/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/salman-khan-aayush-sharma-759.jpeg)
সলমন খান ও আয়ুষ শর্মা। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
মাস পেরোলেই তাঁর ভগ্নিপতির ফিল্মের মুক্তি। এবার সেই ফিল্ম ঘিরেই শুরু হল বিতর্ক। যে বিতর্কে এবার বেজায় অস্বস্তিতে পড়লেন সল্লুভাই। আইনি গেরোয় পড়ল ‘লভরাত্রি’। নবরাত্রির সঙ্গে ছবির নামের মিল ঘিরেই যত কাণ্ড। ছবির এহেন নামকরণে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে, এই অভিযোগেই বিদ্ধ ছবির নির্মাতারা। যার ফলস্বরূপ সলমন খানসহ আটজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বিহারের মুজফফরপুর আদালত।
‘লভরাত্রি’ নাম হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে, এহেন অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন এক আইনজীবী। তাঁর সেই মামলার প্রেক্ষিতেই বিহারের মুজফফরপুরের আদালত সলমন খান ও আরও সাতজন অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় ন'দিন ধরে নবরাত্রি পালন করা হয়।
Bihar's Muzaffarpur Court gives orders to file FIR against Salman Khan and 7 other actors after a complaint was filed by an advocate against him and his production 'Loveratri' alleging that the title of the film hurts Hindu sentiments.
— ANI (@ANI) September 12, 2018
আরও পড়ুন, ধুম সিরিজের চতুর্থ ছবি থেকে বেরিয়ে গেলেন সলমন খান, কারণটা অভিষেক নন
উল্লেখ্য এ বছরের শুরুতে ছবির এই নাম নিয়ে আপত্তি তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদ। ভিএইচপি-র ইন্টারন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট অলোক কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, "দেশে এই ছবি প্রদর্শন করতে দেব না। কিছুতেই হিন্দুদের ভাবাবেগে আঘাত করা যাবে না।"
সলমন খান প্রোডাকশনসের এই ছবিতে অভিনয় করেছেন আয়ুষ শর্মা। সম্পর্কে সলমন খানের ভগ্নিপতি হন আয়ুষ শর্মা। ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে ওয়ারিনা হুসেনকে। আগামী মাসের ৫ তারিখ ‘লভরাত্রি’ মুক্তি পাওয়ার কথা। ছবি ঘিরে এহেন বিতর্কের জেরে ‘লভরাত্রি’-র মুক্তি আবার পিছিয়ে যায় কিনা, সেই সংশয়েই রয়েছেন ছবির নির্মাতারা।