New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/29/NIVbuMFOhiJTySvwVXMC.jpg)
আমি জীবিত মৃত নই: রোহিত
Family Man Actor Fake Death News: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েই সব শেষ! অসমে জঙ্গলের পাশ থেকে উদ্ধার ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতার মৃতদেহ। এই খবরে যখন শোরগোল সোশ্যাল মিডিয়ায় তখন ইনস্টায় লাইভ ভিডিও শেয়ার করে কী বললেন অভিনেতা?
আমি জীবিত মৃত নই: রোহিত
Rohit Basfore : ফ্যামিলি ম্যান সিজন ৩ খ্যাত অভিনেতা রোহিত বাসফোর-এর রহস্য মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। গভীর শোকপ্রকাশ করেছেন অনুগামীরা। আগামী নভেম্বরে ফ্যামিলি ম্যান সিজন ৩ মুক্তি পাওয়ার কথা। তার আগেই এমন দুঃসংবাদ! এই সিজনের ভক্তদের মনে যখন এই খবর গভীর প্রভাব ফেলেছে ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় 'জীবন্ত' রোহিত! হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। কী ভাবছেন মৃত মানুষ কী ভাবে জীবন্ত হয়ে উঠল? আসলে তিনি তো সম্পূর্ণ সুস্থ রয়েছেন। পুরো ঘটনাই নাম বিভ্রাটেের জেরে ঘটেছে। রোহিত বাসফোর নামের এক ব্যক্তির অসমের জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে। ইনস্টা হ্যান্ডেলে ভিডিওবার্তায় রোহিত বলেছেন কী ভাবে এই ভুল তথ্য ছড়িয়েছে।
একটি ভিডিও শেয়ার করে অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন, প্রত্যেকের কাছেই তাঁর নিজের পরিচয়টা ভীষণ প্রিয়। পরিচয় নিয়েই প্রত্যেকে বেঁচে থাকেন। প্রতিটি মানুষ নিজের পরিচয়কে মন থেকে ভালবাসেন। তাই কারও সঙ্গে যখন নাম বিভ্রাটের ঘটনা ঘটে সেটা অত্যন্ত দুঃখের। একজনের পরিচয় যদি অন্যের নামের সঙ্গে জুড়ে দেওয়া হয় তাহলে শুধু সেই মানুষটারই নয়, তাঁর সঙ্গে যুক্ত প্রত্যেকের মনে আঘাত লাগে। যিনি মারা গিয়েছেন তাঁর প্রতি শোকজ্ঞাপন করেছেন। সেই সঙ্গে আরও বলেছেন, 'আজ যা হয়েছে খুব খারাপ হয়েছে। আমি ঠিক আছি। আর একদম সুস্থ আছি।' বন্ধুদের থেকে বিষয়টা জানতে পেরেছেন। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর খবর দেখে চমকে গিয়েছেন রোহিতের বন্ধুরা। সঙ্গে সঙ্গে বন্ধুরা রোহিতকে ফোন করেছেন। ওঁদের মুখ থেকে শুনে অবাক হয়ে গিয়েছেন।
প্রয়াত ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা রোহিত বাসফোর। রবিবার রাতে অসমে বন্ধুদের সঙ্গে Garbhanga জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রোহিত। রবিবাসরীয় সন্ধ্যায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। Odisha Bytes-এর রিপোর্ট মোতাবেক, কয়েকমাস আগেই মুম্বই থেকে গুয়াহাটি এসেছিলেন। পরিবারের তরফে জানা যাচ্ছে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপরই ঘটে যাওয়া এই মারাত্মক ঘটনা মোটেই স্বাভাবিক নয় বলে মনে করছেন পরিবারের সদস্যরা। রোহিতকে উদ্ধারের পরই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর রোহিতের এক বন্ধু অভিনেতার বাড়িতে ফোন করে দুঃসংবাদ জানান। রোহিতের মৃত্যু স্বাভাবাকি নয় বলেই মনে করছে তাঁর পরিবার।সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রোহিতকে।
আরও পড়ুন: নাম বিভ্রাটের জের! ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতার ভুয়ো মৃত্যুর খবর ঘিরে তোলপাড়