Sanjay leela Bhansali: সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দায়ের FIR

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে সোমবার বিছওয়াল থানায় বনশালি, অরবিন্দ গিল এবং উৎকর্ষ বালির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভীতি প্রদর্শনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে সোমবার বিছওয়াল থানায় বনশালি, অরবিন্দ গিল এবং উৎকর্ষ বালির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভীতি প্রদর্শনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
MixCollage-03-Sep-2025-10-56-AM-4319

বিরাট অভিযোগ...

 পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবং তাঁর টিমের বিরুদ্ধে প্রতারণা, দুর্ব্যবহার ও বিশ্বাসভঙ্গের অভিযোগে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগ তুলেছেন হসপিটালিটি সংস্থার সিইও প্রতীক রাজ মাথুর। তাঁর দাবি, বনশালি তাকে ছবির লাভ অ্যান্ড ওয়ার–এর লাইন প্রযোজক হিসেবে চুক্তি দেন, কিন্তু পরে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই তাঁকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়।

Advertisment

বিকানের পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশে সোমবার বিছওয়াল থানায় বনশালি, অরবিন্দ গিল এবং উৎকর্ষ বালির বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভীতি প্রদর্শনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

Uttam Kumar Birthday: একগ্লাস সুরা-বরফ, মহানায়ক চলে যাওয়ার পর এভাবেই তাঁর জন্মদিন পালন করতেন কে?

Advertisment

মাথুরের অভিযোগ, তিনি ছবির শুটিংয়ের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা করেছিলেন- অভিনেতাদের নিরাপত্তা থেকে শুরু করে সরকারি দপ্তরের অনুমতি পর্যন্ত। এমনকি বনশালি প্রোডাকশনের পক্ষ থেকে ইমেল মারফত তাঁকে লাইন প্রযোজক হিসেবে নিশ্চিতও করা হয়েছিল। কিন্তু ১৭ আগস্ট বিকানেরের নরেন্দ্র ভবনে ছবির টিমের সঙ্গে দেখা করতে গেলে, উৎকর্ষ বালি ও অরবিন্দ গিল তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। মাথুরের অভিযোগ, তাঁকে ধাক্কা দেওয়া হয়, অপমান করা হয় এবং হুমকি দেওয়া হয় যে তাঁর সংস্থার ভবিষ্যতের প্রকল্পগুলোও এতে ক্ষতির সম্মুখীন হবে।

প্রথমে পুলিশে অভিযোগ নথিভুক্ত না হলেও, মাথুর আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশের পরই পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে বনশালি প্রোডাকশনের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, লাভ অ্যান্ড ওয়ার একটি “মহাকাব্যিক কাহিনী” হিসেবে ঘোষিত হয়েছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা এই বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রের। এটি রণবীর–আলিয়ার বাস্তব জীবনের দম্পতি হিসেবে দ্বিতীয় অন-স্ক্রিন সিনেমা, অয়ন মুখার্জির ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা (২০২২)-এর পর।

Sanjay Leela Bhansali bollywood