/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/parineeta-759.jpg)
প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার।
আগেই ঘোষণা করা হয়েছিল শনিবার অর্থাৎ জামাইষষ্ঠীর দিন প্রকাশিত হল 'পরিণীতা'র ফার্স্টলুক। সেই মতো প্রকাশ্যে এল ছবির প্রথম পোস্টার। এই ছবির হাত ধরে বড়পর্দায় কামব্যাক করছেন শুভশ্রী একথা এতদিনে জেনে গিয়েছে তাঁর ফ্যানেরা। ‘পরিণীতা’ ছবির মাধ্যমেই সিলভার স্ক্রিনে কামব্যাক করছেন টলিউডের এই নায়িকা, পরিতালক রাজ চক্রবর্তী। তবে এ ছবির সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনও যোগ নেই। নিজের মতো চিত্রনাট্য সাজিয়েছেন রাজ।
আরও পড়ুন, পরমব্রতর ‘মিতিন মাসি’ অর্পিতা!
‘পরিণীতা’, আদ্যপান্ত প্রেমের ছবি বলেই ঠাওর করা হচ্ছে। শুভশ্রী ও ঋত্বিক ছাড়াও ছবিতে দেখা যাবে আদৃতকে। প্রসঙ্গত, রাজ চক্রবর্তীই এই নাবগতর টলিউডে এন্ট্রির কারণ। ঋত্মিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাচ্ছে পোস্টারে। সব ঠিক থাকলে অগাস্টেই মুক্তি পাবে 'পরিণীতা'। ফিল্ম অ্যানালিস্ট তরণ আদর্শও টুইট করেছেন 'পরিণীতা'র পোস্টার।
Ritwick Chakraborty and Subhashree Ganguly... First look poster of Raj Chakraborty's #Bengali film #Parineeta... Directed by Raj Chakraborty... Aug 2019 release. pic.twitter.com/IW0Vp5W64A
— taran adarsh (@taran_adarsh) June 8, 2019
‘পরিণীতা’য় মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রীকে। গতবছরের শেষের দিকে পাভেলের পরিচালনায় ‘রসগোল্লা‘ ছবিতে মালকারজানের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ভীষণই অল্প সময়ের জন্য পর্দায় দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তখন অবশ্য নায়িকা জানিয়েছিলেন, শিবপ্রসাদের জন্য কাজটায় রাজি হয়েছিলেন তিনি। তারপরে সটান আসছেন রাজের পরিচালনায়।