scorecardresearch

গাড়ির ধাক্কায় গুরুতর জখম পথচারী, হৃতিকের সহ-অভিনেতার বিরুদ্ধে দায়ের FIR

এখনও গ্রেফতার করা হয়নি বলিউড অভিনেতাকে।

Bollywood actor Rajat Bedi, Rajat Bedi, FIR against Rajat Bedi, রজত বেদী, bengali news today
রজত বেদীর গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর

বলিউড অভিনেতা রজত বেদীর (Rajat Bedi) গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক পথচারী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। যার জেরে রজতের বিরুদ্ধে এফআইআর দায়ের হল মুম্বইয়ের ডিনএন নগর থানায়। হৃতিক রোশনের (Hrithik Roshan) ‘কোয়ি মিল গ্যায়া সিনেমা’-সহ একাধিক জনপ্রিয় বলিউড ছবিতে দেখা গিয়েছে রজতকে। আর সেই খ্যাতনামা অভিনেতাই কিনা এবার দুর্ঘটনায় নাম জড়িয়ে বিপাকে পড়লেন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ঘটনাটি সোমবার সন্ধেবেলা আন্ধেরি অঞ্চলে ঘটেছে। সেই এলাকা দিয়ে যাওয়ার সময় রজতের গাড়ি আচমকাই ধাক্কা মারে এক পথচারীকে। তবে সেখান থেকে পালিয়ে না গিয়ে দায়িত্ববান নাগরিকের মতোই গুরুতর জখম ওই ব্যক্তিকে মুম্বইয়ের কুপার হাসপাতালে (Cooper Hospital) নিয়ে আসেন রজত। এরপর নিজেই ডিএন নগর থানায় গিয়ে গোটা ঘটনাটা জানান।

[আরও পড়ুন: ওহ লাভলি! মদনের ‘নেতাগিরি’ এবার বড় পর্দায়, বায়োপিকে শাশ্বত]

সংশ্লিষ্ট থানার ডিএসপি সংগ্রাম সিং জানিয়েছেন, অভিনেতা নিজেই পথচারীকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যান এবং থানায় এসে গোটা ঘটনাটা জানান। আহত ওই ব্যক্তির নাম রাজেশ দূত। বয়স আনুমানিক ৪০। আশঙ্কাজনক অবস্থায় কুপার হাসপাতালের আইসিইউতে ভর্তি তিনি। জ্ঞান এখনও ফেরেনি তাঁর। চিকিৎসার যাবতীয় ভার বলিউড অভিনেতা বহন করবেন বলেও আশ্বাস দিয়েছেন আহত রাজেশের পরিবারকে। এদিকে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Fir registered against bollywood actor rajat bedi