টলিপাড়ার বুকে ফেডারেশন বনাম পরিচালক ঝগড়া তুঙ্গে। বচসার জেরে কোণঠাসা অনেক পরিচালক। যারা যারা ফেডারেশনের নিয়মের বিপরীতে স্রোতে গা বসিয়েছিলেন, যারা এমনও বলেছিলেন, যে কেন এবং কী জন্য তথাকথিত পুরোনো নিয়ম মেনে কাজ হবে, সেই নিয়েই শুরু হয় বচসা। ফেডারেশন মগের মুল্লুক চালায় এই ইন্ডাস্ট্রির বুকে, এমনটাই জানিয়েছিলেন।
কিছুদিন আগেই সেই সমস্যার মুখোমুখি হন পরিচালক সুদেষ্ণা রায়। তিনি সমাজ মাধ্যমে লাইভ করেই জানিয়েছিলেন, তাঁর নতুন ছবির শুটিং প্রসঙ্গে। টেকনিশিয়ানরা নোটিশ না দিয়েই তাঁকে কাজে অসহযোগিতা করেছেন। তাঁর কাজে বাঁধা দিয়েছেন। সেকারণেই, তাঁর নতুন ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু, কিছুদিন আগেই আবার তিনি জানান যে নতুন ছবি আপিস রিলিজ করছে জুন মাসে। ফেডারেশনের সঙ্গে অশান্তি তাঁর এই কাজে বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। পরিচালকের সঙ্গে যোগাযোগ করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তিনি কী বললেন?
Bollywood Actress Surbhi: সদ্য বিয়ে হয়েছে, তাও একই বাড়িতে আলাদা থাক…
তিনি বলেন, " আমার মনে আছে, এই ছবির শুটিং আগের বছর ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, সেন্সর পর্যন্ত হয়ে গিয়েছিল। এবার রিলিজ কবে করব, সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। এবং আমরা সঠিক টাইমের চিন্তা করছিলাম। আমার ছবিটা অবশেষে রিলিজ করছে। ভাল লাগছে, আমি খুব আশাবাদী এই ছবি নিয়ে। যারা আমার সঙ্গে কাজ করেছে, তাঁরা আমার পুরোনো মানুষ আমার দলের। এটা কিন্তু টিম ওয়ার্ক। সবাই কিন্তু বুঝতে পারবে, যে একসঙ্গে কাজ করে আমরা কত ভাল ছবি বানিয়েছি। কারণ, এটা যখন KIFF এ দেখানো হয়, তাঁরা কিন্তু অনেকেই দেখতে এসেছিলেন। টেকনিশিয়ানদের অনেকেই ছবিটা দেখতে এসেছিল। সবাই তো আসতে পারে না। কিন্তু, সকলে ভালমনেই দেখেছিলেন।
Cannes এ বাংলা ছবি যাচ্ছে না কেন?
এই প্রসঙ্গে তিনি বলেন, "বাংলা ছবি যায় না মানে, এটার একটা বিরাট চ্যানেল আছে। কীভাবে সেখানে পৌঁছে যাবে। সেইভাবে হয়তো আমরা চ্যানেলগুলো করে উঠতে পারিনি। সেটা হতেই পারে। একেকসময়, পরিচালকদের চ্যানেল থাকে। প্রথম ছবি যখন যাবে, তখনও একটা চ্যানেল ধরেই গিয়েছিল। আমি যদি একটা ভাল ছবিও বানাই, আমার ঐ অবধি পৌঁছনো একটা সময় লাগে। এটা নিয়ে আমি সিওর নয়। এরপরই তাঁকে অরণ্যের দিনরাত্রি নিয়ে জিজ্ঞেস করা হলে, তিনি সাফ জানান, অরণ্যের দিনরাত্রি অসাধারণ ছবি। এত সুন্দরভাবে সেটাকে রিস্টোর করা হয়েছে। এবং, এটা ভোলার নয়, যে ভারতীয় সিনেমা সত্যজিৎ রায়ের হাত ধরে সমৃদ্ধ হয়েছে। মৃণাল সেনও তাই। সময় থাকে সবকিছুর।"