Armaan Malik Dad For The 5th Time: ফের চর্চার কেন্দ্রে ইউটিউবার আরমান মালিক এবং তাঁর দ্বিতীয় স্ত্রী কৃতিকা। প্রথম স্ত্রী পায়েল ও কৃতিকা একই বাড়িতে থাকেন। সর্বোপরি দুই সতীনের মধ্যে কোনও ঝগড়া নেই। ২০১১ সালে পায়েলকে বিয়ে করেছিলেন আরমান। ২০১৮ সালে পায়েলের সঙ্গে দাম্পত্যে থাকাকালীন তাঁর প্রিয় বন্ধু কৃতিকাকে বিয়ে করেন আরমান। এতে বিন্দুমাত্র আপত্তি ছিল না পায়েলের। তারপর থেকেই তিনজনে একসঙ্গে থাকেন। দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের নীচে সংসার করার জন্য কটাক্ষেরও স্বীকার হয়েছেন। যদিও সেসব ট্রোলকে কখনই তোয়াক্কা করেন না তাঁরা। বরং সুখী দাম্পত্যের নজিরই বারবার উঠে আসে তাঁদের ভ্লগে। আরমান-পায়েল-কৃতিকাকে নিয়ে চর্চার মাঝে ফের বোমা ফাটালেন দ্বিতীয় স্ত্রী কৃতিকা। পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান!
লেটেস্ট ভ্লগে ফের মা হওয়ার খবর জানিয়েছেন কৃতিকা। প্রেগন্যান্সি টেস্টের পজেটিভ রিপোর্টও প্রকাশ্যে দেখিয়েছেন আরমান ঘরনি। যদিও সেই সঙ্গে একটি শব্দ যোগ করেছেন 'প্র্যাঙ্ক'। তাই অনেকেই বিষয়টা নিয়ে ধন্দে পড়ে গিয়েছেন, আদৌ কৃতিকা অন্তঃসত্ত্বা নাকি নিছক মজা? যাঁরা ভ্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাঁরা জানেন আরমান-কৃতিকা পুরো বিষয়টি খোলসা করেছেন। তাঁরা বলেছেন, দুটি প্রেগন্যান্সি কিট ব্যবহার করেছিলেন। যে পজেটিভ কিট দেখানো হয়েছিল সেটি ছিল Zaid-এর জন্মের সময়। সুন্দর স্মৃতি হিসেবে তাঁরা আজও সেটি রেখে দিয়েছেন। আগামীতে সত্যিই যদি জীবনে পুনরায় সেই সুখের সময় আসে তাহলে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি আরমান পত্নী।
প্রসঙ্গত, চার সন্তানের বাবা আরমান। প্রথম স্ত্রী পায়েলের তিন সন্তান। আর কৃতিকার এক। ২০২৩-এ দুই স্ত্রী-ই একসঙ্গে অন্তঃসত্ত্বা হন। পায়েল যমজ সন্তানের জন্ম দেন আর পুত্র সন্তানের মা হন কৃতিকা। লেটেস্ট ভ্লগে কৃতিকা যখন প্রেগন্যান্সির কথা বলছিলেন তখন পায়েলের মুখের অভিব্যক্তি কিন্তু, কারও নজরে এড়ায়নি। আরমান-কৃতিকা-পায়েল তিনজনই বিগ বস ওটিটি সিজন ৩-এ অংশ নিয়েছিলেন। সেখানেও তুমুল বিতর্কে জড়ান তাঁরা। অনেকে তাঁদের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন। একসঙ্গে দুই স্ত্রী নিয়ে সংসার করা এমন এক ব্যক্তি রিয়্যালিটি শোয়ে সুযোগ পেল কী করে তা নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। পায়েল এলিমিনেট হয়ে বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে এক কম্বলের নীচে আরমান-কৃতিকার ভিডিও ঘিরেও বিস্তর চর্চা হয়েছিল।
আরও পড়ুন 'সোনালি চুলের জন্য 'ডাকিনি' বলে চরম কটাক্ষ! অপমানের চাঁচাছোলা জবাব অভিনেত্রী মধুবনীর