/indian-express-bangla/media/media_files/2025/07/29/sun-2025-07-29-15-27-06.jpg)
মহিষাসুরমর্দিনী রূপে পায়েল
Mahishasura Mardini Payel De: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আনন্দে মাতবে আমবাঙালি। তার আগে অবশ্য মহালায়ার ভোরের অপেক্ষায় থাকে ১৩ থেকে ৮৩। টেলিভিশনের পর্দায় বিশেষ ব্র্যান্ডের জামা কাপড়-জুতোর বিজ্ঞাপন দেখলেই মনে হয় দুর্গাপুজোর বাদ্যি বেজে গিয়েছে। চলতি বছরের চিত্রটাও অনেকটা সেইরকমই। পুজোর বেশ কয়েকটা দিন বাকি থাকলেও বাড়ির ড্রইং রুম থেকে অফিসের ক্যান্টিনে পুজোর ফ্যাশন থেকে শপিং নিয়ে টুকটাক আলোচনা শুরু।
শারদোৎসবের প্রাক্কালে 'মহালয়া' বিরাট ভূমিকা পালন করে সে কথা বলার অবকাশই রাখে না। রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণের ভদ্রের মহালয়া থেকে টেলিভিশনের পর্দায় তারকাদের দেবী দুর্গারূপে মহালায়ার উপস্থাপন দেখার জন্য অপেক্ষা থাকেন বাঙালি। প্রত্যেকবারের মতো এবারেও প্রতিটি চ্যানেলে অনুষ্ঠিত হবে মহালয়া। জেনে নেওয়া যাক এবছর সান বাংলার মহালায়ার থিম কী।
আরও পড়ুন বৃষ্টিভেজা রাতে ভয়ংকর সত্যির মুখোমুখি, জীতুর অতীতের কোন সত্যি জানতে পারল 'প্রেমিকা'?
অকাল বোধনের গল্প দেখা যাবে সান বাংলায়। তাই অনুষ্ঠানের নাম 'অকাল বোধন'। বহু বছর পর মহিষাসুরমর্দিনী রূপে ফিরছেন অভিনেত্রী পায়েল দে। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সান বাংলা পরিবারের সদস্যরাই। 'অকাল বোধন' মহালয়ার দিন ভোর বেলায় সান বাংলায় সম্প্রচারিত হবে। দুর্গা রূপে টেলিভিশনের পর্দায় বহুবার নিজেকে মেলে ধরেছেন। মাঝে অবশ্য বেশ কিছু বছর তাঁর দেখা মেলেনি। সান বাংলার হাত ধরে ফের মহিষাসুরমর্দিনী রূপে দর্শক দেখতে পাবে পায়েলকে। এই প্রত্যাবর্তনে খুশি অভিনেত্রীও। বহু বছর পর মহিষাসুরমর্দিনী রূপ ধারণ করতে পেরে আবেগতাড়িত পায়েল।
আরও পড়ুন সংসার সামলাতে গোপনে কোন কাজ? স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তির জেরে ভেঙে যাবে সব্যসাচীর সংসার!
উচ্ছ্বাসের সঙ্গে বলেন, 'আমার সৌভাগ্য যে মহিষাসুরমর্দিনী করার সুযোগ পেয়েছি। প্রত্যেক নৃত্যশিল্পীর কাছে এটা একটা স্বপ্নপূরণের মতো। জীবনে সবাই চায় একবার মহিষাসুরমর্দিনী করতে। যতদূর মনে পরে ২০১৭ সালে কোনও এক চ্যানেলের জন্য আমি শেষ মহিষাসুরমর্দিনী করেছিলাম। মাঝে অনেকটা বছর বিরতি। এত বছর পর আবার আমাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জোর কদমে রিহার্সাল চলছে।'
আরও বলেন, 'অকাল বোধনের চিত্রনাট্যে পৌরাণিক কাহিনির সঙ্গে আধুনিকতার মেলবন্ধন করা হয়েছে। এত বছর পর মহিষাসুরমর্দিনী করতে পেরে আমার খুবই নস্ট্যালজিক লাগছে।' উল্লেখ্য পায়েল এই মুহূর্তে সান বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল 'কোন সে আলোর স্বপ্ন নিয়ে' তে 'আলোর' ভূমিকায় অভিনয় করছেন। দেবী দুর্গা রূপে পায়েলকে দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা।
আরও পড়ুন মঙ্গলে মুখদর্শন! একরত্তিকে আগলে প্রথম ছবি, কেমন দেখতে হল অহনার মেয়ে?