Sunny Leone IVF-surrogacy: চার কন্যা সন্তানের ভ্রূণ নষ্ট! চিকিৎসকের গাফিলতিতে জীবনে চরম হতাশা, কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ সানির

Sunny Leone: সোহা আলি খানের পডকাস্ট All About Her-এ অতিথি হিসেবে এসেছিলেন সানি। সেখানেই ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) ও সারোগেসির অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

Sunny Leone: সোহা আলি খানের পডকাস্ট All About Her-এ অতিথি হিসেবে এসেছিলেন সানি। সেখানেই ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) ও সারোগেসির অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

Sunny Leone surrogacy Journey: প্রাপ্তবয়স্ক ছবির দুনিয়াকে বিদায় জানিয়ে বিগ বসের ঘরে গ্র্যান্ড এন্ট্রি। এরপর ধীরে ধীরে বলিউডের ছবিতে কেরিয়ার তৈরির জার্নি শুরু। ধীরে ধীরে সন্তান দত্তক, সারোগেসির মাধ্যমে মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন। তিনি নান আদার দ্যান গ্ল্যাম ডিভা সানি লিওনি। চাকচিক্যের অন্তরালে তাঁর জীবনে রয়েছে অনেক ঘাত-প্রতিঘাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে IVF-সারোগেসির কঠিন জার্নির কথা শেয়ার করলেন সানি। সোহা আলি খানের পডকাস্ট All About Her-এ  অতিথি হিসেবে এসেছিলেন সানি। সেখানেই ইন ভিট্রো ফার্টিলাইজেশন (IVF) ও সারোগেসির অভিজ্ঞতার কথা শেয়ার করেন। আলাপচারিতার সময় সোহাও তাঁর গর্ভধারণের অভিজ্ঞতা শেয়ার করেন। 

Advertisment

বর্তমানে তিন সন্তান নিয়ে সুখের সংসার সানির। দত্তক সন্তান নিশা এবং সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন যমজ ছেলে নোয়া ও আশের। সোহা বেবি ডস সানি লিওনির কাছে জানতে চান কেন তিনি সারোগেসি ও IVF বেছে নিলেন? জিসম ২ অভিনেত্রী বলেন, 'কোনও নির্দিষ্ট পরিকল্পনা ছিল না। মূল পরিকল্পনা ছিল সারোগেসির মাধ্যমে একটি সন্তান নেওয়া তার কয়েক বছর পর ফের কেরিয়ারে ফোকাস করা।'

আরও পড়ুন বাবা-মায়ের সঙ্গে মিলিয়ে নয়, কোন ভাবনায় লক্ষ্মীছানার নামকরণ করলেন অহনা-দীপঙ্কর?

Advertisment

আরও জানান, তাঁরা ডিম্বাণু সংরক্ষণ করেন এবং সেগুলো থেকে ছ'টি সুন্দর ভ্রূণ তৈরি হয়েছিল। সানি লিওন ও স্বামী ড্যানিয়েল ওয়েবার কেবল ভ্রূণগুলো সংরক্ষণই করেননি পাশাপাশি দত্তকের জন্যও চেষ্টা করেছিলেন। চারটি কন্যা ও দুটি পুত্র সন্তানের ভ্রূণ ছিল। প্রথম থেকেই একটি কন্যা সন্তান নেওয়ার ইচ্ছে ছিল তারকা দম্পতির। কিন্তু, চিকিৎসকের গাফিলতিতে সেই স্বপ্ন অধরাই রয়ে গিয়েছিল। এরপর তাঁরা চিকিৎসক পরিবর্তনের সিদ্ধান্ত নেন। যার ফলস্বরূপ দুটি ছেলে আজ তাঁদের সঙ্গে আছে। সেই সময়েই দত্তকের জন্যও আবেদন করেছিলেন। কারণ IVF ও সারোগেসির প্রক্রিয়া খুব হতাশাজনক হয়ে উঠছিল। এক সপ্তাহের মধ্যেই জানতে পেরেছিলেন যে চারটি ভ্রূণই বাঁচবে না।

আরও পড়ুন বিয়ের দু'বছর পর দুই থেকে তিন, পুত্র না কন্যা সন্তানের মা হলেন K3G খ্যাত 'পু' মালবিকা?

কঠিন সময়ের অভিজ্ঞতা ভাগ করে বলেন, 'ড্যানিয়েল আর আমি পরস্পরকে মানসিকভাবে সাপোর্ট করেছিলাম। আমরা কাউকে কিছু বলিনি। আগে আমরা নিজেরা এই ক্ষত সামলাতে চেয়েছিলাম। সন্তান নেওয়ার বিষয়ে আমাদের দু’জনের অনুভূতিও একই ছিল।' প্রথমবার তাঁদের সারোগেট মাদার IVF-এ গর্ভধারণ না করায় দম্পতি বেশ হতাশ হয়েছিলেন। সানি বলেন, 'আমাদের সারোগেটের HCG লেভেল বেশি ছিল কিন্তু স্যাক (sack) ফাঁকা ছিল। IVF-এর সমস্যা হল ভ্রূণ প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনি মানসিকভাবে গর্ভবতী হয়ে যান। বেবি রুম প্ল্যান করতে শুরু করেন, স্বপ্নপূরণের স্তরগুলো খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে ইচ্ছে করে। তারপর হঠাৎ জানতে পারি আমাদের ইচ্ছেপূরণ হচ্ছে না। একই চিকিৎসকের কাছে দুবার এই ঘটনা ঘটার পরআমরা অপর এক চিকিৎসকের দ্বারস্থ হই।'

Sunny Leone