সদ্যই বিয়ে হয়েছে। কাছের মানুষকে বিয়ে করেই সুখের দাম্পত্য সাজিয়েছেন তিনি। কিন্তু, সত্যিই কি সুখের দাম্পত্য? বিয়ের কিছু মাস যেতে না যেতেই, অভিনেত্রী তাঁর এবং তাঁর স্বামীর আলাদা ঘরে থাকার প্রসঙ্গে কথা বললেন। সঙ্গে এই কাজ কেন করেন, সেটাকে জাস্টিফাই পর্যন্ত করলেন। নতুন বিয়ের পরেও স্বামীর সঙ্গে একসাথে থাকতে ইচ্ছে করে না? সম্পূর্ণটাই নিজেদের চয়েস বলে উল্লেখ করেন।
এই তো, সেদিন সব বন্ধুদের উপস্থিতিতে, পরিবারের সকলকে সামনে রেখে গাঁটছড়া বাঁধলেন। তাহলে কী হল? স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে মুখের মানচিত্র পাল্টে গেল অভিনেত্রীর। চোখেমুখে এক উজ্জ্বল ভাব, তাঁর সবথেকে পছন্দের মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে যেন আনন্দে উল্লাসে মগ্ন তিনি। তাহলে আলাদা কেন থাকেন? দুজনের আলাদা ঘর কেন? প্রসঙ্গেই তিনি জানিয়েছেন। এই অভিনেত্রী আর কেউ নন। বরং কুবুল হ্যায় খ্যাত সুরভী জ্যোতি। তিনি, গত সিজনে নাগিন হিসেবেও এসেছিলেন কালারস এর পর্দায়।
Kamal Hassan: ৩০ বছরের ছোট নায়িকাদের সঙ্গে রোম্যান্স, ৭১-এর কমল হাসানের কাণ্ডে তোলপাড়! অস্বস্তিকর আলোচনা...
আর এবার তাঁর বৈবাহিক জীবন নিয়ে মুখ খুলেছেন। স্বামীকে নিয়ে বলছেন, অনেককিছু আপনার পার্টনারের ওপর নির্ভর করে। আপনি নিশ্চয়ই সবাইকে এই পাওয়ারটা দেবেন না যে সবাই আঘাত দিতে পারে। কিন্তু আপনার সঙ্গীর কাছে সেই সুযোগ আছে। সে চাইলে আপনাকে হার্ট করতে পারে। ওদের কাছে এই সুপারপাওয়ার আছে। তাই বুঝে শুনে সঙ্গী নির্বাচন করুন। সময় নিন। তাড়াহুড়োর দরকার নেই। আপনার বাবা-মায়ের পছন্দ হতে পারে কাউকে, সেটা ভুল নয়। কিন্তু আপনি সময় কাটান।
কিন্তু, কেন আলাদা ঘরে থাকেন তাঁরা?
অভিনেত্রীর কথায়, "আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমার বাড়িতে এখন কী হয়, যে ও থাকে, বাড়ি থেকে কাজ করে। আমি যখন শুটিং করি না তখন আমি বাড়িতে থাকি। এবার আমি বলি, আমাদের দুজনের ঘর আলাদা। সেটা কিন্তু চয়েসের ব্যাপার। কারণ, জীবনের বেশিরভাগ সময়টা ওর একা কেটেছে। আমারও তাই। এটা একটা মিউচুয়াল সিদ্ধান্ত। খুব কম দেখা যায়, কিন্তু একেবারেই হয় না, সেটা কিন্তু না। আমার নিজের ঘর, নিজের ওয়াশরুম সব আলাদা আছে। তো এটা হয়েই থাকে যে আমরা আমাদের ঘরে একা আছি। বিষয়টা অদ্ভুত শুনতে লাগলেও এটাকে স্পেস দেওয়া বলে।"
সঙ্গে সঙ্গে তিনি এও জানান, তাঁর বাবা-মা কোনোদিন তাঁকে জোড় করেননি বিয়ে নিয়ে। এবং এও বলেন, সম্পর্কে ভাল কিছুর জন্য গ্রো করা খুব দরকার।