Advertisment
Presenting Partner
Desktop GIF

Oindrila Sen : 'দুষ্টু'-র সঙ্গে 'দুষ্টুমি', বিনা অনুমতিতে ঐন্দ্রিলার ছবি ব্যবহার! কাঠগোড়ায় অনলাইন শপিং সংস্থা

Oindrila Sen Saree : ঐন্দ্রিলার অনুমতি না নিয়েই ই-কমার্স সংস্থা তাঁর ছবি ব্যবহার করেছে। ফেসবুকে সেই ছবি পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
বিনা অনুমতিতে ঐন্দ্রিলার ছবি ব্যবহার

বিনা অনুমতিতে ঐন্দ্রিলার ছবি ব্যবহার

Oindrila Sen On Fraud Case : সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রতিনিয়ত প্রতারণার শিকার। একটি নামী বিজ্ঞাপন সংস্থার ওয়েবসাইটে এবার টলি অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ফটো। শাড়ির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে অভিনেত্রীর মুখ। সমাজমাধ্যমের পেজে এই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। একটি কালো শাড়ি পরা ছবি রয়েছে ওই শাড়ির বিজ্ঞাপনে। যেটি ঐন্দ্রিলা তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটাই অভিনেত্রীর অনুমতি না নিয়েই ব্যবহার করেছে ওই সংস্থা। সোশ্যাল মিডিয়ায় ওই ই-কমার্স সংস্থার স্ক্রিন শট শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন ঐন্দ্রিলা সেন। সকলকে সাবধান করেছেন অভিনেত্রী। কী ভাবে জানতে পারলেন তাঁর ছবি শাড়ি বিজ্ঞাপনী ওই সংস্থা ব্যবহার করছে? 

Advertisment

ঐন্দ্রিলা তাঁর পোস্টে জানিয়েছেন, ঘনিষ্ঠ বন্ধু মারফৎ জানতে পারেন হরি ওম ক্রিয়েশন কালো শাড়ি পরা ছবিটি অনলাইনের শাড়ি বিজ্ঞাপনী ওই সংস্থার পেজে পোস্ট করেছে। এই ব্যাপারে তাঁর কোনও অনুমতিই নেওয়া হয়নি। একটা নামী ব্র্যান্ড এই ধরনের কাজ করতে পারে এটা প্রথমে বিশ্বাসই করতে পারেননি ঐন্দ্রিলা। ছবিতে যে শাড়িটা রয়েছে সেটা কাঞ্জিভরম। বিশাখাপত্তনমের একটি দোকান থেকে কিনেছিলেন। কিন্তু, ওয়েবসাইটে সেই শাড়িটাকে বেনারসি বলে চালানো হচ্ছে। 

অবাক হয়ে ঐন্দ্রিলা লেখেন, সোশ্যাল মিডিয়া থেকে এভাবে তাঁর ছবি নিয়ে একটা নামী ই-কমার্স ওয়েবসাইট শাড়ির বিজ্ঞাপনের মুখ বানিয়ে বহাল তবিয়তে ব্যাবসা করছে! এই রকম একটা জিনিস তার উপর আবার নো রিটার্ন ট্যাগ! কম দামে বাজে জিনিস বিক্রির প্রবণতা বলে অভিযোগ ঐন্দ্রিলার। ক্রেতার বিশ্বাস নিয়ে ছিনিবিনি খেলছে এই ই-কমার্স সংস্থা। অভিনেত্রী ইতিমধ্যেই ওই সংস্থার কাছে বিষয়টি তুলে ধরেছেন। যত তাড়াতাড়ি সম্ভব সাইট থেকে তাঁর ছবিটি সরানোর নির্দেশ দিয়েছেন। 

এক্ষেত্রে সকলের সাপোর্ট পেয়েছেন ঐন্দ্রিলা। সাত পাকে বাঁধা, ফাগুন বউয়ের মতো ধারাবাহিকে ঐন্দ্রিলার অভিনয় দর্শক দারুণ উপভোগ করত। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দাতেওাজ করছেন। ২০২৩-এ ঐন্দ্রিলাকে শেষ দেখা গিয়েছে মির্জা-তে। অঙ্কুশের প্রযোজনায় মুক্তি পেয়েছিল ছবি। প্রযোজনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছিলেন অঙ্কুশ। 

আরও পড়ুন:'অফ ক্যামেরায় এটাই আমি', শাড়ি-সিঁদুরে নুসরতের বালাজি দর্শন, যশের সঙ্গে কেন তিরুপতি মন্দিরে অভিনেত্রী?

 

Bengali Cinema Bengali Serial Bengali Actress Bengali Film Oindrila Sen Bengali Film Industry
Advertisment