/indian-express-bangla/media/media_files/2025/10/06/cats-2025-10-06-17-09-52.jpg)
জুড়ছে সম্পর্ক?
Esha Deol Bharat Takhtani News: ২০০৮ সালে পরস্পরকে ভালবাসে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র-হেমা কন্যা এষা দেওল ও ব্যবসায়ী ভারত তাখতানি। কিন্তু, মাত্র ১১ বছরেই তাসের ঘরের মতো ভেঙে যায় দাম্পত্য। এষার প্রাক্তন স্বামী ভরতের ইনস্টাগ্রামে নতুন সম্পর্কে সিলমোহর দিয়েছেন। তার মাঝেই ETimes-কে দেওয়া সাক্ষাৎকারে এষা জানিয়েছেন, 'ভরত আর আমি মেয়েদের কো-প্যারেন্টিং করছি। আমরা আমাদের সন্তানদের খুব ভালোবাসি তাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি।' আরও একটি বিষয় নিশ্চিত করেন, তিনি এখনও 'সিঙ্গল' তবে প্রেম এলে সাদরে গ্রহণ করবেন। বিচ্ছেদের পর ফের একসঙ্গে দেখা গেল এষা-ভরতকে। তাহলে ভাঙা সম্পর্ক জোড়া লাগছে নাকি সন্তানদের জন্য কাছাকাছি মা-বাবা?
বিচ্ছেদের প্রায় এক বছ পর ভরতকে দেখা গেল তাঁর প্রাক্তন স্ত্রী এষা, বোন অহনা দেওল এবং এক বন্ধুর সঙ্গে রেস্তোরাঁ থেকে বেরতে। নিজেই রবিবাসরীয় এই পারিবারিক আউটিংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। যেখানে দেখা যায় সকলে একসঙ্গে গল্প করছেন। ভরতের শেয়ার করা সেলফিতে এষাকে দেখা গেছে সাদা টপ ও জিনসে। পাশে বসে আছেন তার এক বান্ধবী। অহনার পরনে সবুজ পোশাক। আর ধূসর জ্যাকেট, টি-শার্ট ও সানগ্লাসে ক্যাজুয়াল লুকে নজর কাড়লেন ভরত। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটির ক্যাপশনে লেখেন, “ফ্যামিলি সানডে।”
প্রসঙ্গত, ইনস্টাগ্রাম স্টোরিতে মেঘনা লাখানি তালরেজার সঙ্গে ভরত একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে লেখা ছিল, 'আমার পরিবারে স্বাগত'। দোসর একটি লাল হৃদয়ের ইমোজি। তার আগে মেঘনাও একটি ছবি শেয়ার করেন যেখানে যুগলে হাসিমুখে পোজ দিয়েছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, 'আমাদের যাত্রা এখান থেকে শুরু'। সেই ছবি ঘিরে প্রেমচর্চা শুরু হতেই সম্পর্ক নিশ্চিত করেন এষার প্রাক্তন স্বামী।
আরও পড়ুন স্ত্রী-দুই সন্তান ছেড়ে অন্য নারীতে মজে এষার প্রাক্তন স্বামী! কার প্রেমে গদগদ ভরত?
২০২৪-এ বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন এষা-ভরত। আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে দাম্পত্যে ইতি টানার খবর জানিয়েছেন। যেখানে তাঁরা বলেছিলেন, 'আমরা পরস্পরের সম্মতি নিয়ে এবং সৌহার্দ্রভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পরিবর্তনের মধ্যেও দুই সন্তানের স্বার্থ এবং মঙ্গল কামনাই গুরুত্ব পাবে। আমরা আশা করি আমাদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করবেন। ধন্যবাদ, এষা দেওল এবং ভারত তখতানি।'
আরও পড়ুন বিয়ের পর কোন বিশেষ শর্ত দিয়েছিলেন ভরত? প্রাক্তন স্বামীর সিক্রেট ফাঁস এষার