/indian-express-bangla/media/media_files/2025/09/16/cats-2025-09-16-16-57-24.jpg)
মানুষের তো প্রেমে পড়াই উচিত: এষা
Esha Deol Kids: ২০০৮ সালে পরস্পরকে ভালবাসে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওল ও ব্যবসায়ী ভারত তাখতানি। কিন্তু, মাত্র ১১ বছরেই তাসের ঘরের মতো ভেঙে যায় দাম্পত্য। ইতিমধ্যেই এষার প্রাক্তন স্বামী ভরতের চর্চিত প্রেমিকার ছবি প্রকাশ্যে। ভরতও সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের সম্পর্কের স্ট্যাটাস নিশ্চিত করেছেন। এর মাঝেই ETimes-কে দেওয়া সাক্ষাৎকারে নতুন প্রেমের সন্ধান, প্রাক্তন স্বামী ভরতকে নিয়ে খোলামেলা আলোচনা করেছেন অভিনেত্রী। এষা জানান, তাঁরা ব্যক্তিগত মতভেদ ভুলে সন্তানের ভবিষ্যৎ-র দিকেই নজর দিচ্ছেন। অভিনেত্রীর কথায়, 'ভরত আর আমি মেয়েদের কো-প্যারেন্টিং করছি। এটা আমরা আমাদের সন্তানদের খুব ভালোবাসি তাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।'
ভরতের মতো তিনিও মনের মানুষ খুঁজে পেয়েছেন? হেমা কন্যার স্পষ্ট জবাব, তিনি এখনও 'সিঙ্গল' তবে প্রেম এলে সাদরে গ্রহণ করবেন। প্রেম জীবনের সবচেয়ে সুন্দর-সুখের অনুভূতি বলে মনে করেন এষা। তিনি বলেন, 'আমি সবসময় প্রেমে বিশ্বাস করব। মানুষের তো প্রেমে পড়াই উচিত।' আরও যোগ করেন, 'ভালোবাসা আর সঙ্গী জীবনের চমৎকার জিনিস। তবে এটি-ই জীবনের সবকিছু এমনটাও নয়।'
আরও পড়ুন স্ত্রী-দুই সন্তান ছেড়ে অন্য নারীতে মজে এষার প্রাক্তন স্বামী! কার প্রেমে গদগদ ভরত?
সন্তানদের বলিউড কালেকশন প্রসঙ্গে এষার যুক্তি, ওরা এখনও খুব ছোট, তাই বলিউডে আসার মতো বয়স হয়নি। আপাতত তারা পড়াশোনায় মন দিয়েছে। তবে এষার দুই মেয়ে-ই 'ধুম মাচালে', 'দিলবরা' গানে নাচতে পছন্দ করে। অভিনেত্রীর বড় মেয়ের দিদিমার আইকনিক গান ভূত রাজা বাইরে আজা ভীষণ পছন্দ।
প্রসঙ্গত, দিন কয়েক আগে ইনস্টাগ্রাম স্টোরিতে মেঘনা লাখানি তালরেজার সঙ্গে ভরত একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে লেখা, 'আমার পরিবারে স্বাগত'। দোসর একটি লাল হৃদয়ের ইমোজি। মেঘনাও একটি ছবি শেয়ার করেন যেখানে যুগলে হাসিমুখে পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছিলেন, 'আমাদের যাত্রা এখান থেকে শুরু'। ছবি ভাইরাল হতেও এষার প্রাক্তন স্বামীর প্রেমচর্চা শুরু।
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর কন্যা এষা ২০০২ সালে 'কোই মেরে দিল সে পুঁছে'-র মাধ্যমে অভিনয়ে অভিষেক। দর্শকের প্রশংসাও কুঁড়িয়েছিলেন। বর্তমান প্রজন্মের স্টার কিডদের কটাক্ষ প্রসঙ্গে এষার মন্তব্য, 'ট্রোল মোটেই ঠিক নয়। যে কোনও অভিনেতা-অভিনেত্রীর সন্তান যখন অভিনয়ে আসেন তাঁকে আক্রমণ করা অনুচিত। অত্যন্ত বাজে ব্যাপার।'
আরও পড়ুন ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর মাস পেরতেই চুপিসারে বাগদান সারলেন হুমা! ছবি প্রকাশ্যে আসতেই...