শীতের টাটা বলে দেওয়ার সময় প্রায় আগত। পুরোপুরি পাততাড়ি গোটানোর আগেই 'সোয়েটার'-এর প্রথম লুক মুক্তি পেয়ে গেল ভাগ্যিস। পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রথম বাংলা ছবি ‘সোয়েটার’। লাল পোশাক পড়ে সোয়েটার বুনছে টুকু অর্থাৎ অভিনেত্রী ইশা সাহা। তার চোখ ভয়। কারণ বিয়ের জন্য দেখতে আসা পরিবার টুকুকে জানিয়েছে সোয়েটার বোনা শিখতে পারলেই তার বিয়ে হবে। এখান থেকেই শুরু ছবির গল্প।
কিন্তু ডিজিটাল যুগে উল-কাটা দিয়ে সোয়েটার বোনে কজন? পরিচালক শিলাদিত্য মৌলিক এবিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন, ”এটি এক আত্মবিশ্বাসহীন মেয়ের গল্প। ওকে লোকে যেভাবে চালিত করে সে সেভাবেই চলে। এমন অবস্থায় ওকে বলা হয় একটা সোয়েটার বুনতে পারলে ওর বিয়ে হবে। এর মধ্যে দিয়েই একজন স্বাবলম্বী মানুষ হওয়ার যাত্রা শুরু টুকুর। এখানে সোয়েটারটা ভীষণভাবে রূপকের কাজ করে। সেটা ছবিটা দেখলে বোঝা যাবে।”
ছবিতে টুকুর ভূমিকায় ইশা সাহা। ফোটো- পিএসএস এন্টারটেইনমেন্ট
আরও পড়ুন, সিনেমা হল থেকে উধাও ‘ভবিষ্যতের ভূত’, ক্ষোভ অভিনয় জগতে
ছবিতে ইশা ছাড়াও শাশুড়ির চরিত্রে রয়েছেন জুন মালিয়া, টুকুর বাবার ভূমিকায় খরাজ মুখোপাধ্যায়, বিশেষ চরিত্রে দেখা যাবে শ্রীলেখা মিত্র ও সুদীপ্তা চক্রবর্তীকে। এছাড়াও রয়েছেন সৌরভ দাস ও পর্দায় টুকুর বোনের ভূমিকায় দেখা যাবে অনুরাধা মুখোপাধ্যায়কে।
সোয়েটারের বেশিরভাগ শুটিং হয়েছে দার্জিলিংয়ে। ছবির সঙ্গীত পরিচালনা করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় ও রণজয় ভট্টাচার্য। প্রোমোদ ফিল্মস ও পিএসএস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবছরই মুক্তি পেতে পারে ‘সোয়েটার’।