ফিল্মফেয়ার পুরস্কারে সরগরম বলিউড। আর এবারের পুরস্কারে নজরকাড়া সাফল্য তিনটি ছবির, বেশিরভাগ পুরস্কার তাদেরই ঝুলিতে। ভিকি কৌশলের 'সর্দার উধম', কৃতি স্যাননের 'মিমি' এবং সিদ্ধার্থ মালহোত্রার 'শেরশাহ' ছিনিয়ে নিয়েছে বেশিরভাগ পুরস্কার।
গত দুইবছরে একাধিক সফল ছবি, বিগ বাজেটের ওটিটি রিলিজ আর দক্ষিনী ছবির অসাধারণ সাফল্য! গত বছর থেকে বলিউডের অবস্থা শোচনীয় হলেও তাঁর মধ্যেও কিন্তু ভাল ছবির নজর মিলেছে। আর গতকাল সেই ছবি গুলিকেই দেওয়া হয়েছে পুরস্কার। একঝলকে দেখে নিন কে জিতলেন কোন পুরস্কার?
- শ্রেষ্ঠ অভিনেতাঃ রণবীর সিং ( ৮৩ সিনেমার জন্য )
- শ্রেষ্ঠ অভিনেত্রিঃ কৃতি স্যানন ( মিমি )
- শ্রেষ্ঠ অভিনেতা ( ক্রিটিক ) - ভিকি কৌশল ( সর্দার উধম )
- শ্রেষ্ঠ অভিনেত্রী ( ক্রিটিক ) - বিদ্যা বালান ( শেরনি )
- শ্রেষ্ঠ পরিচালকঃ বিষ্ণু বর্ধন ( শেরশাহ )
- শ্রেষ্ঠ সিনেমাঃ শেরশাহ
- শ্রেষ্ঠ সিনেমা ( ক্রিটিক )- সর্দার উধম
- শ্রেষ্ঠ সহ অভিনেতাঃ পঙ্কজ ত্রিপাঠি ( মিমি )
- শ্রেষ্ঠ সহ অভিনেত্রীঃ সাই তামহাঙ্কার ( মিমি )
- শ্রেষ্ঠ গল্পঃ অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ( চণ্ডীগড় করে আশিকী )
- শ্রেষ্ঠ সঙ্গীত অ্যালবামঃ শেরশাহ
- শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফিঃ অভীক মুখোপাধ্যায় ( সর্দার উধম )
- লাইফটাইম অ্যাচিভমেন্টঃ সুভাষ ঘাই
আরও পড়ুন < মহারাষ্ট্রের গণেশ পুজোয় দক্ষিণের ‘ফিল্মি বাপ্পা’! পুষ্পা, RRR স্টাইলে বিঘ্নহর্তার মূর্তি >
দ্যা ব্ল্যাক লেডি এই প্রথমবারের জন্য অনেকের হাতেই পৌঁছেছে। ছোট থেকেই ফ্লিমফেয়ারের স্বপ্ন দেখেন অনেকেই। শুধু তাই নয়, অসাধারণ ফ্যাশন সেন্সের পরিচয় দিয়েছেন তারকারা। ওয়েস্টার্ন থেকে ট্র্যাডিশনাল সব পোশাকেই তাক লাগিয়েছেন তাঁরা।
বাংলা থেকে উপস্থিত ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন বুম্বা নিজেই। ভিকি কৌশলের সঙ্গে ছবি তুলেছেন অভিনেতা। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষেই তাঁরা পৌঁছেছিলেন সেখানে।
নতুন মুখের অনেকেই এবছর পুরস্কার পেয়েছেন। রেড কার্পেটে হাজির হয়েছিলেন, টেলিভিশনের তারকারাও। কিছুদিন আগে থেকেই কঙ্গনা রনাউতের সঙ্গে বিবাদ নিয়ে চরম ঝামেলায় ছিল পুরস্কার কর্তৃপক্ষ।