Sa Re Ga Ma Pa Winner, Soumya Chakraborty: সা রে গা মা পা বাংলা-র প্রত্যেক সিজনের বিজয়ীদের নিয়েই উচ্ছ্বাস থাকে দর্শকমহলে। প্রাক্তন সা রে গা মা পা-বিজয়ী সৌম্য চক্রবর্তীকে নিয়েও দর্শকের উন্মাদনা কম ছিল না। প্রতিযোগিতা জেতার পরে বাংলার বিভিন্ন প্রান্তে শো করেছেন। বেশ সজ্জন বলেই তাঁর নামডাক ছিল। সেই গায়কের বিরুদ্ধেই উঠল গুরুতর অভিযোগ। ধর্ষণের অভিযোগে ২৫ মে গ্রেফতার হয়েছেন সৌম্য, কাশীপুর থানার পুলিশের হাতে।
পুলিশ সূত্রের খবর, সৌম্যের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ছাত্রীকে বাড়িতে ডেকে প্রথমে তাঁকে মাদক খাওয়ান। তার পরে মাদকাসক্ত থাকার সময়েই সৌম্য তাঁকে ধর্ষণ করেন, এমন অভিযোগ উঠেছে। ঘটনার পরে ওই ছাত্রী অভিযোগ দায়ের করেন কাশীপুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে সৌম্যকে বলে জানা গিয়েছে। তবে ওই ছাত্রী সৌম্যর পূর্বপরিচিত কেউ নাকি সদ্যপরিচিত, সে বিষয়ে সবিস্তারে এখনও জানা যায়নি।
আরও পড়ুন: অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকি, এফআইআর দায়ের যুবকের বিরুদ্ধে
সোমবার সৌম্য চক্রবর্তীকে শিয়ালদহ আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর। আপাতত সৌম্যকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানা গিয়েছে। সৌম্য চক্রবর্তী সঙ্গীতজগতে উঠে এসেছেন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে। কিন্তু তাঁর প্রতিভার জন্য় খুব অল্প সময়ের মধ্য়ে সা রে গা মা পা প্রতিযোগিতা মঞ্চে বিচারকদের প্রিয়পাত্র হয়ে ওঠেন তিনি। বাংলার সা রে গা মা পা মঞ্চে জয়লাভের পরে তিনি ইন্ডিয়ান আইডল-এও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: Bengali Television Industry Payment Issues: মাত্র একটি নথির জন্য আটকে শিল্পীদের কোটি টাকারও বেশি
এমন প্রতিভাসম্পন্ন গায়কের বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ তাঁর সাঙ্গীতিক কেরিয়ারের ক্ষেত্রেও খুবই ক্ষতিকর। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এই বিষয়ে একাধিক প্রাক্তন সা রে গা মা পা প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তাঁরা এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
বলিউড, টেলিপাড়া ও টলিপাড়ার আরও খবর পড়তে ক্লিক করুন