবং সাবলীল ছিলেন। আর সেই স্টান্টম্যানের মৃত্যুতে অনেক প্রশ্ন উঠেছে। এমনকি শুটিং ফ্লোরের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন। 

Advertisment

তামিলনাড়ুর কিলাইয়ুরে স্টান্ট অভিনেতা এস এম রাজুর মর্মান্তিক মৃত্যুর পর, পরিচালক সহ আরও তিনজনের বিরুদ্ধে, অবহেলা এবং অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনা ঘটে ১৩ জুলাই, অভিনেতা আর্যর সঙ্গে পরিচালক পিএ রঞ্জিতের আসন্ন ছবির শুটিং চলাকালীন।

স্টান্টের অংশ হিসেবে রাজু একটি গাড়ি চালাচ্ছিলেন, যা একটি র‍্যাম্পের ওপর দিয়ে গড়িয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, গাড়িটি সঠিকভাবে অবতরণ করতে ব্যর্থ হয়। ফলে সেটি মাঝ আকাশে একাধিকবার পাল্টি খায় এবং সামনের অংশ ভয়ানকভাবে সজোরে আছড়ে পরে। এই দুর্ঘটনাতেই রাজু গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Advertisment

Mamata Shankar: 'মিঠুনের সঙ্গে ঝগড়া হয়ে গেল..' রিয়ালিটি শোয়ে কিছুই …

ঘটনার পরদিনই কিলাইয়ুর থানায় পরিচালক সহ সংশ্লিষ্ট আরও তিনজনের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু (Section 304A IPC) এবং অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সূত্রের খবর, রঞ্জিত, স্টান্ট কোরিওগ্রাফার রাজকমল, নীলম প্রোডাকশনস এবং প্রভাকরণের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রথমে পুলিশ অবহেলা ও অনিচ্ছাকৃত হত্যার (IPC Section 304A) অভিযোগে মামলা দায়ের করে। তবে, রাজুর দেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলাটি সংশোধন করা হয়। এরপর চার অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (Bharatiya Nyaya Sanhita বা BNS এ ধারা ২৮৯ – অবহেলামূলক ও বিপজ্জনক আচরণ, ধারা ১২৫ – অপরাধে প্ররোচনা প্রদান, ধারা ১০৬(১) – অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। 

এই ঘটনার পর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিরাপত্তা ব্যবস্থা ও স্টান্ট প্রশিক্ষণের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কিন্তু যা জানা যাচ্ছে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা কেউই কোনও বিবৃতি দেয়নি। প্রসঙ্গে রাজুর মৃত্যুর খবর প্রথম প্রকাশ্যে আনেন অভিনেতা বিশাল। তিনি জানান এই মানুষটির সঙ্গে অনেক কাজ করেছেন তিনি। তাই তো, তার মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না। 

Entertainment News Entertainment News Today