চার বছর ধরে একে-অপরকে ডেট করছেন। বিয়ের জল্পনা অবশ্য বছর দুয়েক আগে থেকেই শোনা যাচ্ছিল। তবে ফারহান আখতার (Farhan Akhtar) কিংবা শিবানী দান্দেকরের (Shibani Dandekar) কেউই এই নিয়ে মুখ খোলেননি এযাবৎকাল। তবে দুই তারকার বিয়ের খবর চাপা থাকেনি। ইন্ডাস্ট্রির অন্দরেও গুঞ্জন। ঘনিষ্ঠ সূত্রের খবর, চলতি মাসেই বিয়ে করতে চলেছেন ফারহান-শিবানি। অবশেষে আর রাখঢাক না করে বাবা জাভেদ আখতার-ই (Javed Akhtar) সিলমোহর দিলেন ছেলের বিয়ের খবরে।
আগামী ২১ ফেব্রুয়ারি ছাদনতলায় বসতে চলেছেন ফারহান ও শিবানী দান্দেকর। সেই খবরে সায় দিয়ে জাভেদ আখতার জানালেন, “হ্যাঁ, বিয়েটা হচ্ছে। ওয়েডিং প্ল্যানাররাই সমস্ত আয়োজন করছে। প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। তবে অতিমারীর কথা মাথায় রেখে নিমন্ত্রিতদের তালিকা কাটছাঁট করতে হয়েছে। একেবারে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের উপস্থিতিতেই চার হাত এক হবে।”
হবু শ্বশুরমশাই জাভেদ অবশ্য আগেভাগেই শিবানীর প্রশংসায় পঞ্চমুখ। বলছেন, “শিবানীকে আমাদের পরিবারের সকলেই খুব ভালবাসেন। তাছাড়া, ফারহানের সঙ্গে ওকে মানায়ও বেশ।”

[আরও পড়ুন: ‘মিস্টার মাম্মি’… স্ত্রী জেনেলিয়ার সঙ্গে গর্ভধারণ করলেন রীতেশ দেশমুখও!]
প্রসঙ্গত, ২০১৮ সালে ফারহান ও শিবানী সম্পর্কে জড়িয়ে পড়েন। সোশ্যাল মিডিয়াতেও মাঝেমধ্যেই একে-অপরের সঙ্গে ছবি পোস্ট করেন। ফারহানের জন্মদিনেও প্রকাশ্যে প্রেমের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। আর গতবছর নিজের জন্মদিনে ফারহানের নাম নিজের ঘাড়ে ট্যাটু করিয়েছেন শিবানী।
অতঃপর বলিউডে আবারও বিয়ের সানাই বাজছে। ফারহান-শিবানীর বিয়ে নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু ইন্ডাস্ট্রির অন্দরে। তবে আমন্ত্রিতদের তালিকায় কারা রয়েছেন, তা অবশ্য এখনও জানা যায়নি। ওদিকে করোনায় আক্রান্ত হয়ে নিভৃতাবাসে শাবানা আজমি। তবে বিয়ের প্রস্তুতিতে ভাঁটা পড়েনি। চলছে জোরকদমে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন