/indian-express-bangla/media/media_files/2025/09/16/huma-2025-09-16-14-31-29.jpg)
বাগদান সারলেন হুমা!
Huma Qureshi-Rachit Singh Engaged: বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হুমা কুরেশি। অভিনয় দক্ষতায় দর্শকের মনে নিজের একটা স্থায়ী আসন বানিয়েছেন। ব্যক্তিগতজীবনকে খুব একটা লাইমলাইটে আনতে পছন্দ করেন না হুমা। কিন্তু, লেটেস্ট রিপোর্ট মোতাবেক শীঘ্রই বলিউডে বাজবে বিয়ের সানাই। হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হুমা কুরেশি তাঁর দীর্ঘদিনের চর্তিচ প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বাগদান সেরে ফেলেছেন।
আংটি বদলের গুঞ্জনের সূত্রপাত, সংগীতশিল্পী আকাসা সিংহ-এর একটি পোস্ট। রচিত আর হুমাকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় আকাসা লিখেছেন, 'হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। একটা দারুণ রাত কাটল।' যদিও হুমা বা রচিত কেউই এখনও প্রকাশ্যে কিছু বলেননি। উল্লেখ্য, সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়েতে প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় হুমা ও রচিতকে। রংমিলান্তি গোলাপি পোশাকে সকলের নজর কেড়েছিলেন।
আরও পড়ুন গাড়ি পার্কিং নিয়ে বচসার জেরে খুন, রাখির আগেই ভাতৃহারা হুমা কুরেশি
রচিতের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় তাঁদের। এইরকম বেশ কিছু ঘটনা থেকেই হুমা-রচিতের প্রেমের গুঞ্জন আরও জোড়াল হয়। রচিত সিংহ ইন্ডাস্ট্রির অনেক নামী তারকার অভিনয় প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং এবং ভিকি কৌশল। একইসঙ্গে তিনি মাইক কেলির তৈরি সিরিজ কার্মা কলিং-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। জিও হটস্টার-এ মুক্তি পাওয়া এই সিরিজে অভিনয় করেছেন রবিনা ট্যান্ডন, বরুণ সুদ এবং বিক্রমজিৎ ভির্ক। হুমা কুরেশিও এখন কর্মজীবনে সাফল্যের কারণে পেজ ৩ খবরের শিরোনামে।
আরও পড়ুন দীপিকার পথেই ক্যাটরিনা! দিওয়ালির পর দুই থেকে তিন হচ্ছেন ভি-ক্যাট?
হুমা অভিনীত শেষ ছবি 'বয়ান'-এর প্রিমিয়ার হয়েছে ২০২৫ সালের টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। শুধু তাই নয়, এটি ছিল তাঁর TIFF-এ অভিষেক এবং তিনি ছবিটির এক্সিকিউটিভ প্রযোজক হিসেবেও কাজ করেছেন। হুমা কুরেশির আপকামিং মুভি 'জলি এলএলবি ৩'। অক্ষয় কুমার এবং অরশদ ওয়ারসির মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন হুমা। সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর।
আরও পড়ুন দিশা পাটানির বাড়ির বাইরে গুলিবর্ষণ, অভিনেত্রীর বাবাকে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?