Mandira Bedi: প্রয়াত পরিচালক রাজ কৌশল, স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন মন্দিরা বেদি

শোকের ছায়া বলিউডে।

শোকের ছায়া বলিউডে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mandira Bedi, Raj Kaushal

ভগ্নহৃদয়ে রাজ কৌশলকে স্মরণ মন্দিরা বেদির

মাত্র ৪৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউড পরিচালক রাজ কৌশল (Raj Kaushal)। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন মন্দিরা বেদি (Mandira Bedi)। বুধবার সকালে এক খারাপ খবরে ঘুম ভাঙল বলিউড ইন্ডাস্ট্রির। অভিনেতা তথা রাজ কৌশলের বন্ধু রোহিত রায় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজের মৃত্যু হয়েছে। রাজ বাড়িতেই ছিল। ওঁর পরিবারের তরফে ডাক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করার আগেই রাজের মৃত্যু হয়েছে। ওঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।"

Advertisment

রাজ-মন্দিরার দুই সন্তান রয়েছে- বীর এবং তারা। দু'জনেই ছোট। বুধবার রাজের মৃত্যুসংবাদ পাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই বলিউডের তারকা দম্পতির বাড়িতে ভীড় জমান বন্ধু-বান্ধব তথা ঘনিষ্ঠরা। সেখানেই মন্দিরাকে দেখা যায় বন্ধু অভিনেতা রোহিত রায়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তে। এদিন অভিনেত্রীর সঙ্গে দেখা করতে যান রনিত ও রোহিত রায়, নেহা ধুপিয়া, অপূর্ব অগ্নিহোত্রী।

publive-image

<আরও পড়ুন: Ankush-Oindrila: গোবিন্দার বাড়িতে কবজি ডুবিয়ে খেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, তারপর?>

Advertisment

বেলা নাগাদ মুম্বইয়ের শিবাজি গ্রাউন্ডে রাজ কোশল চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানেও মন্দিরাকে সমবেদনা জানাতে এবং বন্ধু পরিচালক-লেখক রাজকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রোহিত-রনিত, অভিনেতা আশীষ চৌধুরী। স্বামীর মুখাগ্নি করার সময়ও আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী মন্দিরা।

সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জ্ঞাপন করেছেন অনুপম খের, পরিচালক অনির, কুণাল কোহলি, নেহা ধুপিয়া, রনি স্ক্রিউওয়ালা, সুধীর মিশ্র, মিনিসা লাম্বা এবং দিব্যা দত্ত-সহ আরও ইন্ডাস্ট্রির অনেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Raj Kaushal Mandira Bedi Bollywood News bollywood