/indian-express-bangla/media/media_files/2025/08/31/cats-2025-08-31-12-33-56.jpg)
অন্দর কী বাত...
Esha Deol And Bharat Takhtani: ২০২৪ সালে ১১ বছরের দাম্পত্যে ইতি টানেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী কন্যা এষা দেওল ও ভারত তখতানি। প্রায় দেড় বছর পর বলি ডিভার প্রাক্তন স্বামী ভরতের জীবনে নতুন প্রেমের বসন্ত আসার ইঙ্গিত মিলেছে। সোশ্যাল মিডিয়ায় চর্চিত প্রেমিকা মেঘনার সঙ্গে বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে ভরতকে। সৌজন্য বজায় রেখে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন এষা-ভরত। বিয়ের কিছুদিন পর ফিল্মফেয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে এষা জানান, ভরত তাঁকে ওজন না বাড়ানোর শর্ত দিয়েছিলেন। একইসঙ্গে বলেছিলেন, ভরতের মন জয় করার কৌশল রপ্ত করে ফেলেছেন।
এষার কথায়, 'বিয়ের পর আমার ওজন বৃদ্ধি হোক সেটা ভরত একেবারেই চায় না। এরপর ashtanga yoga ক্লাসে ভর্তি হই।' তিনি আরও জানান, বিয়ের পর অভিনয় করলে মা হেমা মালিনী তাঁকে পাকা গৃহিনীর হওয়ার পরামর্শ দেন। অর্থাৎ স্বামীর আগে ঘুম থেকে ওঠা, শাশুড়িকে কাজে সাহায্য করা এবং নাচের অনুশীলন ছেড়ে না দেওয়া। ফিল্মফেয়ারকে দেওয়া সেই সাক্ষাৎকারে এষার সঙ্গে ভরত-ও ছিলেন। তিনিও প্রাক্তন স্ত্রীর প্রশংসা করে বসেছিলেন, এষা বরাবরই ঘরোয়া ছিলেন।
আরও পড়ুন চার কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট! চিকিৎসকের গাফিলতিতে জীবনে চরম হতাশা, কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ সানির
ভরতের কথায়, 'এষা আমার মায়ের খেয়াল রাখে, কখম কেমন মুড থাকে সেটা বুঝতে পারে, খুব ভালোভাবে মিশে গিয়েছে। আসলে এষা সবসময়ই ঘরোয়া। ভীষণ যত্নশীল এবং দায়িত্ববান। আমি কীসে খুশি থাকি সেটা খুব ভাল বোঝে। আমি ভোজনরসিক, খাওয়ার জন্যই বেঁচে থাকি। আর ও আমার পছন্দের সব খাবার ঘরে রান্না করে। আসলে যে মেয়েটি একসময় চা-ও বানাতে জানত না, সেই কয়েকদিন আগেই Khow Suey রান্না করেছে।'
আরও পড়ুন স্ত্রী-দুই সন্তান ছেড়ে অন্য নারীতে মজে এষার প্রাক্তন স্বামী! কার প্রেমে গদগদ ভরত?
প্রসঙ্গত, গত বছর বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন এষা-ভরত। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দাম্পত্যে ইতি টানার খবর জানিয়েছেন। যেখানে তাঁরা বলেছিলেন, 'আমরা পরস্পরের সম্মতি নিয়ে এবং সৌহার্দ্রভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পরিবর্তনের মধ্যেও দুই সন্তানের স্বার্থ এবং মঙ্গল কামনাই গুরুত্ব পাবে। আমরা আশা করি আমাদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। ধন্যবাদ, এষা দেওল এবং ভারত তখতানি।'