Rohit Basfore Found Dead: চলতি বছরের নভেম্বরেই মুক্তি পাওয়ার কথা ফ্যামিলি ম্যান সিজন ৩-এর। প্রথম দুই পর্বের তুমুল জনপ্রিয়তার পর তৃতীয় ভাগ নিয়ে উচ্ছ্বসিত দর্শক। অধীর আগ্রহে দিন গুনছেন ফ্যামিলি ম্যান সিরিজের ভক্তরা। তার মাঝেই মন খারাপ করা খবর। প্রয়াত ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতা রোহিত বাসফোর। রবিবার রাতে অসমে বন্ধুদের সঙ্গে Garbhanga জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রোহিত। রবিবাসরীয় সন্ধ্যায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। রোহিতের অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদুনিয়ায়। ফ্যামিলি ম্যান সিজন ৩-র অভিনেতা হিসেবে অনেকে ভুল করেছেন। তিনি আসলে এক সাধারণ নাগরিক।
কী খবর ছড়িয়েছিল?
Odisha Bytes-এর রিপোর্ট মোতাবেক, কয়েকমাস আগেই মুম্বই থেকে গুয়াহাটি এসেছিলেন রোহিত। পরিবারের তরফে জানা যাচ্ছে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপরই ঘটে যাওয়া এই মারাত্মক ঘটনা মোটেই স্বাভাবিক নয় বলে মনে করছেন পরিবারের সদস্যরা। রোহিতকে উদ্ধারের পরই তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর রোহিতের এক বন্ধু অভিনেতার বাড়িতে ফোন করে দুঃসংবাদ জানান। রোহিতের মৃত্যু স্বাভাবাকি নয় বলেই মনে করছে তাঁর পরিবার।
সদস্যদের দাবি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে রোহিতকে। প্রসঙ্গত, পার্কিং সংক্রান্ত একটি ঘটনায় নাকি বিবাদে জড়িয়েছিলেন রোহিত। সেখানে যুক্ত রয়েছেন Ranjit Basfore, Ashok Basfore ও Dharam Basfore যাঁরা নাকি রোহিতকে খুনের হুমকিও দিয়েছিলেন। প্রয়াত অভিনেতার এক কাছের মানুষ জানিয়েছেন, জিমের মালিক অমরদীপ রোহিতকে ঘুরতে যাওয়ার জন্য ডেকেছিলেন।
আরও পড়ুন: চিতাতেই বিলীন হাসি! নববর্ষের আগে সকলকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা, শোকস্তব্ধ সিনেমহল
ঘটনার তদন্ত চলছে। আর প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে রোহিতের গায়ে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এক পুলিশ অফিসারের বিবৃতি অনুযায়ী, 'সোমবার গুয়াহাটির মেডিক্যাল কলেজে অটোপ্সির জন্য নিয়ে যাওয়া হয় রোহিতের মৃতদেহ। শরীরে একাধিক ক্ষত রয়েছে। মাথা, মুখ সহ বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন একেবারে স্পষ্ট। আমরা গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত করছি। তবে যে চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাঁরা আপাতত পলাতক।'
অভিনেতা রোহিতের অকাল মৃত্যুর খবর ছড়াতেই স্তম্ভিত তাঁর সহকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় সতীর্থ থেকে অনুগামী প্রত্যেকে শোকজ্ঞাপন করেছেন। উল্লেখ্য, গত বছরই ফ্যামিলি ম্যান সিজন ২-এর অভিনেতা আসিফ বসরা আত্মহত্যা করেন। সেই খবরে তোলপাড় হয়েছিল বিনোদন জগৎ। এক বছরের মধ্যে একই সিরিজের আরও এক অভিনেতার অকাল প্রয়াণ। আসিফের মৃত্যুতে ফ্যামিলি ম্যান সিজন ২-এর পরিচালকদ্বয় ইনস্টা হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করে লিখেছিলেন, 'গত বছরও আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি। সিজন ২-এ আসিফ বসরা আমাদের সঙ্গে কাজ করলেন। দুর্দান্ত প্রতিভাসম্পন্ন একজন অভিনেতা ছিলেন! ওঁর আত্মহত্যার ঘটনা আমাদের মনে গভীর প্রভাব ফেলেছে। আমরা ওঁর আত্মার শান্তি কামনা করি।'
আরও পড়ুন: ৩৬-এ সব শেষ! উদ্ধার 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত জনপ্রিয় অভিনেতার দেহ