Mamata Shankar on Dance Bangla Dance Controversy: রিয়ালিটি শো এর মঞ্চে যা দেখানো হয় তা কি সত্যি রিয়েল? নাকি তার নেপথ্যে অনেক রকমের গল্প এবং স্ক্রীপ্ট থাকে? অন্তত শেষ দুদিনে, মমতা শঙ্কর যেই সমস্যার মধ্যে দিয়ে গেছেন, তারপর বলতেই হয় রিয়ালিটি শো এর মঞ্চে এমন কিছু ঘটনা ঘটে, যা ক্যামেরার আড়ালে থাকা অনেক সত্যকে চাপা দিয়ে দেয়। Zee বাংলার একটি শোয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী এবং নৃত্যশিল্পী- পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মমতা শঙ্কর। সেখানেই এমন একটি নৃত্য উপস্থাপনা করা হয়, যা চমকে দিয়েছে সকলকে।
রবি ঠাকুরের 'চন্ডালিকা', এমন এক নৃত্যনাট্য, যা সকলের মনে মনে গেঁথে আছে। জি বাংলার মঞ্চে যেই নাচ টি প্রদর্শন করা হয়, তাতে রবি ঠাকুরের এই আইকনিক নৃত্যনাট্যের অপমান হয়েছে বলেই বেশিরভাগ মানুষ বলতে শুরু করেন। শিল্পের কোন পর্যায়েই, রবিঠাকুরের কোনও সৃষ্টিকে ছোট করা সম্ভব না। কিন্তু সমস্যা এখানে নয়। চ্যানেলের তরফে এমন কিছু প্রেজেন্ট করা হয়, যেখানে দেখানো হয়েছে, মমতা শংকর এই নাচের প্রশংসা করছেন। তাঁর মত অভিজ্ঞ একজন ব্যক্তি, সত্যিই এহেন মন্তব্য করলেন? তাঁর একবারও মনে হল না যে এটি চরম ভুল? টিভির পর্দায় সকলে যা দেখেছেন বা তাদেরকে যা দেখানো হয়েছে, সেই নিয়েই সমালোচনা শুরু।
Siddharth-Kiara: সন্তানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিদ্ধার্থ-কিয়ারা, সকাল হত…
বর্ষিয়ান অভিনেত্রীকে বীভৎস ভাবে, কটাক্ষ করার সঙ্গে সঙ্গে তার বুদ্ধি বিবেচনা নিয়েও প্রশ্ন তোলেন অনেক সাধারন মানুষ। সাধারণত খুব একটা উত্তর দিতে পছন্দ করেন না মমতা শঙ্কর। কিন্তু গতকাল তিনি একটি ফেসবুক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন মনের কথা। অভিনেত্রীকে বলতে শোনা যায়, "কত বছর আগে আমরা চন্ডালিকা করেছিলাম। এখনো রয়ে গেছে সেই নাটকের জনপ্রিয়তা। মানুষ কি করে ধরে নিল যে আমি এরকম একটা নাচ দেখে এহেন মন্তব্য করতে পারি? যারা আমাকে এত বছর ধরে দেখছেন কিংবা জানছেন, তাদের একবারও মনে হল না? আমি কী করে সকলের কাছে প্রমাণ করবো যে যেটুকু মন্তব্য আমার দেখানো হয়েছে সেইটুকু সত্যি নয়?"
অভিনেত্রীর এই ভিডিও দেখার পরে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা তার সঙ্গে যোগাযোগ করেছিল। ফোনের ওপারে তার গলা শুনেই বোঝা যাচ্ছিল মানসিকভাবে একটু বিধ্বস্ত তিনি। কিন্তু তারপরেও বললেন, "নাচটি দেখার পর, আমি ভীষণভাবে প্রতিবাদ করেছিলাম যেটা সঠিক নয়। কিন্তু আমার কোনও মন্তব্যই ওরা দেখালো না? ওরা সেটাকে এডিট করে সম্পূর্ণ বাদ দিয়ে দিল? শুধু আমি একা নয়, ওখানে উপস্থিত অনেকেই আমার সঙ্গে সহমত ছিলেন। আসলে, আমাদের কাজের জন্যই যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। প্রোমশনে তো আমাদের এমনি যেতে হয়, তাছাড়া ব্যক্তিগত সম্পর্কটাও তো মাথায় রাখতে হয়। আমার সঙ্গে অনেকের মতবিরোধ পর্যন্ত হয়েছে, ওরা সেই সব কিছু দেখালো না। আর লোকে আমাকে ভুল বুঝছে, যে আমি কি করে বসে ওই নাচটা দেখলাম।"
Ravi Teja: পথ দুর্ঘটনায় হারান ভাইকে, আরেক কাছের মানুষকে হারিয়ে শোকে…
১৯৭৮ সালে তিনি 'চন্ডালিকা' করেন। গোটা বিশ্ব জুড়ে তিনি এই নৃত্যনাট্য করেছেন। মানুষ তাঁকে ভুল বুঝবে এটাতেই তাঁর আপত্তি। এতবছর ধরে তিনি নাচ করছেন, নানা অনুষ্ঠান করছেন, তারপরেও মানুষ তাঁকে ভুল বুঝছেন, খারাপ লেগেছে বর্ষীয়ান অভিনেত্রীর। কিন্তু, এই যে ছোট ছোট বাচ্চাগুলো একটি রিয়ালিটি শোয়ে অংশ নেয়, সেই বিষয়টাকে কীভাবে দেখেন তিনি? তিনি সাফ জানান, রিয়ালিটি শোয়ে কিছুই সত্যি নয়। বললেন...
"রিয়ালিটি শোয়ে কিছুই সত্যি দেখানো হয় না। কারণ, সব জিনিসটাই শেখানো। বাচ্চাগুলো তুখোড় নাচে। ওদের কোনও দোষ নেই। ওদের যেভাবে শেখানো হয়, ওরা তাই করে। জিনিসটা খুব নেতিবাচকভাবে পরিচালিত হয়। আমি সত্যিই বলছি, আমার নাচের স্কুলে কোনও বাচ্চাকে আমি রিয়ালিটি শোয়ে অংশ নিতে দিই না। আমি বলেই দি, আমার বাচ্চাদের নাচের স্কুল থেকে সরিয়ে নিয়ে তারপর রিয়ালিটি শোয়ে দাও। সেক্ষেত্রে তো, মানুষ আমায় ভুল বুঝছে। তাঁরা ভাবছেন, বাচ্চাদের আমি যেতে দিই না। এদিকে, আমি নিজে গিয়ে বসে আছি, এরকম একটা পারফর্মকে আমি নাকি ভাল বলছি। আমি সেইজন্যই গতকাল সেই ভিডিওটি বানিয়ে সবটা ক্লিয়ার করি।" যদিও খেয়াল করলে দেখা যাবে, সেই সেই পর্ব থেকে নির্দিষ্ট নাচটিকে বাদ দেওয়া হয়েছে।