Advertisment
Presenting Partner
Desktop GIF

সহবন্দিরাই এখন বিপদের 'বন্ধু' অর্পিতার! জেলেও 'পার্থ-সাথী' আবদার মেটাচ্ছেন

জেলেও 'তারকা'র মেজাজে অর্পিতা!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Partha Chatterjee Live updates, Bengal SSC scam, ED-র জেরা পার্থ অর্পিতাকে, Arpita Mukherjee Diet Chart, পার্থ অর্পিতার ডায়েট, মমতা বন্দ্যোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের মা, SSC দুর্নীতি, Partha Arpita, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, Arpita Mukherjee in jail, Partha in Jail, জেলে পার্থ, Presidency Jail, প্রেসিডেন্সি জেল, Model actress Arpita Mukherjee, Parth Chatterjee Aide Arpita Mukherje, Partha Chatterjee arrest, Partha Chatterjee, Arpita Mukherji, ED, পার্থ চট্টোপাধ্যায়, পার্থ অর্পিতা, অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেপ্তার মডেল অভিনেত্রী অর্পিতা, Bengal news today, Indian Express Entertainment News

জেলেও 'তারকা' অর্পিতা! কেউ নায়িকার কাপড় কাচছেন, কেউ বা বিছানা পাতছেন

বাংলার পাশাপাশি ওড়িয়া-তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। মডেলিং-এও নাম করেছিলেন। নাকতলা পুজোর মুখ, সেই অভিনেত্রীর-ই বর্তমানে রাজ্যের SSC দুর্নীতি-কাণ্ডে নাম জড়িয়ে ঠাঁই হয়েছে জেলে। অর্পিতা মুখোপাধ্যায়ের ঠিকানা এখন আলিপুর মহিলা সংশোধনাগারের ২ নম্বর ঘর। তবে জেলে বসেও সেলেব-সুবো হাবভাবের অন্ত নেই নায়িকার! অতঃপর সহ-কয়েদিরাই এখন অর্পিতার রোজকার আবদার মেটাচ্ছেন।

Advertisment

এককথায়, আলিপুর মহিলা সংশোধনাগারের 'সেলেব' এখন অর্পিতা মুখোপাধ্যায়। কেউ নায়িকার কাপড় কেচে দিচ্ছেন। আবার কেউ বা শোয়ার আগে বিছানা পেতে দিচ্ছেন। তবে সবটাই যে অভিনেত্রীর বায়নাক্কায় হচ্ছে, এমনটাও নয়! জেল সূত্রে খবর, বন্দিদের অনেকেই বাংলা সিনেমায় অর্পিতা মুখোপাধ্যায়কে দেখেছেন। দু-একটি সিরিয়ালেও কাজ করেছেন তিনি। অতঃপর অর্পিতাকে চিনতে খুব একটা অসুবিধে হয়নি জেলের অন্য কয়েদিদের। তাই নায়িকাকে তাঁরাই একেবারে সেলেব ট্রিটমেন্ট দিতে শশব্যস্ত।

<আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা টেলি-অভিনেতার! শোরগোল হতেই বিস্ফোরক শৈবালের প্রতিবেশীরা>

উল্লেখ্য, রবিবারই হালকা জ্বর এসেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের। সেদিন থেকেই অন্য কয়েদিরা নায়িকার প্রতি আরও যত্নশীল। কোনও কাজই নিজে হাতে করতে দিচ্ছেন না 'পার্থ-সার্থী'কে। ২০ জন বন্দির সঙ্গে একঘরে রয়েছেন নায়িকা। অর্পিতাকে একেবারে ঘিরে রাখেছেন সেই সহবন্দিরা। আগের তুলনায় অভিনেত্রীর মানসিক পরিস্থিতিরও খানিকটা উন্নতি হয়েছে বলে শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, রাজ্যের স্কুল সার্ভিস কমিশনে ভয়ঙ্কর আর্থিক দুর্নীতি মামলায় ইডি হেফাজত কাটিয়ে গত শুক্রবারই ব্যাঙ্কশাল কোর্টের নির্দেশে অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের ঠাঁই হয়েছে জেলে। সোমবার আইনজীবীকে কাছে পেয়েই নাকি ভেঙে পড়েছিলেন একসময়ে জিৎ-স্বস্তিকা, সোহম, প্রসেনজিৎদের সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করা অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের জন্য দুশ্চিন্তা করছেন। খোঁজ নিচ্ছেন। শুধু তাই নয়, কপাল চাপড়ে নায়িকার দাবি, তাঁকে বিভৎসভাবে ফাঁসানো হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

partha chatterjee WB SSC Scam Arpita Mukherjee West Bengal News tollywood Entertainment News
Advertisment