New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/22/zXo6S9bE6IWj1IqGsz1j.jpg)
মধুবনীর চাঁচাছোলা জবাব
Madhubani Goswami: ইউটিউব চ্যানেলে সুখী গৃহকোণের নানা মুহূর্ত শেয়ার করেন। এছাড়াও নিয়মিত নিত্য নতুন ভিডিও আপলোড করেন মধুবনী। কিন্তু, লেটেস্ট ভিডিও-তে তো একেবারে রুদ্র রূপ ধারণ করেছেন অভিনেত্রী। রেগে কাঁই মধুবনী। কিন্তু কেন?
মধুবনীর চাঁচাছোলা জবাব
Madhubani Goswami On Troll: একটা সময় বাংলা মেগার দর্শকের অত্যন্ত পছন্দের ধারাবাহিক ছিল ভালবাসা ডট কম। রাজা-মধুবনী জুটির অন স্ক্রিন কেমেস্ট্রি আজও ভোলেনি দর্শক। অভিনেতা রাজা গোস্বামী অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকলেও নিজেকে গুটিয়ে নিয়েছেন মধুবনী। এই ধারাবাহিকের সেটেই প্রেমের সূত্রপাত। বিয়ের বন্ধনে বাঁধা পড়েন তাঁরা। সুখের সংসারে রয়েছে তাঁদের একমাত্র পুত্র সন্তানও। স্যালোঁ আর সংসার দুটি একসঙ্গেই সামলান মধুবনী। ইউটিউব চ্যানেলে সুখী গৃহকোণের নানা মুহূর্ত শেয়ার করেন। এছাড়াও নিয়মিত নিত্য নতুন ভিডিও আপলোড করেন মধুবনী। কিন্তু, লেটেস্ট ভিডিও-তে তো একেবারে রুদ্র রূপ ধারণ করেছেন অভিনেত্রী। রেগে কাঁই মধুবনী। কিন্তু কেন?
আসলে মধুবনীর সোনালি চুলের রং (হেয়ার কালার) নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষ করেছেন নেটিজেনরা। সেসবে অবশ্য কান দেন না মধুবনী। কিন্তু, আচমকা কী হল? সব সীমা অতিক্রম করে নিন্দুকেরা 'ডাকিনি' বলে অপমান করেছেন মধুবনীকে। আর তাতেই ক্ষেপে লাল অভিনেত্রী। ভিডিওবার্তায় ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, 'অনেকদিন ধরে শুনছি। কিছু বলিনি। কিন্তু, কোনও কিছু না বললে তো মাথার উপর উঠে নাচতে আরম্ভ করবে। হচ্ছেটা কী? আমাকে ডাকিনির মতো দেখতে লাগছে? তোমরা জানো ডাকিনি কাকে বলে? তাঁর ক্ষমতা কী জানো? ডাকিনি শব্দটার একটা বিশেষত্ব আছে। আগে সেটা সম্পর্কে জ্ঞানার্জন করো। তারপর সেই শব্দটাকে ব্যবহার করো। আমাদের সনাতন হিন্দুধর্মে এমনকী বৌদ্ধদের মধ্যেও ডাকিনি একটি পবিত্র শব্দ। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ। ডাকিনি-যোগিনী মা কালীর সহচরী।'
আরও যোগ করেছেন, 'আমাকে অপমান করার জন্য ডাকিনি বলছো কিন্তু, এই শব্দটা ব্যবহার করে তোমরা আমাকে যে উচ্চস্থানে বসিয়ে দিচ্ছে সেই যোগ্যতা আমার মতো একজন সাধারণ মানুষের নেই। এই কথাগুলো দয়া করে বলো না। আগে গুগল করে বিষয়টা জানো। এটা নিয়েও যে ভিডিও করতে হবে ভাবিনি। আমার চুলের রং নিয়ে অনেকেরই সমস্যা আছে। কিন্তু, আমি শাড়ি হোক বা ওয়েস্টার্ন আউটফিট সবটাই এই হেয়ার কালারের সঙ্গে সুন্দরভাবে বহন করি। যাঁদের জীবনে সুখ নেই, তাঁরা তাঁদের অবসাদ এভাবে বের করছে। আমি আমার জীবনের কোনও সিদ্ধান্তই কিন্তু, কমেন্টের উপর নির্ভর করে বদলে ফেলেনি।'
আরও পড়ুন মোটা দাদাকে হারিয়ে হাঁপুস নয়নে কান্না, গানে গানে প্রিয়জনকে শ্রদ্ধা নিবেদন মধুবনীর