/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/ram-gopal-varma-759.jpg)
রাম গোপাব ভার্মা।
গতকাল রবিবার ৫৭তম জন্মদিন পালন করলেন পরিচালক রাম গোপাল ভার্মা। সঙ্গে এদিন তিনি ঘোষণা করেন, তাঁর নতুন প্রোজেক্টের কথা। এবার অভিনেতা হিসাবে ডেবিউ করতে চলেছেন পরিচালক। চলচ্চিত্র জগত শুরু থেকেই রাম গোপাল ভার্মাকে পরিচালকের চেয়ারেই দেখতে বা শুনতে অভ্যস্ত। তবে এবার সেই চেনা গতের বাইরে বেরিয়ে এসে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় পরিচালককে।
Ahem ! On the occasion of my birthday today ,i am debuting as an actor for the first time in my career ..I wouldn’t mind if u don’t bless me ..Thanks ???????????? pic.twitter.com/P5qhKFsdOx
— Ram Gopal Varma (@RGVzoomin) April 7, 2019
জন্মদিনের দিন টুইট করে তিনি জানিয়েছেন, ''লজ্জাবোধ করছি, আজকের দিনেই আমার সিনেমা জীবনের প্রথম অভিনয়ে করতে চলেছি। আপনারা আশীর্বাদ না করলে আমি অবশ্য কিছু মনে করব না, ধন্যবাদ।'' এই টুইটের মধ্যেও পরিচালকের বেপরোয়া মনোভাব স্পষ্ট।
আরও পড়ুন: ‘বক্সি বাবু’র র্যাপটা এল কোথা থেকে, জানালেন অনির্বাণ
একই সঙ্গে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছেন অভিনেতা ওরফে পরিচালক। ছবির নাম 'কোবরা'। ছবি পোস্টার বলছে, এটি এক ভয়ঙ্কর অপরাধীর বায়োপিক। যাকে ধরলে পুলিশ প্রশাসনের অর্ধেককে গ্রেফতার করা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে, গোটা ছবি জুড়ে পুলিশ এবং গ্যাংস্টারের যোগসূত্র রয়েছে।
সোমবার রামগোপাল ভার্মার টুইটের পরিপ্রেক্ষিতে অভিনেতা অমিতাভ বচ্চন জানিয়েছেন, " অবশেষে , রাম গোপাল ভার্মা .. 'সরকার' তার সত্যিকারের পেশা খুঁজে পেয়েছেন.. অভিনয় !! অল দ্য বেস্ট 'সরকার' .. এ এক অন্য প্রতিযোগীতা"।
T 3136 - FINALLY .. !! Ram Gopal Varma .. the 'SARKAR' finds his true vocation .. ACTING !! All the best Sircaarrrrr .. ????????????
DAMN .. another competition !!???????? pic.twitter.com/5sFDCB8NnD— Amitabh Bachchan (@SrBachchan) April 8, 2019
রাম গোপাল ভার্মা এখানে একজন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, নাম 'আর'। অগস্থ মঞ্জুর সঙ্গে সহ-পরিচালক হিসাবেও দেখা যাবে তাঁকে।
সম্প্রতি তাঁর 'লক্ষ্মী'র এনটিআর' ছবির পরিচালনা শেষ করেছেন। যেখানে আবার সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন,অগস্থ মঞ্জু। বিতর্কিত দ্বিতীয় বিয়ের পর এনটি রামা রাওয়ের রাজনৈতিক ও ব্যক্তিগত সংগ্রামের উপর ভিত্তি করে তৈরি ছবিটি।
Read the full story in English